ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ - ১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ ছুটি
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ও ১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ ও ঈদে মিলাদুন্নবী বিধি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলমান ধর্মের জন্য এই দিনটি সম্পর্কে জানা উচিত। কারণ বর্তমান সময়ে অনেকেই পালন করে না আবার অনেকেই আনন্দ উল্লাস হিসেবে পালন করে।
এছাড়াও, ঈদে মিলাদুন্নবী বিধি বিধান, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিস সহ আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ বুঝে পড়ুন, আশা করি বুঝতে পারবেন।
ভূমিকা
ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ১২ ই রবিউল আউয়াল মুসলিমদের জন্য একটি ফজিলতপূর্ণ দিন এই দিনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে তিনি নবুওয়াত প্রাপ্ত হয়েছেন এবং এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। তাই এই দিনটি একজন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি আমল করা পূর্নের কাজ।
ঈদে মিলাদুন্নবী কি?
ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী একটি আরবি শব্দ। আল্লাহর প্রিয়তম দোস্ত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার জন্য এই দিনটি পবিত্রতম একটি দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে জন্মগ্রহণ করেছেন। আরবি মাস ছিল ১২ই রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি?ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক অনেক পরে এই আইন চালু করে এর আগে কোন মিলাদুন্নবী কোন কিছুই ছিল না। শুধু আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোজা রাখতেন।
এই দিনটি ফজিলতপূর্ণ দিন তাই এই দিনে নবী করীম সাঃ এর জন্ম দিবস হিসেবে আনন্দ উল্লাস মিষ্টি বিতান এইসব অনেকেই পালন করে থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন ঠিক ওই দিনেই মৃত্যুবরণ করেন ১২ই রবিউল আউয়াল।
ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী
ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী অর্থ সংবাদদাতা আল্লাহ প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আল্লাহকে খুশি রাখার জন্য এবাদত করা। রবিউল মাসের ১২ই আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ দুনিয়াতে ভূমিষ্ঠ হন। এই দিনে সমস্ত রাস্তাঘাটে মিছিল স্লোগান মিষ্টি বিতরণ আনন্দ উল্লাসে মেতে উঠে মুসলমান ভাই-বোনেরা।আরবি মাসের ১২ই রবিউল আওয়ালে দিনটি পালন করা হয়।
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ইসলামিক দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ঠিক না, তবে এই দিনে বেশি বেশি আমল করতে পারেন, নামাজ কায়েম করতে হবে এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কারণ এটা পালন করা মানে নিজেকে আশেকে রাসূলের দাবি করা। তবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা আশেকে রাসুল দাবি করা ইসলামে এ ধরনের কোন কিছু পালন করা হয় না যদি হতো তাহলে তার সাহাবীরা পালন করতো।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি অনুসারী ছিলেন সাহাবীরা। ঢাকায় সর্বপ্রথম ১৯৮০ সালে ৯ই রবিউল আওয়ালে মিছিল মিছিল বের হয় যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে নিজেদেরকে রাসুল সাঃ এর আশেক বলে দাবি করে। পবিত্র কুরআনুল কারীমে এবং হাদিসে কোন ঈদে মিলাদুন্নবী উদযাপন করার প্রমাণ নেই।
সর্বপ্রথম ৬০৪ হিজরীতে এর বাল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফর ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে করে যেই ঈদে মিলাদুন্নবী হয় সেটা ঈদ হিসেবে হতে পারে না। ইসলামিক দৃষ্টিতে কেবলমাত্র দুটি ঈদ উৎসব হয় ।ঈদুল আযহা ও ঈদুল ফিতর পালন করা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য দুইটি উৎসব সবচেয়ে বেশি উত্তম করে দিয়েছেন। তা হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতর। (আবু দাউদ নাম্বার ১১৩৬)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি উৎসবে রোজা রাখতে নিষেধ করেছেন। (বুখারী হাদিস নাম্বারঃ ১৯৯১) তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নিষেধ করেছেন তা অর্জন করতে আর যেটি আমল করতে বলেছেন তা বেশি বেশি আমল করুন। অবশ্যই আমরা অবশ্যই সে অনুযায়ী আমার করার চেষ্টা করব কেননা আল্লাহকে ভয় করুন এবং নিশ্চয়ই আল্লাহ এর বিরোধিতা করলে কঠোর শাস্তি দিবেন।
ঈদে মিলাদুন্নবী বিধি বিধান
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ অর্থাৎ ১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ? ঈদে মিলাদুন্নবী বিধি-বিধান বর্তমান সমাজে কিছু কুসংস্কার পালন করে। মিলাদুন্নবী বা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা একটি বিদআত। তাই যেকোন জন্মদিনে পালন করা বিধান ধরে যেতে হবে। মিলাদুন্নবী অর্থাৎ ১২ই রবিউল আওয়ালে আনন্দ উল্লাস রাস্তাঘাটে এবং মিষ্টি বিতরণ এবং এই দিন উপলক্ষে অনুষ্ঠান করা বিধান।
তবে এই দিনে অনেকে এই দিনকে ঈদের দিন মনে করে। কোরআনুল কারীমে স্পষ্ট দলিল রয়েছে মুসলমানদের দুইটি উৎসব রয়েছে তা হল ঈদুল আযহা ও ঈদুল ফিতর। এই দুই দিনে রোজা রাখা নিষেধ ঘোষণা করেছেন।একটি ঈদে দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর শুরু হয় এরপরে প্রায় ৭০ দিন পর ঈদুল আযহা শুরু হয় ঈদুল আযহা তে পশুর কুরবানী করা হয়। এছাড়া কোন ঈদ নেই।
তাই জন্মদিন পালন করা এটি ইসলামী শরীয়তে নেই।এই দুইটি দিন বাদে যেসব দিনগুলা গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলত রয়েছে সেসব দিনের কোন জন্মদিন পালন করার নেই সেসব দিনকে আমলের দিন অনেক ফজিলতপূর্ণ দিন হিসেবে ধরা হয়েছে। আরবি মাসের চারটি মাস ফজিলত পূর্ণ সবকিছু এইসব মাসের নির্দিষ্ট দিনে সারারাত আল্লাহর বন্দেগি ও ইবাদত করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রচেষ্টা।
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি? তাই ঈদে মিলাদুন্নবী পালন করা যাপন করা সম্পূর্ণটাই নাজায়েজ মুসলমানদের জন্য। অর্থাৎ এই দিন উপলক্ষে কোন খুশি প্রকাশ করাও জায়েজ হবে না। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে নিজেই নিজের উপর জুলুম করে।এ ধরনের উৎসবে উপস্থিত থাকা কোন রকমের সহযোগিতা করা এবং প্রশংসা করার সব ধরনের গুনাহ।
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি
ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি। আমাদের দেশে ঈদে মিলাদুন্নবীর সরকারিভাবে ছুটি উদযাপন করা হয়। সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সেদিনকে বন্ধ থাকে। এ বছরে ২০২৪ সালে ঈদে মিলাদুন্নবী কত তারিখে ছুটি আসুন জেনে নেই।
ইংরেজি তারিখ (২০২৪) | হিজরী তারিখ (১৪৪৬) | বার |
---|---|---|
৫-সেপ্টেম্বর | ১-রবিউল আউয়াল | বৃহস্পতি |
৬-সেপ্টেম্বর | ২-রবিউল আউয়াল | শুক্র |
৭-সেপ্টেম্বর | ৩-রবিউল আউয়াল | শনি |
৮-সেপ্টেম্বর | ৪-রবিউল আউয়াল | রবি |
৯-সেপ্টেম্বর | ৫-রবিউল আউয়াল | সোম |
১০-সেপ্টেম্বর | ৬-রবিউল আউয়াল | মঙ্গল |
১১-সেপ্টেম্বর | ৭-রবিউল আউয়াল | বুধ |
১২-সেপ্টেম্বর | ৮-রবিউল আউয়াল | বৃহস্পতি |
১৩-সেপ্টেম্বর | ৯-রবিউল আউয়াল | শুক্র |
১৪-সেপ্টেম্বর | ১০-রবিউল আউয়াল | শনি |
১৫-সেপ্টেম্বর | ১১-রবিউল আউয়াল | রবি |
১৬-সেপ্টেম্বর | ১২-রবিউল আউয়াল | সোম |
১৭-সেপ্টেম্বর | ১৩-রবিউল আউয়াল | মঙ্গল |
১৮-সেপ্টেম্বর | ১৪-রবিউল আউয়াল | বুধ |
১৯-সেপ্টেম্বর | ১৫-রবিউল আউয়াল | বৃহস্পতি |
২০-সেপ্টেম্বর | ১৬-রবিউল আউয়াল | শুক্র |
২১-সেপ্টেম্বর | ১৭-রবিউল আউয়াল | শনি |
২২-সেপ্টেম্বর | ১৮-রবিউল আউয়াল | রবি |
২৩-সেপ্টেম্বর | ১৯-রবিউল আউয়াল | সোম |
২৪-সেপ্টেম্বর | ২০-রবিউল আউয়াল | মঙ্গল |
২৫-সেপ্টেম্বর | ২১-রবিউল আউয়াল | বুধ |
২৬-সেপ্টেম্বর | ২২-রবিউল আউয়াল | বৃহস্পতি |
২৭-সেপ্টেম্বর | ২৩-রবিউল আউয়াল | শুক্র |
২৮-সেপ্টেম্বর | ২৪-রবিউল আউয়াল | শনি |
২৯-সেপ্টেম্বর | ২৫-রবিউল আউয়াল | রবি |
৩০-সেপ্টেম্বর | ২৬-রবিউল আউয়াল | সোম |
১-অক্টোবর | ২৭-রবিউল আউয়াল | মঙ্গল |
২-অক্টোবর | ২৮-রবিউল আউয়াল | বুধ |
৩-অক্টোবর | ২৯-রবিউল আউয়াল | বৃহস্পতি |
৪-অক্টোবর | ৩০-রবিউল আউয়াল-১৪৪৬ | শুক্র |
১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী দিনটি আরবি মাসের ১২ ই রবিউল আউয়াল ইংরেজি মাস ১৬ই সেপ্টেম্বর ২০২৪-এ পালিত হবে। এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, মা আমিনার গর্ভে।
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ
ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে বুঝে ক্লিয়ার হই। ১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ? ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয় তবে এই সবটি পালন করা কতটুকু জায়েজ আছে বলে ধারণ করেন। কোন ব্যক্তির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করা ইসলামের কোরআন ও হাদিসে নেই। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করাও এক ধরনের বিদআত।
ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিস
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম ও সম্মান করলো সে যেন ইসলামকে জীবিত রাখলো এই দিনে দান-খয়রাত করা আমল করা নফল ইবাদত করা সবকিছু করা যায়। আল্লাহর কাছে প্রিয় বান্দাহওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করা আর এইসব নফল ইবাদত করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে।
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি? ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী এই দিনগুলো ফজিলত পূর্ণ দিন। যেমন শবে বরাত শবে কদর মহরম ১২ ই রবিউল আউয়াল এইসব দিনগুলো ইবাদত করার জন্য এই দিনে বেশি বেশি আমল করতে বলেছেন।হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
আজকের শেষ কথা
এতক্ষণ আর্টিকেল দিয়ে ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ ছুটি এব ১২ রবিউল আউয়াল ২০২৪ কত তারিখ ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছে,এইসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আপনি যদি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্।
আশা করি আর্টিকেলটি পড়ে একটু হলে বুঝতে পেরেছেন। আর নিত্য নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য পাবলিস্ট করা হয়। ওয়েবসাইট ফলো দেয়া থাকলে আপনি সহজেই জানতে পারবেন।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url