ছাগলের পেট ফাঁপা দূর করার ৪টি কার্যকরী ঘরোয়া উপায় কি জানুন

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে জানব ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় এবং তার পাশাপাশি ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয় গুলো। কারণ এখন বর্ষার সময় এই ধরনের নানা সমস্যা ছাগলের ঘন ঘন হচ্ছে। তাই খামারের ছাগলকে সুস্থ রাখতে এইসব ঘরোয়া উপায় গুলো জানা দরকার।
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
এছাড়াও আরও জানব, ঘরোয়া উপায় ছাগলের হজম শক্তির ঔষধ তৈরি করা, কিংবা হঠাৎ করে ছাগল চাল খেলে করনীয় কি, ছাগলের পেটে গ্যাস হলে করণীয় কি এসব বিষয়গুলো ঘরোয়া ভাবে সমাধান আপনাদের সামনে তুলে ধরেছি আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, তাহলে অল্প খরচেই এই উপায় গুলো অবলম্বন করতে পারেনি আর তার জন্য উপায় গুলো অবশ্যই দরকার।

ভূমিকা

এখন বর্ষার সময়ে ছাগলের নানা সমস্যা হয়ে থাকে। বিশেষ করে পেট ফাঁপা গ্যাসের সমস্যা তারপর থেকে পাতলা পায়খানা হয়ে থাকে এবং ছাগলের একটু সমস্যা হলে এদের বাঁচানো মুশকিল হয়ে পড়ে। তার জন্য ছাগলকে ভালো রাখতে হলে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে, আগে থেকেই ছাগলকে সুস্থ রাখতে হবে।

ছাগলের পেট ফাঁপা দূর করার ঔষধ

গরু ছাগল হাঁস মুরগি ভেড়া ইত্যাদি এসব প্রাণীদের বদহজমের সমস্যা হলে কিংবা হজমের ক্ষমতা কমে গেলে,পেট ফেঁপে গেলে এইসব দূর করার ঔষধ খাওয়াতে হয়। ছাগলের পেট খাবার দূর করার জন্য আপনি ঘরোয়া চিকিৎসার মধ্যে এই পাউডারটি রাখতে পারেন। ছাগলের পেট ফেঁপে গেলে লক্ষণ গুলো ঠিকঠাক মত জেনে বুঝতে হবে ছাগলের পেট ফেঁপে গেছে। 
তাহলে সে ক্ষেত্রে আপনি বাজারে যেকোন পশু ডাক্তারের কাছ থেকে একটি জাইমোভেট পাউডার এর প্যাকেট কিনে এনে বাড়িতেই ছাগলকে খাইয়ে দিন। আশা করি ছাগলের পেট ফাঁপা ভালো হয়ে যাবে।

জাইমোভেট পাওডার খাওয়ানোর নিয়ম-

জামাইমোভেট পাউডার অনেকটা দুর্গন্ধযুক্ত। যা গরু ছাগলকে খালি পানিতে গুলিয়ে দিলে কখনোই খেতে চাইবে না। তাই আপনাকে খাওয়ানোর জন্য কিছু টেকনিক অবলম্বন করে ছাগলকে খাওয়াতে হবে। অন্যান্য খাবারের সাথে মিশিয়ে দিলে অনেক সময় খাবার নষ্ট করে খায় না। তাই আপনাকে অন্য পদ্ধতিতে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।
একটি পাউডারের প্যাকেট থেকে দুই লিটার পরিষ্কার পানি সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার একটি প্লাস্টিকের বোতল বা কাছের বোতলে নিয়ে খাওয়াতে পারেন। কিংবা ছাগলকে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে পারেন। একটি বাতিল সুচ বাদে সিরিঞ্জে জাইমোভেট পাউডার মিশ্রিত পানি সিরিঞ্জের ভিতরে নিবেন।

এবার ছাগলের মুখ হাঁ করিয়ে গলার মধ্যখানে সিরিঞ্জ ঢুকিয়ে পানি একটু একটু করে ঢেলে দিবেন এবং অবশ্যই সাবধানতার সাথে দিবেন। কেননা গরু-ছাগলের শ্বাসনালীতে চলে গেলে সে সব গরু-ছাগল তৎক্ষণাৎ মারা যায়, তাই ভুলেও যেন শ্বাসনালীতে না যায়।

ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয়

ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয়
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জেনে রাখার পাশাপাশি ছাগলের প্রসাব পায়খানা বন্ধ হলে করণীয় উপায় গুলো জেনে রাখা দরকার। অনেক সময় দেখা যায় হঠাৎ করে ছাগলের প্রসাব পায়খানা বন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে আপনি কি করবেন? তাই সে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন।

আর যদি এসব সমস্যার সমাধান ও লক্ষণ না জানতে পারেন তাহলে আপনার খামারের বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা রয়েছে। আপনি চাইলে সেখান থেকে বিস্তারিত বুঝে আপনার খামারি ছাগল এর সমস্যার সমাধান করতে পারেন।

ছাগলের পায়খানা বন্ধ হলে করণীয়

হঠাৎ করে ছাগলের পায়খানা বন্ধ হয়ে গেছে। এখন আপনার উপায় জানা নেই এবং হাতের কাছে এই মুহূর্তে পাচ্ছেন না। তাহলে কিভাবে ছাগলকে চিকিৎসা দিবেন? এই সমস্যা হলে ছাগল বেশিক্ষণ থাকে না, প্রায় একদিনের মধ্যে ছাগলের দ্রুত রোগ বেড়ে যায় এবং আস্তে আস্তে পেট ফুলে ছাগলটি মারা যায়।

তাই এই রোগ সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে রাখা উচিত এবং লক্ষণগুলো জেনে রাখা উচিত। তাহলে সঠিক সময়ে ছাগলের রোগ ধরতে পারবেন এবং চিকিৎসা দিতে পারবেন। বর্তমানে এই বর্ষের সময়ে ছাগলের এই সমস্যাটি বেশি হচ্ছে আপনার যদি এসব বিষয়ে ধারণা না থাকে, তাহলে আপনার খামারের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে।

তাই লক্ষণগুলো জানা থাকলে রোগটি ধরতে পারবেন এবংসঠিক সময়ে আপনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। এই সময়ে আপনি যদি ঘরোয়া উপায় জেনে থাকেন, তাহলে ঘরোয়া উপায় এর মাধ্যমে ছাগলকে সুস্থ করে তুলতে পারেন কিংবা এলোপ্যাথিক ওষুধের দ্বারাও ছাগলকে সুস্থ করতে পারেন।

করণীয়ঃ আগে জানতে হবে এ রোগটি কেন ছাগলের হচ্ছে, হঠাৎ করে ছাগলের পায়খানা বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে হবে। তাহলেই এই রোগ দূর করা সম্ভব। ছাগলকে শুকনো খাবার খাওয়ানো, অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানো, এবং ছাগল অল্প পানি খাওয়ার কারণে পেটের ভিতর গ্যাস পায়খানার রাস্তা বন্ধ হয়ে যায়।

তাই করনীয় হচ্ছে ছাগলকে দানাদার যুক্ত খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আপনি কতটুকু পরিমাণ দানাদার যুক্ত খাবার খেতে দিচ্ছেন সারাদিনে ছাগলকে এবং সেই হিসেবে ছাগল হজম করতে পারছে কিনা। যদি হজম করতে পারে, তাহলে মনে করবেন ঠিক আছে এবং ছাগলকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন।

ছাগলের পায়খানা বন্ধ হওয়ার পর করনীয়ঃ জাইমোভেট পাউডার গুলিয়ে ছাগলকে খাওয়ান এতে পেটের ভিতরের খাবার হজম হয়ে নরম হয়ে যাবে। তাহলে গ্যাস কমে, যাবে হজম শক্তি বাড়বে এতে করে ছাগলের পায়খানা করতে পারবে।

ছাগলের প্রস্রাব বন্ধ হলে করণীয়

ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জেনে রাখার পাশাপাশি ছাগলের প্রসাব বন্ধ হলে করণীয় গুলো জেনে রাখা জরুরী। কেন না অনেক সময় দেখা যায়, ছাগলের হঠাৎ করে প্রসাব বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে কি করা যায়। তার আগে বলবো ছাগলের প্রসাব দুই কারণে বন্ধ হয়ে যায়। একটি হলো এমনি এমনি ভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার আরেকটি হলো প্রসবের রাস্তায় পাথর হলে।

করণীয়ঃ এবার জানব ছাগলের প্রস্রাব বন্ধ হলে করণীয় কি সেই বিষয়ে। ঘরোয়া ভাবে বলতে গেলে যদি ছাগলের এমনি এমনিতেই প্রসাব আটকে যায় তাহলে ছাগলকে জলপাই গাছের পাতা খাওয়ান জলপাই গাছের পাতা টক জাতীয় এটি ঘরোয়া ভাবে খুবই একটি কার্যকারী। তাছাড়া যদি ছাগলের পেশাবের রাস্তায় পাথর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দিতে হবে।

ডাক্তারের কাছে পাথর বের করার ব্যবস্থা রয়েছে। তাছাড়া খাসি ছাগলকে অনেক সময় দেখা যায় তাদের অল্প দানাদার যুক্ত খাবার খাওয়ালেই চর্বি জমে যায়। তাই এই চর্বি জমে প্রসাবের রাস্তা আটকে যেতে পারে তাই এটি থেকে আগে থেকে সচেতন থাকার জন্য ছাগলকে মাঝেমধ্যে অল্প করে মুড়ি এমনি খেতে দিন তাহলে পেশাবের রাস্তা ক্লিয়ার থাকবে।

ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়

আমরা যারা ছাগল পালন করি তাদের মধ্যে অনেকেরেই জানা নেই ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় গুলো। এখন বর্ষাকাল বর্ষাকালে ছাগলকে বর্ষার ঘাস খাওয়ালে ছাগলের প্রায় দেখা যায় পেটে সমস্যা হয়ে থাকে। হজম শক্তির সমস্যা হয়ে থাকে নানা রোগে আক্রান্ত শুরু হয় এই বর্ষার সময়ে। ছাগলের খাওয়া দেয়া নিয়ে নানা সমস্যা তৈরি হয়।

এই সময় দেখা যায় ছাগলের পেট ফাঁপা ছাগলের পাতলা পায়খানা ও নানা সমস্যা। বর্ষার সময়ে অনেক দিনই দেখা যায়, একটানা তিন চার দিন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এই সময়ে ছাগলকে কি খাওয়ানো যায়, ছাগলে তেমন খেতে চায় না। তাই ঘরে থেকে খরকুটো ও দানাদার খাওয়ানোর চেষ্টা করা হয়। শুধু দানাদার খাবারেই ছাগলের পেট ভরানো যায় না।

বিশেষ করে যাদের খামার রয়েছে অনেক ছাগল রয়েছে, সেক্ষেত্রে খাওয়ার সমস্যা হয়ে থাকে। একটু দানাদার খাদ্য ধরে খাওয়ালে ছাগলের পেটে সমস্যা হয়ে যায় হজম শক্তি সমস্যা হয় পেট ফেঁপে যায়। ছাগলের বদ হজম হয়। একটা সময় দেখা যায় ছাগলের এটা একটু বড় সমস্যা হয়ে যায় প্রসব পায়খানা বন্ধ হয়ে যায় পেট ফুলে যায়।

এই সময়ে ছাগলকে ঘরোয়া চিকিৎসা দিলে পেট ফাঁপা কমে যায় এবং ভালো হয়ে যায়। তাই আমরা যারা ছাগল পালন করি তাদের অবশ্যই জানা দরকার ছাগলের টুকিটাকি রোগের সমাধান পেতে, এই ঘরোয়া উপায় গুলো। সব সময় ডাক্তারের পরামর্শ ডাক্তারের চিকিৎসার ওপর বসে থাকলে এতে খরচের হার বেড়ে যায় এবং ছাগল পালনে তেমন লাভ দেখা যায় না।

ঘরোয়া উপায় এর মাধ্যমে ছাগলের টুকিটাকি রোগ সারানো গেলে অনেক ভাবে অর্থ কম লাগে। তাই আমাদের অবশ্যই ছাগল পালন করতে গেলে ঘরোয়াভাবে ছাগলের ছোটখাটো রোগ ভালো করার উপায় গুলো জানা দরকার। আসুন জেনে নেই ছাগলের বদহজম পেট ফাঁপা রোগ সারানোর জন্য ঘরোয়া উপায় গুলো।

খাবার সোডাঃ খাবার সোডা দ্বারা ছাগলের পেট ফাঁপা পেট ফোলা বদহজম কমানো যায় গ্যাসের সমস্যা ও কমানো যায়। সোডা খাওয়ালে এসব সমস্যা ভালো হয়ে। মিলিমিটার পানির সাথে মিশিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঝাঁকিয়ে নিয়ে ছাগলকে খাওয়াতে পারেন।এতে পেট ফোলা, পেটের বদহজম, সবকিছু কমে যাবে। তাছাড়া পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

জায়ৈনঃ বদহজক দূর করতে জায়ৈন খুবই উপকারী। আপনার ছাগলের পেট ফেঁপে গেলে অবশ্যই জায়ৈন খাওয়াতে পারেন। জায়ৈন বেটে দানাদার খাবারের সাথে ছাগলকে খেতে দিন কিংবা গমের ছাল ভুষির সাথে পানি দিয়ে গুলিয়ে খাবার খেতে দিন যেকোন ভাবে ছাগলকে খাওয়ালে ছাগলের বদহজম কমে যাবে পেট ক্লিয়ার হবে।

জিরাঃ আপনাদের রান্না করা জিরা ঘরোয়া ভাবে আপনার ছাগলকে খাওয়াতে পারেন। জিরা বাটা ছাগলের পেট ফাঁপা কমায়। জিরা বেটে ছাগলকে খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে গ্যাস্ট্রিক ভাগ কমে যায়। এভাবে দিনে দুইবার করে দুই একদিন খাওয়ানো ফলে ছাগল স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যায়।

আদাঃ আপনার বাড়িতে ছাগলে পালনের ক্ষেত্রে অনেক সময় ছাগলের পেট ফেটে যায়, এক্ষেত্রে হুট করে ছাগলকে কি খাওয়াবেন, কি খাওলে ছাগল ভালো হবে, এসব বিষয়ে চিন্তা করছেন? চিন্তার কোন কারণ নেই কারণ আপনার ঘরেই সেই উপায় রয়েছে। আর সেটি হলো তরকারি রান্না করা আদা। আদা বেটে আদার রস ছাগলকে খাইয়ে দেন।

এতে ছাগলের গ্যাস্টিক, পেট ফাঁপা, বদহজম কমে যাবে। একটু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলকে আদা বাটা খাওয়াইলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ছাগল অসুস্থ হওয়ার সাথে সাথেই আপনাকে রোগ ধরে নিতে হবে তাহলেই সঠিক চিকিৎসা দিলে ভালো হবে। আর যদি মারাত্মক হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ।

ছাগলের পেটে গ্যাস হলে করণীয়

ছাগলের পেটে গ্যাস হলে করণীয়
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জেনে রাখার পাশাপাশি ছাগলের পেটে গ্যাস হলে করণীয় গুলো জেনে রাখুন। বর্তমানে অনেকেই বাড়িতে সখ করে চার-পাঁচটি করে অন্তত ছাগল পালন করে। আর যারা খামারে ছাগল পালন করে তাদের তো অনেক। তাই ছাগল পালনে যাতে লাভবান হওয়া যায় অল্প খরচেই ছাগল পালন করা যায় সেসব উপায়গুলোও জানা দরকার।

তার জন্য আপনাকে অবশ্যই ছাগলের সুস্থতা অসুস্থতা সম্পর্কে ক্লিয়ার বুঝতে হবে, আপনার ছাগলের কি সমস্যা হয়েছে এগুলো নিজেই ছাগলের লক্ষণ দেখে বুঝতে হবে। আর ছাগলের এইসব রোগের ঘরোয়া চিকিৎসা আছে কিনা জানতে হবে যেসব রোগের ঘরোয়া চিকিৎসা রয়েছে সেই সব রোগের ঘরোয়া চিকিৎসা গুলো জানতে হবে।

আর ছাগলের লক্ষণ দেখা মাত্রই ঘরোয়া চিকিৎসা দিতে হবে ছাগলকে, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ছাগল। এতে করে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না ডাক্তারের কাছে নেওয়া মানে একগাদি টাকা দেয়া লাগবে। এভাবে যদি ডাক্তারের কাছে না নিয়ে ঘরোয়া চিকিৎসা দেন তাহলে অল্পতেই ছাগল পালনে লাভ আসবে।আসুন জেনে নেই ছাগলের পেটে গ্যাস হলে করণীয়।

লক্ষণঃ ছাগলের পেটে গ্যাস হয়েছে কিভাবে বুঝবেন। ছাগলের পেটে গিয়েছিলে যে লক্ষণ গুলা হবে সেগুলা অবশ্যই আগে থেকেই জেনে রাখতে হবে তাহলে বুঝতে পারবেন ছাগলের পেটে গ্যাস হয়েছে । ছাগল ঘাস কম খাবে, ঘাস খাওয়ার পরে চাবিয়ে চাবে যে ঘাস গুলা থলিতে রাখে ওগুলা আবার বের করে ফেলে দিবে। ঘাস না খাওয়ার পরেও পেট ভরা ভরা মনে হবে।

করণীয়ঃ ঘরোয়া উপায় গুলোর মাধ্যমে ছাগলের গ্যাস্ট্রিক কমানো যায়। যেমন আদা, জিরা, জায়ৈন খাওয়াতে পারেন। অল্প থাকতেই এই ঘরোয়া ট্রিটমেন্ট গুলো দিলে ছাগল সুস্থ হয়ে যাবে ঘাস খেতে চাইবে। পশু ডাক্তারের কাছে গ্যাসটি কমানোর পাউডার পাওয়া যায় সেটি ফার্মেসি থেকে নিয়ে এসে খাওয়াতে পারেন।

জাইমোভেট পাওডারের কাজঃ গরু ছাগলের পেটে গ্যাস হলে এই পাউডার খাওয়ানো হয়। জাইমোভেট পাওডার গবাদি পশুর পেটে পিএইচ এর মান বৃদ্ধি করে। নিশ্চয়ই এই পাউডারটির খাওয়ানোর নিয়ম রয়েছে।জাইমোভেট পাওডারএর প্যাকেটে সুন্দরভাবে উল্লেখ করার রয়েছে কিভাবে কতটুকু পানিতে গুলিয়ে কি পরিমান করে গরু,মহিষ হাঁস মুরগি ও ছাগলকে খাওয়াবেন।

ছাগল চাল খেলে করণীয়

ছাগল অনেক সময় ছাড়া থাকে এবং রুমের মধ্যে ঢুকে খাওয়ার জন্য ছোটাছুটি করে। সামনে যা পায় তাই খাওয়ার চেষ্টা করে। হঠাৎ করে আপনার ছাগল কোন কারনে অনেক বেশি চাল খেয়ে নিল, সে ক্ষেত্রে কি করবেন? এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই কিছু না কিছু উপায় অবশ্যই রয়েছে। আসুন জেনে নেই সেই উপায়গুলো।

করণীয়ঃ আপনি বুঝতে পেরেছেন আপনার ছাগল মাত্রার বেশি চাল কিংবা গম কিংবা ভুট্টা দানাদার যুক্ত খাবার খেয়ে নিয়েছি। সে ক্ষেত্রে এখন ফুলতে থাকবে। খাবার বেশি ফুলে গেলে খাদ্য থলির সমস্যা হয়ে ছাগল মারা যাবে। তাই আপনাকে যেটা করতে হবে ছাগলকে সেই মুহূর্ত থেকে আর পানি বা কোন খাবার খেতে দিবেন না।

পেটের ভিতর থাকা খাওয়ারই বের করে যাবর কাটাতে থাকবে, আস্তে আস্তে হজম করে নিবে। এতে করে আর কোন সমস্যা হবে না। আর যদি বেশি সমস্যা হয়ে যায় জাইমোভেট পাউডার গুলিয়ে খাইয়ে দিবেন। খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ছাগলের শ্বাসনালীতে যেন না ঢুকে যায়। তাহলে ছাগল সঙ্গে সঙ্গে মারা যাবে।

ঘরোয়া উপায় ছাগলের হজম শক্তির ঔষধ

ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জানার পাশাপাশি ছাগলের হজম শক্তির ওষুধ কিভাবে ঘরোয়া উপায় ঔষধ তৈরি করবেন। অনেক সময় দেখা যায় ছাগলের হজমের সমস্যা হচ্ছে তাহলে এই সামান্য সমস্যার জন্য ডাক্তারের কাছে না যাওয়াই ভালো ডাক্তারের কাছে গেলে, একগাদি ঔষধ ধরিয়ে দেবে। এতে টাকাও খরচ হবে।

অযথা টাকা নষ্ট না করে আপনি ঘরে বসেই ছাগলের হজম শক্তির ওষুধ তৈরি করতে পারেন। আসুন জেনে নেই ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জানার পাশাপাশি কিভাবে ঘরোয়া উপায়ে ছাগলের হজম শক্তির ওষুধ তৈরি করা যায়। তার জন্য কয়েকটি উপকরণ নিতে হবে সাধারণত আমাদের বাসায় থাকে।
  • গোয়ামুরি
  • মেথি
  • জায়ৈন
  • আদা
প্রণালীঃ এ কয়েকটি উপাদান সুন্দর করে রোদে শুকিয়ে নিয়ে পাটায় বেটে ঘরে রেখে দিন। ছাগলের হজম শক্তি বাড়ানোর জন্য মাঝে মাঝে এই ঔষধ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। হজম শক্তি বাড়ানোর জন্য এবং পেট ক্লিয়ার রাখার জন্য। আর যদি আপনার ছাগলের দেখেন হজমের সমস্যা হচ্ছে, পেটে গ্যাস গ্যাস ভাব তাহলে দিনে দুইবার এক চামচ করে খাবারের সাথে মিশিয়ে খাওয়ান এতে করে আপনার ছাগলের সমস্যা দূর হবে।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই এতক্ষণ আর্টিকেলটি ধৈর্য ধরে পড়ার জন্য। আজকের আর্টিকেলে ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি একজন ছাগল পালনকারী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটির নিচে আপনার জন্য উপকার এসেছে।

আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন তারাও যেন আর্টিকেলটি পড়ে ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় গুলো জানতে পারে এবং এর মাধ্যমে ছাগলকে সুস্থ করে তুলতে পারে। আর এ ধরনের নিত্যনতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে প্রতিনিয়ত তথ্য আপলোড করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url