মহরম কবে 2024 - মহরমের রোজা কত তারিখে ২০২৪
মহরম কবে 2024 জানা একজন মুসলিমের কর্তব্য কারণ একজন মুসলিম হিসেবে মহরম মাসের আমল গুলো করা উচিত। মহরমের রোজা কত তারিখে ২০২৪ সঠিকভাবে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। রোজা রাখতে হবে এটাই মুসলিম ধর্মে রয়েছে। আর্টিকেলের মধ্যে মহরম মাসের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হয়েছে।
আরও তুলে ধরা হয়েছে মহরম কেন পালন করা হয়, মহরম মাসে রোজা কয়টি ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি একজন মুসলিম হিসেবে মহরম মাসের সঠিক তথ্য জানতে চান, তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ ধৈর্য সহকারে পড়ুন।
ভূমিকা
ইসলামের আরবির মাসের মধ্যে কয়েকটি মাস সম্মানিত মাস সেই মাসগুলোর মধ্যে মহরম মাসও একটি সম্মানিত মাস। মহররম মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। মহরম মাসের ১০ তারিখে কারবালার ময়দানে নবী করীম সাঃ এর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাঃ আনহু শহীদ হন।
এই দিন হযরত মুসা আঃ ও তার কাওমকে মুক্ত করেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়েছেন। তাই মহরম মাসের ১০ তারিখ এবং আগে পরে একদিনসহ দুইটি রোজা রাখা অনেক ফজিলত রয়েছে। তাছাড়া ওই রাতে নফল ইবাদত করা অন্যতম।
মহরম কবে 2024
মহরম কবে ২০২৪ জানতে চাচ্ছেন ? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আর্টিকেলে মহরম মাস সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে মহরম মাস কবে 2024। আরবি ক্যালেন্ডার এর প্রথম মাস মহরম মাস। ২০২৪ সাল ৮ জুলাই থেকে শুরু মহরম মাস এবং ১৭ জুলাই ১০ই মহরম।অর্থাৎ ১৭ই জুলাই আশুরা পালিত হবে।
মহরমের রোজা কত তারিখে ২০২৪
মহরম কবে 2024? মহরমের রোজা কত তারিখে ২০২৪ জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটি সম্পন্ন করুন আর্টিকেলের মধ্যে মহরম মাসের ক্যালেন্ডার তুলে ধরা হয়েছে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারেন। আজকে আমরা মহরম মাসের রোজা কত তারিখে ২০২৪ আলোচনা করব।
মহরম মাসের চাঁদ দেখা যায় জুলাইয়ের ৮ তারিখে এবং সেই দিন থেকে মহরম মাস শুরু এবং মহরম মাসের দশ তারিখ জুলাইয়ের 17 তারিখ হচ্ছে। সে অনুযায়ী মহরম অর্থাৎ আশুরা ১৭ তারিখে হচ্ছে সেই দিন হচ্ছে বুধবার। এখন আপনি রোজা কয়টা রাখবেন সাধারণত ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে ইহুদিদের বৈসাদৃশ্যের অনুযায়ী রোজা দুটি রাখতে হবে।
কেননা ইহুদীরা মহরম মাসে রোজা রাখে শুধু একটি তাই ওদের বিভিন্ন মতে আমাদের দুটি রাখতে হবে। আপনি যদি মহরমের আগের দিন রোজা রাখ অর্থাৎ ১৬ তারিখ এবং ১৭ তারিখ রোজা রাখতে পারবেন আর যদি আপনি মহরমের পরের দিন রোজা রাখতে চান, সে ক্ষেত্রে আপনাকে ১৭ এবং ১৮ তারিখ রোজা রাখতে হবে।
মহরম মাসের ক্যালেন্ডার
ইংরেজি সাল | বার | হিজরি সাল |
---|---|---|
২০২৪-৭-৮ | সোম | ১৪৪৬-১-১ |
২০২৪-৭-৯ | মঙ্গল | ১৪৪৬-১-২ |
২০২৪-৭-১০ | বুধ | ১৪৪৬-১-৩ |
২০২৪-৭-১১ | বৃহস্পতি | ১৪৪৬-১-৪ |
২০২৪-৭-১২ | শুক্র | ১৪৪৬-১-৫ |
২০২৪-৭-১৩ | শনি | ১৪৪৬-১-৬ |
২০২৪-৭-১৪ | রবি | ১৪৪৬-১-৭ |
২০২৪-৭-১৫ | সোম | ১৪৪৬-১-৮ |
২০২৪-৭-১৬ | মঙ্গল | ১৪৪৬-১-৯ |
২০২৪-৭-১৭ | বুধ | ১৪৪৬-১-১০ |
২০২৪-৭-১৮ | বৃহস্পতি | ১৪৪৬-১-১১ |
২০২৪-৭-১৯ | শুক্র | ১৪৪৬-১-১২ |
২০২৪-৭-২০ | শনি | ১৪৪৬-১-১৩ |
২০২৪-৭-২১ | রবি | ১৪৪৬-১-১৪ |
২০২৪-৭-২২ | সোম | ১৪৪৬-১-১৫ |
২০২৪-৭-২৩ | মঙ্গল | ১৪৪৬-১-১৬ |
২০২৪-৭-২৪ | বুধ | ১৪৪৬-১-১৭ |
২০২৪-৭-২৫ | বৃহস্পতি | ১৪৪৬-১-১৮ |
২০২৪-৭-২৬ | শুক্র | ১৪৪৬-১-১৯ |
২০২৪-৭-২৭ | শনি | ১৪৪৬-১-২০ |
২০২৪-৭-২৮ | রবি | ১৪৪৬-১-২১ |
২০২৪-৭-২৯ | সোম | ১৪৪৬-১-২২ |
২০২৪-৭-৩০ | মঙ্গল | ১৪৪৬-১-২৩ |
২০২৪-৮-৩১ | বুধ | ১৪৪৬-১-২৪ |
২০২৪-৮-১ | বৃহস্পতি | ১৪৪৬-১-২৫ |
২০২৪-৮-২ | শুক্র | ১৪৪৬-১-২৬ |
২০২৪-৮-৩ | শনি | ১৪৪৬-১-২৭ |
২০২৪-৮-৪ | রবি | ১৪৪৬-১-২৮ |
২০২৪-৮-৫ | সোম | ১৪৪৬-১-২৯ |
২০২৪-৮-৬ | মঙ্গল | ১৪৪৬-১-৩০ |
মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত
মহরম কবে 2024? মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের আর্টিকেলে মহরম মাস এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা জানবো মহরম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
গুরুত্বঃ অন্যান্য মাস গুলোর তুলনায় ইসলামে চারটি মাসের কথা উল্লেখ ও করা হয়েছে তা হলো এই চারটি মাস সম্মানিত মাস। এই মাস গুলোর গুরুত্ব ও ফজিলত অনেক তার মধ্যে মহরম মাস একটি অন্যতম মাস। মহরম মাসের ১০ তারিখে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মারলাম মাসের সিয়াম পালন করতেন। আশুরার দিন এমন একটি দিন যা একটি মাত্র সিয়াম বিগত এক বছরের গুনাহ মাফ করে দেন। এই দিনে মুসা (আঃ) ও তার কাওমকে মুক্ত করেছেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়েছেন।
ফজিলতঃ নিশ্চয়ই মহরম মাস একটু অন্যতম মাস। এই মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে।তাই এই মাসের ফজিলত অনেক বেশি বেশি আমল করতে হবে তাহলে আপনি সওয়াবের ভাগীদার হবেন। মহরম মাসের ১০ তারিখে রোজা রাখতে হয়। তবে আমাদের মুসলমান ভাই-বোনদের জন্য একটি রোজা না রেখে অন্তত দুইটি রোজা রাখতেই হবে।
মহরম কেন পালন করা হয়
মহরম কবে 2024 এবং মহরম কেন পালন করা হয় জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলে মহরম মাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর মধ্যে মহরম কত তারিখে এবং মহরম কেন পালন করা হয় ইত্যাদি সহ রয়েছে। আরবি মাসের ১৪৪৬ হিজরী ১০ই মহরম পালন করা হয়। মহরম কেন পালন করা হয় তার নিচে বিস্তারিত হাদিসের আলোকে জানুন।
আরবি মাসের বছরের প্রথম মাস মহরম মাস এই মাসে নবী করীম সাঃ এর তার কলিজার টুকরা নাতি মৃত্যুর শোক দিবস ধরা হয়। মহরম হচ্ছে আরবি পবিত্র মাসের মধ্যে অন্যতম মাস। ১০ই মহরম আশুরার দিন কারবালায় যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হিসেবে আশুরার দিন
রোজা রাখা এবং আগের দিন রোজা রাখা ভালো। এতে অনেক সওয়াব পাওয়া যায়। এই মাসের প্রথম দশ দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রোজা রাখা সাদকা দেওয়া ইত্যাদি আমল করতে হয়।
মহরম মাসের রোজা
নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থেকে থাকে। আজকে আমরা আর্টিকেলের মধ্যে মহরম মাসের রোজা নিয়ে আলোচনা করব আপনি যদি এই প্রশ্নটির উত্তর জানতে চান তাহলে সম্পূর্ণ সুন্দরভাবে পূরণ বুঝতে পারবেন।
মহরমের রোজাঃ মহরম মাস আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠতম ও মর্যাদাপূর্ণ একটি মাস। অনেকে রোজা রাখে আবার অনেকে রোজা না রাখে শুধুই ইবাদত বন্দেগী করে। যেমন নফল ইবাদত করা সাদকা দেওয়া ইত্যাদি পালন করে থাকে মহরমের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগেই থেকেই ইতি পালন করা হয়
মহররম মাসের রোজা কয়টি
মহরম কবে 2024 জানার একমাত্রই কারণ মহরম মাসের রোজা যারা রাখে তাদের প্রশ্ন মহরম মাসের রোজা কয়টি এসব নিয়ে অনেকেই জানতে চাই। তাদের উদ্দেশ্যে বলছি আজকে মহরম মাসের রোজা কয় তারিখে এবং কয়টি রোজা রাখতে হয় তার বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি যদি এই প্রশ্নগুলো জানতে চান, তাহলে অবশ্যই আর্টিকেলগুলো ধৈর্য ধরে পড়তে থাকুন।
রোজাঃ মহরম মাসের প্রথম ১০ দিন আশুরার নামে পরিচিত হয়। এই দিনের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে।
ইবনে আব্বাস (রা) বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শেষ করে মদিনায় আসলেন এবং মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখতে দেখলেন এবং তাদের এ সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা উত্তরে বলল আমরা তো এই দিন আল্লাহ মূসা আলাইহি ওয়াসাল্লামকে ও বনি ইসরাইলকে মুক্তি দেওয়া হয়েছিল। এবং ফেরাউন তার জাতিকে ডুবিয়ে মেরেছিল।”
এবং তার সম্মানার্থে আমরা মহরমের রোজা রাখি। তখন নবী করীম সাঃ বলেছেন, “আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহি ওয়া সাল্লাম কাছে অধিক নিকটবর্তী এবং এরপর থেকে রোজা রাখার নির্দেশ করেছেন।” ( সহি মুসলিম:২৫৪৮) আরবি মহরম মাসের ৯ তারিখ ও ১০ অথবা ১০ তারিখ ও ১১ তারিখতারিখ রোজা রাখতে হয়।
ইহুদিরা একটি রোজা রাখে। তাদের সাদৃশ্যের বিপরীতে দুইটি রোজা রাখা হয়ে থাকে। ( মুসনাদে আহমেদ: ২১৫৪) অবশ্যই জানা শুধু আশুরার দিনে অর্থাৎ ১০ই মহরম রোজা রাখে সেটা আশুরার রোজা হিসেবে গণ্য করা হবে। তবে হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল না করলে মাকরুহ হবে।
নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, “তোমরা আশুরার দিন রোজা রাখবে এবং ইহুদিদের বিরোধিতা করবে, তার জন্য আশুরার আগের দিন কিংবা পরের দিন সহ রোজা রাখবে।” ( সহিহ ইবনে খুজাইমা:২০৯৫)
আবু হুরায়রা রাঃ আনহু হতে বর্ণিত, “রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, “আমি যদি আগামী বছরে বেঁচে থাকি, তাহলে ৯ তারিখে অবশ্যই রোজা রাখব।” ( সহি মুসলিম-১/ ৩৫৯)
২০২৪ সালের ১৭ জুলাই মহরম অর্থাৎ আশুরার দিন পালিত হবে। সেই অনুযায়ী আপনি যদি আশুরার আগের দিন রোজা রাখতে চান, সেক্ষেত্রে ১৬ এবং ১৭ তারিখ রোজা রাখতে পারবেন, আর আপনি যদি আশুরার পরের দিন রোজা রাখতে চান, সেক্ষেত্রে ১৭ এবং ১৮ তারিখ রোজা রাখতে পারবেন। ১৭ই জুলাই রোজ বুধবার আশুরার দিন পালিত হতে যাচ্ছে।
আজকের শেষ কথা
প্রিয় পাঠক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলে আপনাদের সামনে তুলে ধরেছি মহরম কবে 2024 মহরম মাসের গুরুত্বপূর্ণ আমলও ফজিলত আরবি মাসের নতুন মাস এর ক্যালেন্ডার সহ তুলে ধরেছি। আশা করি আপনি মহরম মাস সম্পর্কে বুঝতে পেরেছেন এই মাসের কতটা গুরুত্ব রয়েছে।
আমার আর্টিকেলটি করে যদি ভালো লাগে, তাহলে আপনার পরিচিতদের সাথে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। সামনে মহরম মাস সম্পর্কে তারাও যেন আর্টিকেল থেকে কিছু ধারণা নিতে পারে। আর নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই ওয়েবসাইটে প্রতিনিয়ত সবার আগে তথ্য পোস্ট করা হয়। এই ওয়েবসাইট আপনি সবার আগে তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url