কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? - ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আপনি হয়তো মুরগি পালন করার জন্য কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? এইসব বিষয়ে জানতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা আজকের আর্টিকেলে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট এর পাশাপাশি ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা ও ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় আলোচনা করব।
এছাড়াও ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি, মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম ও ব্রয়লার মুরগি পালন খরচ কত এবং কে থেকে কেমন লাভবান হচ্ছে এসব বিষয়ে আলোচনা করেছি আপনি চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিতে পারেন।
কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে?
আপনারা যারা মুরগি পালন করতে সৌখিন, তারা অবশ্যই চাইলে মুরগি পালন করতে পারেন। তবে মুরগি পালন করতে গেলে মুরগি পালনের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হয়। তাই অবশ্যই আপনাকে জানতে হবে কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে। কতটুকু খাবার মুরগির দরকার মুরগির খাবারের ঘাটতি হলে মুরগির দ্রুত বাড়তে পারবে না।
আজকাল ঔষধের দ্বারা মুরগি বৃদ্ধি করা যায়, তবে এর অনেক খরচ হয়। তাই অল্প খরচে মুরগি পালন করতে চাইলে অনেক বিষয়ে মাথায় রাখতে হবে। তার জন্য আপনাকে মুরগিকে যতটুকু খাবার দেবেন চেষ্টা করবেন সুষম খাবার দেওয়ার। সুষম খাদ্যের পাশাপাশি আরো রাখতে হবে ভিটামিন এবং মিনারেল যুক্ত খাবার। এই খাবার দিলে মুরগি সুস্থ থাকবে রোগ বালাই কম হবে।
দেশি মুরগির ক্ষেত্রে মুরগিগুলো ছেড়ে দিয়ে পালতে পারে। এতে করে মুরগি চারিদিকে মাটি থেকে বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকে এ থেকে ভিটামিন ও মিনারেল পেয়ে থাকে। ফলে বাড়তি খাবারও কম লাগে। এ থেকে আপনি বুঝতে পেরেছেন কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? চলুন ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট দেখে নেই। কিভাবে বয়লার মুরগির দ্রুত বৃদ্ধি করা যায়।
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট
কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? এগুলা জেনে যদি বয়লার মুরগির পালন করতে চান, তাহলে আমরা আজকে জেনে নেব ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট সম্পর্কে। বর্তমান সময়ে আমাদের দেশে ব্রয়লার মুরগির খামার অনেক বেড়ে গেছে। মানুষ খামারে সঠিক ভাবে ব্রয়লার মুরগি পালন করে অনেক টাকা লাভবান হচ্ছে।
আবার দেখা যায় অনেক মানুষ ব্রয়লার মুরগি পালন করতে গিয়ে লছের ভাগীদার হয়ে বসে আছে। তার জন্য আপনাকে অবশ্যই বলার মুরগির পালনের প্রশিক্ষণ দিতে পারেন সঠিকভাবে ব্রয়লার মুরগির চাষ সম্পর্কে জেনে বুঝে তবেই মুরগি পালন করবেন। একটি মুরগিকে কতটুকু সুষম খাদ্য ভিটামিন মিনারেল যুক্ত খাদ্য দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে।
বয়লার মুরগিকে সুস্থ সবল রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস রাখতে হবে। পরিমাণ মতো খাবারের সাথে সুষম খাদ্য, ভিটামিন, মিনারেল যুক্ত খাবার দিতে হবে। তার জন্য অবশ্যই মুরগির বয়স এর হিসাব রাখতে হবে, ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট অনুযায়ী খাবার দিতে হবে। নিচে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট দেখুন।
মুরগির বয়স( দিন) | খাদ্য গ্রহণ( গ্রাম) | দৈনিক ওজন বৃদ্ধি (গ্রাম) |
---|---|---|
প্রথম | ০ | ১৮ |
দ্বিতীয় | ১৭ | ২১ |
তৃতীয় | ২০ | ২৩ |
চতুর্থ | ২৪ | ২৬ |
পঞ্চম | ২৭ | ২৯ |
ষষ্ঠ | ৩১ | ৩২ |
সপ্তম | ৩৫ | ৩৫ |
অষ্টম | ৩৯ | ৩৯ |
নবম | ৪৩ | ৪২ |
দশম | ৪৭ | ৪৬ |
১১ তম | ৫৭ | ৫০ |
১২ তম | ৬১ | ৫৫ |
১৩ তম | ৬১ | ৫৯ |
১৪ তম | ৬৭ | ৬৩ |
১৫ তম | ৭২ | ৬৫ |
১৬ তম | ৭৭ | ৭০ |
১৭ তম | ৮৩ | ৭৬ |
১৮ তম | ৮৯ | ৮১ |
১৯ তম | ৯৪ | ৮৫ |
২০ তম | ৯৯ | ৯১ |
ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়
কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? এবং ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আমরা ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় কি কিভাবে এর পদক্ষেপ নেওয়া যায় সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনি চাইলে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পড়তে পারেন আশা করি উপকার আসবে।
ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ফিট খাওয়ায়ে থাকে। দ্রুত ওজন বৃদ্ধির জন্য ক্যালরি ও প্রোটিন সমৃদ্ধ ফিট খাওয়াতে পারেন।মুরগি সুস্থ রাখার জন্য খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মুরগি অসুস্থ হয়ে পড়বে এতে মুরগি ওজন বৃদ্ধিত দূরের কথা মুরগি বাঁচানো যাবে না।
শুকনো খাবারের পাশাপাশি পানি রাখতে হবে। খাবারে যাতে আলো বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দিতে হবে। খাবারের সাথে আমিষ, ভিটামিন ও মিনারেল খাদ্য হতে হবে। ব্রুডিং এর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। মনে রাখতে হবে মুরগি সুস্থ সবল থাকলে দ্রুত ওজন বাড়ে।
ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা
বয়স(দিন) | রোগের নাম | ভ্যাকসিনের নাম | ভ্যাকসিন প্রয়োগ বিধি |
---|---|---|---|
১ থেকে ৩ দিন | ব্রংকাইটিস ও রানীক্ষেত্র | আই বি + এন ডি | এক ফোটা এক চোখে |
৭ থেকে ১০ দিন | গামবোড়ো | আই বি ডি | খাবারের সাথে মিশে /মুখে এক ফোটা |
১৪ থেকে ১৭ দিন | গামবোড়ো | আই বি ডি | খাবারের সাথে/ মুখে এক ফোঁটা |
১৮ থেকে ২০ | রানীক্ষেত্র | এন ডি | খাবারের সাথে/ চোখে এক ফোঁটা |
মুরগির ভ্যাকসিন দেয়ার নিয়ম
কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? এটা জানার পাশাপাশি মুরগি সুস্থ রাখতে হলে আরো কিছু নিয়ম জানতে হবে কোন রোগ ছড়ানোর আগেই মুরগিকে ভ্যাকসিন দিতে হবে যাতে, সেই রোগে আক্রান্ত না হতে পারে তাই মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম গুলো অবশ্যই জানতে হবে। আপনার খামারের মুরগি রোগে আক্রান্ত হওয়ার আগেই এসব ব্যবস্থা নিতে হবে তার জন্য আপনাকে সতর্ক হতে হবে।
মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম রয়েছে তেমন ডিম আসার কমপক্ষে চার সপ্তাহ আগে টাকা শেষ করে দিতে হবে। আবার টাকা দেওয়ার ৭ থেকে ১০ দিন পরে খেয়াল করতে হবে জায়গাটা যদি ফুলে যায় তার মানে টিকা কার্যকর করেছে ধরে নিতে হবে। ড্রপ হলে খাবারের পানিতে বা মুখে এক ফোটা করে খাওয়াতে হবে।
- ভ্যাকসিন গানটি অবশ্যই গরম পানিতে ফুটে নিতে হবে জীবাণুমুক্ত করতে হবে।
- ফ্রিজ থেকে বের করার পর গরম পানিতে রাখতে হবে পানি ১৮ থেকে ২০ডিগ্রি সেলসিয়াস হতে হবে।
- ডিম পাড়া মুরগি বিকেলে ভ্যাকসিন দিতে হবে। কারণ সকালে মুরগি ডিম দেয়।
- ভ্যাকসিন মুরগির পায়ের মাংসে বা গলায় দিতে হয়।
- ভ্যাকসিন দেয়ার পর ভ্যাকসিনের প্যাকেট খালি ভাওয়াল টি মাটির নিচে পুঁতে ফেলতে হবে।
ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি
আমাদের দেশে ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি,কারণ যে কেউ অল্প দামে মুরগি কিনতে পারছে। কম দাম হয় গরিবের কাছে প্রিয় অনেকেই বেশি দামে গরুর মাংস কিনে খেতে পারে না অন্যান্য মাংসের চেয়ে ব্রয়লার মুরগির দাম কম হাওয়াই সহজে কিনতে পারে। তারা সহজেই ব্রয়লার মুরগী থেকে আমিষের চাহিদা পূরণ করতে পারে।
ব্রয়লার মুরগির দুই ভাবে পালন করা যায় যেমন অনেকেই মুরগির মাংস বিক্রি করার উদ্দেশ্যে পালন করে থাকে। আবার অনেকেই ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি করে থাকে। এই থেকে অনেক মানুষ প্রচুর লাভবান হচ্ছে আবার কিছু মানুষ বয়লার মুরগির খামার তৈরি করে লোকসানের ভাগে পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তারা খামারে সঠিকভাবে পরিচর্যা না করা।
যার ফলে খামার থেকে মুরগির উৎপাদন করতে পারছে না, মুরগি হয়তো রোগে আক্রান্ত হয় এবং মারা যায়, ফলে কিছু মানুষ মুরগি উৎপাদন করা ছেড়ে দেয়। তাদের জন্য একটি কথা সঠিকভাবে পরিচর্যা না করলে কোন কিছুতেই সফল হওয়া যায় না। তাই সঠিকভাবে পরিচর্যা জানতে হবে আরো কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে?এইসব বিষয় জানতে আপনি চাইলে খামার তৈরি করার আগে প্রশিক্ষণ দিতে পারেন।
কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে? এবং ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি বেছে নিতে চান, তারা অবশ্যই মুরগির বাচ্চা উৎপাদনের সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্রয়লার মুরগির বাচ্চা ফোটানোর পর থেকে ১ সপ্তাহে বাচ্চার ওজন ১৮৫ গ্রাম হয়ে থাকে কেউ চাইলে এক সপ্তাহের পর যারা মাংস বাড়ায়, তাদের কাছে বিক্রয় করে দেয়। তারা বাচ্চার বয়স ৩০ থেকে ৩৫ দিনে দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে তখন খাওয়ার বিক্রি করেউপযুক্ত হয়।
ব্রয়লার মুরগি পালন খরচ
ব্রয়লার মুরগি পালন খরচ যতটা সেই হারে প্রতি কেজি মুরগি খুচরা বিক্রয় তার দ্বিগুণ দামে বিক্রি করা যায়। ব্রয়লার মুরগি উৎপাদনে কর্পোরেট পর্যায়ে প্রতি পিস মুরগির খরচ প্রায় ১৩০ থেকে ১৪০ টাকা তবে খামারী পর্যায়ে এর খরচ পরে ১৫০ থেকে ১৬০ টাকাএকটি মুরগি সর্বোচ্চ খরচ যদি ১৩০ টাকা হয় এর বিক্রয় আসে ২২৫ টাকা। প্রায় দ্বিগুনের কাছাকাছি লাগে বিক্রয় করা যায়।
লেখক এর মন্তব্য
আজকে আর্টিকেলে কোন খাবার খেলে মুরগি দ্রুত বাড়ে?এবং ব্রয়লার মুরগির উৎপাদন, মুরগির ভ্যাকসিন, খরচ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি আপনি যদি ব্রয়লার মুরগি কিংবা যে কোন মুরগি পালন করতে চান খাবার তৈরি করতে চান তাহলে এর আর্টিকেলটি থেকে অনেক কিছু শিখার আছে আশা করি আপনি এগুলো পড়ে ভালো লেগেছে।
আরো এসব বিষয়ে জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। যাতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন তারাও যেন আর্টিকেলটি পড়তে পারে।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url