রাসেল ভাইপার কামড়ালে ৭টি কি কাজ করা উচিত

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত? এবং কি করা উচিত নয় এইসব জানতে হবে। বর্তমানে রাসেল ভাইপার সাপ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর ছোবলে অনেক মানুষের মৃত্যু ঘটছে মৃত্যুর ঝুঁকি ৯০% রয়েছে আমাদের জানতে হবে রাসেল ভাইপার সাপের ইতিহাস জানা উচিত।
রাসেল ভাইপার কামরালে ৭টি কাজ অবশ্যই করা উচিৎ
সাপে কামড়ালে আমরা যেসব ভুল কাজগুলো করি এবং রাসেল সাপ কামড়ালে যে সাতটি কাজ অবশ্যই করতে হবে এইসব বিষয়ে তুলে ধরেছি। আপনি জেনে না থাকলে এই আর্টিকেলের প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পড়ে জানতে পারবেন।

রাসেল ভাইপার সাপের ইতিহাস

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত এবং রাসেল ভাইপার সাপের ইতিহাস জানা উচিত। দেশের রাসেল ভাইবার নিয়ে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে অনেক দেশে ছড়িয়ে পড়েছে। আসলে এই সাপটি কোথায় থেকে এসেছে এর উৎপত্তি কোথায় এগুলা আমরা কিছুই জানিনা। আবার রাসেল ভাইয়ের নামটি নিয়েও অনেকের মধ্যে কৌতুহল রয়েছে যেমন অনেকেই বলে চন্দ্রবোড়া আবার অনেকেই বলে উলুবড়া।
  

বাংলাদেশে এই দুই নামে পরিচিত। শরীরের বিভিন্ন স্থানে চন্দ্রের মত ছোট ছোট কালো ছাপ রয়েছে। তাই একে চন্দ্রবোড়া নামে চিনে থাকে। এই সাপের বসবাস প্রায় উইটিবিতে দেখা যায়। তাই এদেরকে বলা হয় উলবোড়া। এইসব আক্রমণের দিক দিয়ে প্রথম কারণ অন্যান্য সাপ মানুষ দেখলে পালিয়ে যায় কিন্তু রাসেল ভাইপার সাপ উল্টো মানুষের দিকে তেরে আসে কামড়াতে।
রাসেল ভাইপার সাপের ইতিহাস
বাংলাদেশে প্রায় ১০০ বছর আগে রাসেল ভাইপার প্রচুর ছিল। তখনকার কৃষকেরা ভয়ে মাঠে নামতে পারতো না এই সাপের ছোবলের ভয়ে। রাসেল ভাইপার সাপ নিয়ে ব্রিটিশ শাসন আমলে গবেষণা চলছিল ১৯৯৬ সালে স্কাটিস সার্জন প্যাট্রিক রাসেল অনেক সাপের কাগজে-কলমে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে রাসেল ভাইপার সাপ উল্লেখ করা হয়।

তার নাম অনুসারে রাসেল ভাইপার সাপটি নামকরণ করা হয়। এই সাপের নামে বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় সেই থেকে চন্দ্রবোড়া সাপ হয়ে যায় রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাপ ১০০ বছর আগে বাংলাদেশে ছিল তারপর থেকে এই সাপের বিলুপ্ত ঘটে কিন্তু বর্তমানে এইসব বাংলাদেশে আবার নতুন করে প্রবেশ করেছে। সেটা ভারতের জঙ্গল থেকে বন্যায় ভেসে এসেছে।

বাংলাদেশে পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপ দেখা যায়। বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন পদ্মার তীরবর্তী রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, কক্সবাজার, পাবনা জেলা সহ আরো অনেক জেলায় এইসব ছড়িয়ে পড়েছে। এই সাপ সরাসরি বাচ্চা দেয় অথচ অন্যান সাপ ডিম পারে এবং বাচ্চা ফোটায় সেক্ষেত্রে এইসব পুরোপুরি ভিন্ন। রেকর্ড রয়েছে ৪০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে।

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত? সে ক্ষেত্রে আমি বলব আপনি উঝার কাছে যাবেন না। যত দ্রুত সম্ভব সরাসরি নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। কারণ এই সাপ ওঝা ভালো করতে পারবে না সঙ্গে সঙ্গে চিকিৎসা না দিতে পারলে মৃত্যু ঘটতে পারে কিংবা যে স্থানে কামড়েছে সেই স্থান দিকে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সময় নষ্ট না করে হসপিটালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।

সাপে কাটলে আন্টিভেনাম প্রয়োগ করা হয়, এতে বিষের প্রভাব কমে যায়। বর্তমানে সাপে কাটলে আধুনিক চিকিৎসা দেওয়া হয় দ্রুত রোগীর সুস্থ হয়ে যায় কিন্তু বোঝাতে কাছে রাসেল ভাইবার কামড়ালে কি কি কাজ অবশ্যই করতে হবে উল্লেখ করা হলো।

রাসেল ভাইপার কি বিষাক্ত?

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত? রাসেল ভাইপার কি বিষাক্ত? চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার সাপের কতটা ভয়ানক এই সাপ। এগুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে কেননা ৯০% সাপে কাটা রোগী মৃত্যু ঘটছে। অন্যান্য সাপের থেকে এই সাপ ১৬ ভাগের এক ভাগ দ্রুত সময়ে ছোবল দিয়ে থাকে।

রাসেলস ভাইপার কতটা বিষাক্ত?

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত জানার পাশাপাশি রাসেল ভাইপার সাপ বিষাক্ত? তা জানুন এবং এই সাপ সম্পর্কে বিস্তারিত জানুন এবং সচেতন থাকুন নিজেকে নিরাপদ রাখুন। রাসেল ভাইপার সাপের সাইট্রোটক্সিন, মায়োটক্সিন, এবং নিউরোটক্সিন রয়েছে। ভারতে এই সাপ এতটাই বিপদজনক হয়েছে যে বছরে ১৫ হাজার থেকে ২৫ হাজার এই সাপের জন্য মৃত্যু হয়।

রাসেল ভাইপার কামড়ালে ৭টি কাজ

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত অবশ্যই জানতে হবে। রাসেল ভাইবার কামড়ালে ৬টি কাজ অবশ্যই করতে হবে। কারণ একটি মারাত্মক বিষধর সাপএর বিষ এতটাই মারাত্মক হয়ে ৯০% সাপে কাটা রোগী মারা যায়। শারীরিকভাবে অনেক ক্ষতি হয়। তাই আসুন সেগুলো জেনে নেই।
  • সাপে কাটা রোগীকে সাপে কাটার পর নাড়াচাড়া, হাঁটাচলা না করে তাকে স্থির থাকতে হবে। যাতে সাপের বিষ দ্রুত না ছড়িয়ে পড়ে।
  • যে স্থানে সাপে কেটেছে ওই স্থান সাবান বা হালকা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে।
  • সাপে কাটা রোগীর শরীরে অলংকার থাকলে খুলে দিতে হবে।
  • সাপে কাটা স্থানের একটু উপরে ব্যান্ডেজ এর মত করে একটু চাপ দিয়ে কাপড় দিয়ে পেচিয়ে রাখতে হবে। আমাদের দেশে প্রচলিত সাপে কাটলে শক্ত করে গিফট দিয়ে বেঁধে রাখে। তবে এটা করা যাবে না।
  • যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীকে নিকটস্থ হসপিটালে নিয়ে যান, আর দ্রুত চিকিৎসা নেওয়ার শুরু করুন।
  • সাপে কাটা রোগীকে কখনোই উঝার কাছে নিয়ে না যাওয়া। উঝার কাছে নিয়ে রোগীর আরো খারাপ অবস্থা ছাড়া ভালো হবে না। তাই সম্পূর্ণ বোঝার ওপর নির্ভর করা যাবে না আধুনিক চিকিৎসা মাধ্যমে দ্রুত রোগীকে সুস্থ করে তুলতে হবে।
  • ডক্টরের কাছে গিয়ে সাপে কাটা রোগীকে রাসেল ভাইপার অ্যান্টিভেনাম প্রয়োগ করাতে হবে। তাতে রোগীর বিষের প্রতিক্রিয়া অনেকটা কমে যাবে।

সাপে কামড়ালে কি করা উচিত নয়

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত, সাপে কামড়ালে কি করা উচিত নয় জানতে হবে। কারন  চারিদিকে ঝোপ যার জঙ্গলের জন্য রাস্তাঘাটে এখন বের হওয়া যাচ্ছে না সাপের ভয়ে। বর্তমানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলে সাপে কাটলে ডক্টরের কাছে না নিয়ে উঝা দেখাতে শুরু করে।  ফলে রোগীর মারাত্মক অবস্থা হয়ে যায়। সাপে কামড়ালে কি করা উচিত নয় তা আমাদের অবশ্যই জানতে হবে।
  • সাপে কামড়ালে কামড়ানোর স্থানে একটু পাশে গ্রামাঞ্চলে গিট দিয়ে শক্ত করে বেঁধে দেয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
  • ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করবেন না। এভাবে সাপের বিষ বের করা মানে বোকামি।
  • গ্রামের অনেক এখনো সাপে কাটা স্থানের একটু উপরে শক্ত করে গিট দিয়ে বেঁধে রাখে। কখনোই সাপে কাটা রোগীকে শক্ত গীতা বাঁধন দেওয়া যাবে না।কিন্তু এইসব ভারত এবং বাংলাদেশের একটা সময় প্রচুর ছিল ১৯৯৭ সালে এই সাপটির নাম দেওয়া হয় রাসেল ভাইপার।

রাসেল ভাইপার সাপ কোন দেশের

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত এবং রাসেল ভাইপার সাপ কোন দেশের হতে পারে, কোন দেশ থেকে এ দেশে এসেছে এটা অনেকেই মনে প্রশ্ন হয়ে থাকে। কেননা আগে ছিল না হঠাৎ করে এই সাপের দেখা মেলেছে। আমাদের দেশে প্রায় ১০০ বছর আগে এই দেশে সাপের আবির্ভাব ছিল। আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়ার ১০০ বছর পর আবার নতুন করে এই সাপের উৎপত্তি ঘটেছে।

তাই অনেকের মধ্যে প্রশ্ন হয় এসব আবার নতুন করে কোথায় থেকে আসলো? বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে একটা সময় বন্যায় প্লাবিত হয়ে বাড়িঘর ভেসে যায় চারিদিকে শুধু পানি এই অঞ্চলগুলো পদ্মার তীরবর্তী স্থানে। ভারতের গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নাম ধারণ করেছে। তাই বন্যার সময় ভারত থেকে বাংলাদেশের দিকে পানি আসে।

এ সময় বন জঙ্গলের সাপ-বিচ্ছু অনেক কিছুই ভেসে আসে। রাসেল ভাইপার সাপ একটি অত্যন্ত বিষাক্ত সাপ। এই সাপ ভারতের জঙ্গল থেকে বন্যার পানিতে বাংলাদেশে প্রবেশ করেছে তাই পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপ বেশি রয়েছে।

রাসেল ভাইপার সাপ বাংলাদেশের কোন কোন জেলায় আছে

রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত ও রাসেল ভাইপার বাংলাদেশের কোন কোন জেলায় আছে জানতে চাচ্ছেন? ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অনেক জেলায় রাসেল ব্যাপার সাপ ছড়িয়ে পড়েছে। এই সাপ এতটাই ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে যে মানুষ এখন আতঙ্ক হয়ে আছে। রাসেল ভাইপার বাংলাদেশের নদীমাতৃক অঞ্চল গুলোতে সেই সব জেলাতে ছড়িয়ে পড়েছে।
রাসেল ভাইপার সাপ বাংলাদেশের কোন কোন জেলায় আছে
বাংলাদেশের বিভিন্ন জেলায় রাসেল ভাইপার আক্রমণ করছে। যেসব জেলাগুলোতে রাসেল ভাইপারের দেখা মিলেছে যেমন রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর নোয়াখালী চাঁদপুর শরীয়তপুর ভোলা ইত্যাদি মোট ২৮ টি জেলাতে রাসেল ভাইপা আক্রমণ শুরু হয়েছে। এই বছরের মে মাসের মধ্যে আরও চারটি জেলায় রাসেল ভাইবার সাপ দেখা মেলে যেমন যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মিরপুর।

রাসেল ভাইপার সাপ কত বড় হয় এবং দেখতে কেমন? এই সবগুলি আকারে ছোট যা সাধারণত ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার যা ১২ থেকে ১৮ ইঞ্চি দৈর্ঘ্য। মাথার দিকে চিকন এবং নিজের দিকে চিকন দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মত গোল গোল চাঁদের মত ছাপ রয়েছে। অনেকেই চাঁদের মত দেখে বলে চন্দ্রবোড়া সাপ। মুখের দিকে ত্রিভুজ আকৃতি ঠোট চ্যাপ্টা রয়েছে।

আজকের শেষ কথা

এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত সেসব বিষয়ে আলোচনা করি করেছি। পাশাপাশি রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত নয় এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি রাসেল ভাইপার সাপ নিয়ে চারিদিকে আতংকে ছড়িয়ে পড়েছে তাই আপনাকে আমাকে সবাইকে জানতে হবে রাসেল ভাইপার সাপ সম্পর্কে।

আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট তথ্য পোস্ট করা হয়। সাথে আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তারাও যেন রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত আর কি করা উচিত নয় বিস্তারিত জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url