চুলে আমলকি দিলে কি হয় - আমলকি কিভাবে চুলে ব্যবহার করব?

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আর্টিকেলে চুল পড়ার সমাধান নিয়ে আমলকি ব্যবহার সম্পর্কে তুলে ধরেছি। চুলে আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব এসব বিষয় জানা দরকার কারণ চুল পড়া নতুন চুল না গজানো সকালে চুল পেকে যাওয়া সমস্যায় সবাই ভুগছে তাই সবারই আমলকি ব্যবহার খুবই প্রয়োজন।
চুলে আমলকি দিলে কি হয়
আরো আলোচনা করেছি, চুলে কাঁচা আমলকির ব্যবহার, শুকনো আমলকির ব্যবহার, চুলের জন্য আমলকির উপকারিতা, নতুন চুল গজাতে আমলকি তেল, আমলকির তেল তৈরির নিয়ম ইত্যাদি  বিষয়ের সমাধান তুলে ধরেছি। আপনি যদি চুলে আমলকি ব্যবহার করতে চান, তাহলে এগুলো জানা আপনার অবশ্যই জরুরী। 

ভূমিকা

বর্তমানে ছেলে-মেয়ে উভয়ই চুল পড়া নিয়ে সমস্যাই রয়েছে এবং অকালে চুল পেকেও যাচ্ছে এবং চুল পড়ে টাকলু হয়ে যাচ্ছে, নতুন চুল গজাতে পারছে না। এরকম সমস্যায় সমাধান পেতে আমলকির গুনাগুন অনেক। এইসব সমস্যা হতে মুক্তি পেতে আমলকি ব্যবহার খুবই উপকারী।

চুলে আমলকি দিলে কি হয়

চুলে আমলকি দিলে কি হয়? আমলকিতে রয়েছে ভিটামিন সি শরীর ত্বক ও চুল এভাবে পুষ্টি গুনাগুন বৃদ্ধি করতে সাহায্য করে। অনেকেই আমলকির রস খেয়ে থাকে। কিন্তু বর্ষাকালে যে হারে চুল পড়ে তাই আমলকি চুলের জন্য ব্যবহার করতে পারেন। আমলকির রস খাওয়ার পাশাপাশি চুলে ব্যবহার করুন এতে ভালো উপকার পাবেন। আমলকির রস চুলে দিলে কি হয় আজকের আর্টিকেলে জেনে নিন।
  • চুল ঝরে পড়া রোধ করে
  • নতুন চুল গজাতে সাহায্য করে।
  • চুলকে ঝলমলে ও সতেজতা ভাব ফিরিয়ে আনে।
  • চুলকে কালো ও ঝালমলে করে তুলে।
  • আমলকিতে আন্টি-ব্যাকটেরিয়াল থাকায় চুলের ত্বকের খুশকি দূর করে।
  • চুলকে রুক্ষ শুষ্ক দূর করতে সাহায্য করে।
  • চুলের আগা ফেটে যাওয়া থেকে রক্ষা করে এক কথায় চুলের সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে।

আমলকি কিভাবে চুলে ব্যবহার করব

আমলকি কিভাবে চুলে ব্যবহার করব এটি অনেকেরই প্রশ্ন। বাজারে আমলে কি গুড়ো কিনতে পাওয়া যায়। যা আমরা সকলেই কমবেশি কিনে থাকি। কিন্তু আমরা সঠিকভাবে চুলে ব্যবহার করতে পারি না। তাই চুল সুস্থ সুন্দর ও মজবুত করে গড়ে তুলতে এমনকি সঠিকভাবে তুলে ব্যবহার করুন। অনেকেই আমলকি কাঁচা ব্যবহার করে আবার অনেকেই শুকনো আমলকি ব্যবহার করে থাকে।
তবে দুইটি দুইভাবে ব্যবহার করতে হবে। শুকনো আমলকি ভিজিয়ে রাখতে হবে সারারাত, এরপর ফুটিয়ে নিতে হবে। আর কাঁচা আমলকি না ফুটিয়ে নিলেও হবে, রস বের করে নিতে হবে। তবে আমলকি টুকরো টুকরো কেটে পানিতে দিয়ে ফুটিয়ে নিতে হবে। আসুন জেনে নেয়া যাক নিচের কিওয়ার্ড আমলকি ব্যবহারের বিস্তারিত নিয়ম।

চুলে কাঁচা আমলকির ব্যবহার

চুলে কাঁচা আমলকির ব্যবহার
চুলে আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব তা আজকের আর্টিকেলে জানব এবং চুলে কাঁচা আমলকির ব্যবহার আলোচনা করব। চুলে কাঁচা আমলকির ব্যবহার কিভাবে করব। বাজারে কাঁচা আমলকি কিনতে পাওয়া যায়। অনেকেই মাথায় চুলে ব্যবহার করার জন্য, আবার অনেকেই ত্বকে ব্যবহার করার জন্য আবার অনেকেই খাওয়ার জন্য কিনে থাকে।
যারা কাঁচা আমলকি ব্যবহার করতে চাচ্ছেন,তারা কিভাবে চুলে ও ত্বকে আমলকি ব্যবহার করবে তা জেনে নিন। দুইটি নিয়মে আমলকি চুলে ব্যবহার করা যায় সেই দুটি উপাদান আলোচনা করতে চলেছি।
প্রথম পদ্ধতিঃ বাজার থেকে প্রথমে আমলকি নিয়ে আসুন। এবং টুকরো টুকরো করে কেটে নিন। একটি পাত্রে আধালিটা পানি রাখুন এবং আমলকি টুকরো গুলো দিয়ে দিন এবং পাত্রটি চুলায় বসিয়ে জ্বাল দিতে শুরু করুন, পানি শুকিয়ে এক পোয়ার মতো হয়ে আসলে চুলাই থেকে নামিয়ে ফেলুন। এবার মাথার ত্বকে ও চুলের গায়ে ভালোভাবে মেসেজ করুন। এভাবে চুলে ব্যবহার করতে পারেন।
দ্বিতীয় পদ্ধতিঃ কাঁচ আমলকি অন্যভাবে চলে দেওয়া যায় ,যেমন কাঁচা আমলকি ভালো করে থাকলে রস দিতে বের করে নিন এবং এই রস মাথার থেকে ভালোভাবে মেসেজ করুন। এভাবে চুলে আমলকি দেওয়া যায়।

চুলের শুকনো আমলকির ব্যবহার

কাঁচা আমলকি চুলে ব্যবহার করে। আবার অনেকেই বাজারে চুলের জন্য শুকনো আমলকি কিনে নিয়ে আসে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আমলকি গুলো একটু পাত্রে সারারাত ভিজিয়ে রাখুন। এবং তারপরে দিন সেই ভেজানো আমলকি জাল দিয়ে ঘন করে কমিয়ে নিন। এরপর মাথার ত্বকে ভালোভাবে মেসেজ করুন এবং কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে আপনার চুল কালো সুন্দর হবে।

আমলকির হেয়ার প্যাক

চুলে আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব? তার জন্য আপনাকে আগে জানতে হবে আমলকি কিভাবে ব্যবহার করা যায়। আমলকি অনেকভাবে চুলে ব্যবহার করা যায়, তার মধ্যে আমলকির হেয়ার প্যাক ঘরে বসে তৈরি করে মাথায় দিতে পারবেন। আর এতে চুল পড়াও কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আর পাশাপাশি চুলকে কালো কুচকুচে করে তুলবে।
বাজার থেকে আমলকি গুড়ো প্যাকেট পাওয়া যায়। গুঁড়ো প্যাকেট কিনে এনে ঘরে বসে আমলকির হেয়ার প্যাক তৈরি করুন। দুই চা চামচ আমলকি গুড়ো দিয়ে দিন সাথে দুই চা চামচ নারিকেল তেল বা বা অলিভ অয়েল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। পেস্ট করা হয়ে গেলে আপনার মাথার ত্বকে ও চুলের গায়ে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিটের মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
আপনি চাইলে নারিকেল তেলের বদলে এলোভেরা জেল এর সঙ্গেও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল বের করে ঠিক একই নিয়মে হেয়ার প্যাক তৈরি করুন। এরপর মাথায় দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে আপনার চুল পড়া কমবে, চুলকে কালো করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

চুলের জন্য আমলকির উপকারিতা

আমলকিতে রয়েছে ফাইটো- নিউট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেল যা উপাদান বৃদ্ধি করে। যা তুলে দিলে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া বন্ধ হয় পাশাপাশি মাথার ত্বকে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আমলকিতে রয়েছে ৮১% ময়েশ্চর চা চুলের জন্য খুবই উপকার চুলকে রুক্ষ শুষ্কর হাত থেকে বাঁচায় পাশাপাশি কন্ডিশনারের কাজ করে।

অকালে পাকা চুল কালো করতে

অনেকেরই বয়স হওয়ার আগেই চুল মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এক্ষেত্রে আপনি নিশ্চয়ই চুলকে কালো করার জন্য চিন্তা করবেন, তাই আপনি ব্যবহার করে চুলকে কালার করতে পারেন। আমলকি চুল কালো করে সেই সাথে চুলকে ঝলমল করে তোলে। তাই চুলকে কালো করতে চাইলে আপনি আমলকি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।
সেজন্য আপনাকে আমলকি টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার মত চুলায় ফুটিয়ে পানি ঘন করে নিন। এরপর সেই পানি ঠান্ডা করে ছাকনি দিয়ে ছেকে নিন। একটি বোতলে রেখে সপ্তাহে তিনদিন করে ব্যবহার করুন এভাবে এক মাস ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন।

চুলে আমলকি গুড়ো ব্যবহার

বাজারে আমলকির গুড়ো কিনতে পাওয়া যায়। গরম পানির সঙ্গে মিশে নিন এরপর তার সঙ্গে মিশানো এক চা চামচ মধু ও দুই চা চামচ টক দই দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে সেই মাস্ক চুলে লাগান। এভাবে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

চুলে আমলকির রস ব্যবহার

প্রথমে আপনাকে আমলকি থেঁতলে করে রস বের করে নিতে হবে। এ রস ভালোভাবে ছেকে নিতে হবে। এরপর চুলের গোড়ায় ও চলে গায়ে ভালোভাবে মেসেজ করুন, কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলুন। আপনার চুলের কোলোজেনের মাত্রা বাড়িয়ে দিবে, সেই সঙ্গে চুলকে লম্বা করে তুলবে। নিয়মিত ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।

নতুন চুল গজাতে আমলকি তেল

নতুন চুল গজাতে আমলকি তেল
চুলে আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব? এইসব তো জানলামই কিন্তু নতুন চুল গজাতে আমলকি তেল কি উপকারি আসুন আমরা জেনে নেই। হ্যাঁ চুলে আমলকির তেল দিলে নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল যা চুলের ত্বকের মরা কোষ দূর করে চুল গজাতে সাহায্য করে।

নতুন চুল গজাতে আমলকি তেল ভালো কাজ করে। নতুন চুল গজাতে শুধু আমলকি তেল নয় আমলকি গুড়ো দিলেও একই উপকার আসে। পাশাপাশি চুল পড়াও কমায়। খুশকি দূর করে। চুলকে লম্বা ও ঘন করে তুলে।

আমলকির তেল তৈরির নিয়ম

আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব? এবং আমলকি তেল তৈরির নিয়ম এর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। অনেকেই ঘরে আমলকির তেল তৈরি করে রেখে দেয়। অনেক দিন ধরে এই তেল মাথায় ব্যবহার করে থাকে। ফলে চুল ভালো হয় তাই আপনি যদি আমলকি তেল তৈরি করার নিয়ম জানতে চান তাহলে সঙ্গে থাকুন।

উপকরণঃ
  • নারকেল তেল এক কাপ
  • আমলকি এক কাপ

এক কাপ আমলকি নিয়ে তা থেকেআমলকির বীচি বের করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। আমলকি শুকনো হলে গুড়ো করে নিন। আর আমলকি যদি কাঁচা হয় তাহলে রস বের করে নিন। এরপর সাথে এক কাপ নারিকেল তেল নিন। তার আগে যদি গুঁড়ো আমলকি হয় তাহলে একটু সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। কাঁচা আমলকির রস হলে একটি পাত্রে উপকরণী ভালোভাবে মিশিয়ে নিন। এবার হালকা আচে এই উপকরণটি গরম করে নিন।

গুঁড়ো আমলকি হলে আগে তেল গরম করতে শুরু করুন তারপর গুরু করা আমলকির পেস্ট দিয়ে নাড়তে থাকুন। একসাথে দিলে আমলকি গুড়ো পুড়ে যেতে পারে। দেখবেন জ্বাল দিতে দিতে আপনার উপকরণটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন নামে ফেলবেন। গোল্ডেন ব্রাউন কালার হতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে।

এবার ঠান্ডা করতে রেখে দিন তেলটি ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে সুতি কাপড় দিয়ে ছেকে নিন। এবার তেলটা চিপে ভাল করে তেল বের করে নিন। তেল বের করা হয়ে গেলে একটি কাচের বোতলে রেখে দিন অবশ্যই সংরক্ষণ করবেন এভাবে আমলকি তেল তৈরি করে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

আমলকির তেলের উপকারিতা

আমলকি তেলের উপকারিতা অনেক। মাথার তালুতে ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়, চুলের গোড়া শক্ত হয়। মাথার ত্বকে ভালোভাবে মালিশ করুন। নিয়মিত ব্যবহার করুন এতে চুলের ফলিকল মজবুত হবে, সে সঙ্গে চুল পড়া কমে আসবে। মাথার ত্বকে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয় যার কারণে চুল দ্রুত বৃদ্ধি করে থাকে। আমলকিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল যা খুশকি দূর করতে সাহায্য করে।

চুলের যত্নে আমলকি ও মেথি

চুলে আমলকি দিলে কি হয় এবং আমলকি কিভাবে চুলে ব্যবহার করব, সেইসব জানার পাশাপাশি আরও জানব চুলের যত্নে আমলকি ও মেথি দেওয়া যাবে কিনা এবং এতে কি উপকার হয়। রাতে ঘুমানোর আগে আপনি প্রথমে আমলকি টেবিল চামচ এবং মেথির গুড়ো দুই টেবিল চামচ একসাথে একটি পাত্রে নিয়ে ভিজিয়ে রাখুন।

সকালে উঠে দেখবেন মেথি ও আমলকির পাউডার দুটোই ভালোভাবে ভিজে নরম হয়েছে। এবার আপনি হাত দিয়ে ভালোভাবে উপকরণটি পেস্ট করে নিন। পেস্ট করা হয়ে গেলে মাথার চুলে এবং মাথার ত্বকে মেসেজ করুন এরপর চুলের গা থেকে এটি শুকানো না পর্যন্ত ধোবেন না শুকিয়ে গেলে এটি শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

আজকের শেষ কথা

প্রিয় পাঠক,এতক্ষণ আর্টিকেলটি ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলে তুলে ধরেছি, চুলে আমলকি তেলের উপকারিতা চুলে আমলকি ব্যবহার করলে কি হয়, আমলকি কিভাবে চুলে ব্যবহার করব? এইসব নিয়ে তুলে ধরেছি আপনাদের সামনে। আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

তারাও যেন চুল পড়ার সমাধান পেতে আমলকি ব্যবহার করতে উৎসাহ হয় এবং আমলকির পুষ্টিগুণ গুলো যেন জানতে পারে। এ ধরনের নিয়মিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভালো দিয়ে রাখুন। আমাদের এই ওয়েবসাইটে সবার আগে নতুন নতুন তথ্য তুলে ধরা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url