পুরাতন কাটা দাগ মোছার উপায় - কাটা জায়গা শুকানোর ৮টি ঘরোয়া উপায়

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আপনাদের সামনে তুলে ধরব পুরাতন কাটা দাগ মোছার উপায় সমূহ। আমাদের চলাফেরা কিংবা কাজকর্মের সময় অসাবধানতার কারণে কেটে ছিঁড়ে যায় এবং দাগ থেকে যায় তাই এসব কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় গুলো জেনে রাখা দরকার।
পুরাতন কাটা দাগ মোছার উপায়
আরও পাশাপাশে আলোচনা করেছি কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায়, ও কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর খাবার সমূহ,কাটা দাগ দূর করার ক্রিম, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনার যদি কাটা ছেঁড়া দাগ দূর করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। তার জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে করতে হবে। তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন।

ভূমিকা

আমাদের কাজকর্মের সময়ে কিংবা যেকোনো কারণে দুর্ঘটনা ঘটে থাকে বিভিন্ন কারণে কাটা ছেড়ার বা পোড়ার দাগ হয়ে থাকে। আবার অনেক পুরাতন দাগ ও থেকে যায়। দাগ দূর করতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায়, পাশাপাশি ক্রিম ব্যবহার করে কাটা ও পোড়া দাগ তোলা যায়।

কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায়

কাটা জায়গাশুকানোর ঘরোয়া উপায়
পুরাতন কাটা দাগ মোছার উপায় জানার পাশাপাশি কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় জেনে রাখা দরকার। আমাদের কাজের সময় টুকটাক খাম খেলেই হয়ে থাকে। অসাবধানতার কারণে হাত-পা শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় এবং সহজে ঘা শুকাতে চায় না। অনেক সময় দেখা যায় কাটা দাগ থেকেই যায়। এইসব দাগ তোলার জন্য কিছু ঘরোয়া টিপস অবলম্বন করতে পারি।
মনে করুন আপনি একটি কাজ করতে গিয়ে আপনার হাতটা কেটে গেল কিংবা আপনার বাচ্চা খেলতে গিয়ে কোন ভাবে হাত অথবা পা কোন স্থান কেটে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন আপনার ঘরোয়া পদ্ধতি গুলো কি কি কিভাবে ট্রিটমেন্ট দিবেন। কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় জানা থাকলে এক্ষেত্রে সুবিধা হয় আসুন জেনে নিন ধাপে ধাপে কিভাবে আপনি ঘরে উপায় গুলো অবলম্বন করবেন।

প্রথমে আপনাকে জানতে হবে কতটুকু পরিমান কেটেছে কাটার স্থান যদি অল্প পরিমাণ হয়ে থাকে তাহলে ঘরোয়া ভাবে টিপস নিতে পারবেন আবার কাটা জায়গায় যদি অনেক বড় হয় রক্তক্ষরণ বেশি হয় সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন করতে হবে।
  • কাটা স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার কুসুম গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলি।
  • এরপর কাঁটা স্থানে কয়েক টুকরোর ওষুধ খেতে করে লাগিয়ে ৫-১০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ফেলুন।
  • হলে রক্ত বন্ধ করার জন্য সূরা ইখলাস তিনবার পড়ে ফু দিন। রক্ত পড়া ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে।
  • এরপর কাটাস্থানে গাধা ফুলের গাছের পাতার রস কাটা জায়গায় দিন ব্যথা কমে যাবে।
  • পাশাপাশি আপনি হলুদ গুঁড়ো দিয়ে ক্ষতস্থানের আগিয়ে রাখতে পারেন।
  • কাটা জায়গায় প্রতিদিন অ্যালোভেরার জেল লাগান।
  • দুই এক দিন পর থেকে মেথির পেস্ট লাগিয়ে রাখতে পারেন এতে দাগ অনেক কমে যাবে।
  • পান চুন খর বেটে ক্ষতস্থানে লাগিয়ে দিন।
আমার মাকে দেখেছি তিনি কেটে গেলে পান খাওয়ার উপকরণ লাগিয়ে দিতেন। যেমন চুন পান খরর মিশিয়ে ক্ষেত্রে করে কাঁটা স্থানে দিলে ঘা শুকানোর আগ পর্যন্ত ওটা লেগে থাকবে এবং ঘা শুকিয়ে গেলে উঠে যাবে এটি একটি খুবই উপকারী এবং কার্যকরী ঘরোয়া ট্রিটমেন্ট যা আমার নিজের চোখে দেখা। ব্যথা কমাতে এই উপাদানটি খুবই উপকারী।

পুরাতন কাটা দাগ মোছার উপায়

পুরাতন কাটা দাগ মোছার উপায় ঘরোয়া ভাবে অবলম্বন করতে পারেন তাছাড়াও ক্রিম ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে কাটা ছেড়ার দাগ তোলা নিয়ে চিন্তার কোন কারণ নেই। ঘরোয়া ভাবে দাগ তোলার পাশাপাশি পুরাতন দাগ তোলার জন্য বিভিন্ন কেমিক্যালযুক্ত ক্রিম বের হয়েছে। এই ক্রিম ব্যবহার করলে কমে যায়।

ঘরোয়া ভাবে পুরাতন কাটা দাগ মোছার উপায় উপায় কি কি আসুন জেনে নেই। আপনি কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনি ঘরোয়া ভাবে মেথি ব্যবহার করতে পারেন মেথি ভিজে রেখে বেটে পেস্ট করে কাটা বা পোড়া দাগে লাগিয়ে রাখুন এভাবে কিছুদিন ব্যবহার করলে অনেকটা কমে আসবে।

কাটা দাগ ছাড়াও মেয়েদের বাচ্চা হওয়ার পরে পেটে যেয়ে দাগ হয়, সে দাগ তোলার জন্য আপনি এই ঘরোয়া পদ্ধতি গুলো ব্যবহার করতে পারেন। যদিও পুরাতন দাগ দূর করার জন্য যদিও পুরাতন সহজে উঠতে চায় না। তবে কিছুটা হলেও নির্মল হবে।এভাবে আপনি শসা রস, লেবুর রস, মধু, ব্যবহার করতে পারেন।

তাছাড়াও এখন যে কোন দাগ তোলার জন্য ক্রিম পাওয়া যায় আপনি পুরাতন দাগ তোলার জন্য ফার্মেসি থেকে যেকোনো একটি কোম্পানির কাটা, পোড়া দাগ এবং বাচ্চা হওয়ার পর পেটে ডোরাকাটা দাগ তোলার ক্রিম কিনে এনে ব্যবহার করবেন। আশা করি পুরাতন কাটা দাগ ও অন্যান্য দাগও দূর হবে।

কাটা দাগ দূর করার ক্রিম

কাটা দাগ দূর করার ক্রিম
যেকোনো কাটা দাগ দূর করার জন্য অর্থাৎ পুরাতন কাটা দাগ মোছার উপায় এখন ক্রিম রয়েছে। বিভিন্ন কোম্পানির ক্রিম রয়েছে দাগ দূর করার জন্য। ফার্মেসি থেকে যেকোনো একটি কোম্পানির ক্রিম নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তবে আমার মতে, আপনি Mederma Advanced Scar Gel এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটি অনেক দিনের পুরাতন দাগ দূর করতে সাহায্য করে।

তাছাড়া আপনি বেটনাভেট সি কাটা দাগে নিয়মিত ব্যবহার করলে দাগ দূর হয়। এটি আমি নিজে ব্যবহার করেছি তাই আমি মনে করি এই ক্রিমটি ভালো আমার কাছে। এবং আরো অন্যান্য কোম্পানির ভালো মানের ক্রিম ব্যবহার করে করতে পারেন যেমন-
  • বার্ন ক্রিম
  • ট্রিটিনইন ক্রিম
  • কোজিড এসিড ক্রিম
  • রেটিন-এ ক্রিম
  • কেজিওকল্যাক ক্রিম

কাটা দাগ দূর করার প্রাকৃতিক উপায়

শরীরের এমন কোন জায়গায় ছোটখাটো কাটা দাগ থেকে গেলে যা চোখের নজরে পড়ে যায়। এই দাগ গুলা তোলা জরুরী মনে করি। যেমন মুখের কোন জায়গায় কাটা দাগ থাকলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। পুরানো হয়ে গেলে সহজে উঠতে চায় না। তাই পুরাতন কাটা দাগ মোছার উপায় কিগুলো ঘরোয়া ভাবে অবলম্বন করতে পারি

আবার অনেক সময় বড় বড় কাটা দাগ যেমন অ্যাপেন্ডিক্স এর কাটা দাগ, সিজার,বাচ্চা হওয়ার দাগ,কোন জায়গায় কেটে ফেটে গেলে তা সেলাইয়ের দাগ থেকে যায় এগুলা আমরা ঘরোয়া উপাদানের মাধ্যমে দাগ কমিয়ে আনতে পারি। আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিছুটা হলে নিরাময় করতে পারি। আসুন জেনে নেই পুরাতন কাটা দাগ মোছার উপায়।

মেথিঃ পুরাতন কাটা দাগ মোছার জন্য আপনি ঘরোয়া ভাবে মেথি ব্যবহার করতে পারেন। মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে দিনে কয়েকবার লাগান এভাবে কিছুদিন লাগালে দাগ অনেকটা কমে আসবে।

মধুঃ কাটা দাগের উপর মধু লাগিয়ে রাখতে পারেন। এটি দাগ কমাতে সাহায্য করে। আপনি প্রতিদিন মধু খেতে পারেন। বাক কমাতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

শসাঃ শসার টুকরো টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে কাটা জায়গায় লাগিয়ে রাখুন।

দই ও হলুদঃ দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে দাগের উপর কিছুদিন ব্যবহার করুন। হলুদে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

বেকিং সোডাঃ বেকিং সোডা পানি দিয়ে ঘন করে পেস্ট করে তৈরি করে নিন। এরপর দাগের ওপর পেস্ট লাগিয়ে রাখুন শোখানোর আগ পর্যন্ত রেখে দিন, এরপর ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করুন। ফলে কাঁটা দাগ দূর হতে সাহায্য করবে।

টমেটো রসঃ টমেটো রস কাটা দাগ দূর করতে সাহায্য করে। প্রতিদিন টমেটো রস লাগিয়ে রাখতে পারেন এতে ভালো ফল পাওয়া যাবে।

লেবু ও চিনিঃ পুরাতন কাটা দাগ মোছার উপায় লেবু চিনি ব্যবহার করতে পারেন। আপনি কাটা জায়গায় এক টুকরা লেবু ও তার উপরে চিনি দিয়ে কাটা জায়গায় বুঝতে ঘুষতে হবে। এভাবে কিছুদিন ব্যবহার করলে আপনার দাগ নির্মল হবে।

কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর খাবার

কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় ও কাকাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর খাবার খেলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের শরীরে অনেক সময় রোগের কারণে অপরেশন সার্জারি করা হয় এর ফলে কাঁটা স্থানে দ্রুত ঘা শুকানো জরুরী হয়। ওষুধের পাশাপাশি কিছু খাবার তাড়াতাড়ি ঘা শুকাতে সাহায্য করে। ডাক্তাররা রোগীকে সেইসব খাবার খাওয়ার পরামর্শ দেয়।

ডাক্তার এই সময় পুষ্টিকর খাদ্য খাতে বলে ঘা শুকানোর জন্য ভিটামিন সি যুক্ত খাবার খুবই উপকারী। ভিটামিন সি তে থাকে এন্ট্রিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে। এছাড়াও প্রোটিনযুক্ত খাদ্য থাকা জরুরী নিচের তালিকায় ভিটামিন সি, প্রোটিন, চর্বি সমৃদ্ধ খাবার তুলে ধরা হলো।

ভিটামিন সিঃ টক জাতীয় ফলগুলো থাকে ভিটামিন সি যেমন লেবু, কমলালেবু, পেয়ারা, আঙ্গুর, পেঁপে, টমেটো ইত্যাদি এইসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায়। তাই রোগীকে খাবারের সাথে এগুলা দিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কত নিরাময় করতে সাহায্য করে ভিটামিন সি।

প্রোটিনঃ মাছ মাংস ডিম দুধ কলা ইত্যাদি এইসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে কাটা স্থান শুকানোর জন্য প্রোটিন খাবার খেতে হবে। প্রোটিন খাবার কোলাজেন তৈরি করে।মুরগির কবুতরের মাংসের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে।

চর্বিঃ কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় জানতে চর্বি জাতীয় খাবার ঘা শুকাতে সাহায্য করে। সার্জারির পর চর্বি জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। ফল ও শাকসবজি শরীরের পুষ্টি শোষণ করতে সহায়তা করে। চর্বিযুক্ত খাবারে ভিটামিন ই রয়েছে যা ক্ষতের দাগ শুকাতে সাহায্য করে।

আয়রনঃ আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে সামুদ্রিক মাছে ছোট মাছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়াও জিংক ক্যালসিয়াম ফলিক এসিড সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে রয়েছে। রোগীকে ডিম খাওয়াতে পরামর্শ দেন ডাক্তার।

আজকের শেষ কথা

আজকের আর্টিকেলে পুরাতন কাটা দাগ মোছার উপায়, কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সমস্যার সম্পর্কে সমাধান একটি হলে পেয়েছেন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন।

তারাও যেন এই সমস্যার সমাধান নিতে পারে। আর সবার আগে নতুন নতুন তথ্য পেতে আমার এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে সবার আগে আপডেট তথ্য পোস্ট করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url