ছাগল মোটাতাজাকরণ ভিটামিন - ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা সর্ম্পকে জানুন

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে ছাগল মোটাতাজাকরণ ভিটামিন ও ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা তুলে ধরেছি। কেননা আমরা বেকারত্ব দূর করার জন্য অনেকেই ছাগল পালনে উৎসাহ। সেসব ভাইদেরকে ছাগল পালন সম্পর্কে কিছু টিপস নিয়ে আলোচনা করতে চলেছি। খাসি ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি জানলে আমরা খাসি ছাগল পালনের খাবার তৈরি করতে পারব। এতে বেকারত্ব দূর করতে পারবো।
ছাগল মোটাতাজা করার ভিটামিন খাবার তালিকা সর্ম্পকে জানুন
এ ছাড়াও,ছাগলকে ফিড খাওয়ানোর নিয়ম ও বাড়িতেই ফিট তৈরি করার নিয়ম, খাসি ছাগলের খাবার, সুস্থ ছাগল চেনার উপায়, ছাগলের ঘর তৈরি করার উপযুক্ত জায়গা ও তৈরি করার পদ্ধতি সব বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে এগুলো এক নজরে দেখে নিতে পারেন।

ভূমিকা

বেকারত্ব দূর করতে ছাগল পালন পদ্ধতি চমৎকার একটি পদ্ধতি। এর মাধ্যমে দ্রুত লাভবান হওয়া যায় এবং দেশের বেকারত্ব দূর হয়। ছাগল পালনের ক্ষেত্রে মাংস তৈরি করে বিক্রি করলে ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা ও পদ্ধতি জেনে ছাগল পালন করলে তাহলে দ্রুত ছাগল পালনে লাভবান হওয়া যায়।

খাসি ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি

আমরা যারা খাসি ছাগল পালন করি তারা সবাই খাসি ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা ও পদ্ধতি জেনে খাসি পালন শুরু করি। কেননা আমরা যারা খাসি ছাগল পালন করি, তারা সবাই মাংস তৈরি করে বিক্রি করার সিদ্ধান্তই পালন করে থাকি। খাসি ছাগল মোটাতাজাকরণে অনেক লাভবান হওয়া যায়। এতে করে ব্যবসায়ীরা আরো খাসি ছাগল পালনে উৎসাহ হয়।

এখন বর্তমান সময়ে মানুষ বেকারত্ব সময় না কাটিয়ে বিভিন্ন কর্মের মাধ্যম খোঁজে কর্মে সফল হওয়ার চেষ্টা করছি। ছাগল পালন করে আপনি দ্রুত ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। এটি অনেকেই শখের বিষয়ে পালন শুরু করে থাকে পরবর্তীতে সেটা একটি বড় খামারে পরিণত করে। একদিকে যেমন খাসি পালনে শখ পূরণ হয় অন্যদিকে দ্রুত লাভবান হওয়া যায়।

আপনাকে প্রথমে উন্নত মানের ছাগলের বাচ্চা কিনতে হবে। এবং খাবার দিতে হবে দানাদার যুক্ত খাবার। খাসিকে সব সময় দানাদার যুক্ত এবং শুকনো খাবার দিতে হবে, পাশাপাশি খাসি যে ঘরে পালন করবেন তা অবশ্যই পরিষ্কার ও শুকনো জায়গা হতে হবে, তিন মাস পরপর ছাগলকে তিন মাস পরপর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
কৃমির কারণে ছাগল মোটাতাজা হতে পারে না, কারণ আপনি ছাগলকে যা খাওয়াবেন কৃমি সেগুলো সুষে খাবে। ছাগল খাবার হজম করতে পারবে না, খেতে চাইবে না, মাঝে মাঝে নরম পায়খানা করবে। যাতে করে ছাগল মোটা তাজা হতে বাধা দেয়। তাই অবশ্যই ছাগলকে নিয়ম মেনে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। এটি খাওয়ানোর পরপরই ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়াতে হবে।
ছাগলকে রোগমুক্ত রাখতে হবে তার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা এবং খাবারদাবার ঠিক রাখতে হবে রোগমুক্ত রাখার জন্য আগে থেকেই সংক্রামক রোগের ভ্যাকসিন দিতে হবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। মাঝে মাঝে রুচির ওষুধ খাওয়াতে হবে তাহলে ছাগল খাবার ভালো খাবে। এতে দ্রুত ছাগল মোটাতাজা হবে।
পাশাপাশি ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়াতে হবে। দানাদার যুক্ত খাদ্য যেমন গম, ভুট্টা ভাঙ্গা গমের ছাল, কাঁঠালের পাতা কাঁচা ঘাস এইসব খাবার খাওয়াতে হবে সঠিকভাবে ছাগল পালনে নির্বাচন করতে পারলে ছাগল দ্রুত মোটাতাজাকারণ করার করা যায়। ছাগল নির্বাচন, ছাগলের জায়গা নির্বাচন, ঠিকঠাক মতো হলে দ্রুত লাভবান হওয়া যাবে।নিজের আর্টিকেলে ছাগল নির্বাচন ও ছাগলের জায়গা নির্বাচন করার ধাপগুলো আলোচনা করা রয়েছে আপনি সেগুলো দেখে নিবেন।

খাসি ছাগল পালন পদ্ধতি

আমরা যারা গ্রামে বসবাস করি তাদের খেতে অনেক সুবিধা। অনেক জায়গার ভিতরে খাসি পালন করার সুবিধা হয়। খাসি ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি জানার আগে খাসি ছাগল পালন পদ্ধতি জানতে হবে। কিভাবে অল্প জায়গায় এবং অল্প খরচের মাধ্যমে খাসি পালন করতে পারেন এইসব বিষয়ে জেনে বুঝে আপনি খাসি পালন করতে নামবেন।

খাসি পালন করার সঠিক জায়গা নির্বাচন ও ঘর তৈরির পদ্ধতি

আপনাকে প্রথমে একটি উঁচু জায়গা বেছে নিতে হবে। সেখানে একটি ছাগলের জন্য ঘর তৈরি করা লাগবে, ঘরের ভিতরে একটু উঁচু করে মাচাঁ করে দিতে হবে। কারণ ছাগল পালনে মাটিতে পালন করার থেকে মাচাঁতে পালন করলে ছাগল সহজে অসুস্থ হয় না এবং এতে ছাগল তাড়াতাড়ি মোটাতাজা হয়। ফলে খরচ কম হয় দ্রুত লাভবান হওয়া যায়।

ছাগল নির্বাচন

খাসী পালন পদ্ধতিতে খাসি কেনার সময় কিছু করণীয় রয়েছে যেগুলো হচ্ছে আপনি বাজারে খাসি কিনতে গেলে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি ধরনের খাসি কিনবেন সেই জাত দেখে তারপরে খাসির গায়ের চামড়া ঢিলাঢালা থাকতে হবে, এবং সুস্থ ছাগল কিনতে হবে।খাসি ছাগল বড় করে মাংস তৈরি করে বিক্রি করতে হবে, তাই ছোট ছাগল দাঁত না ভাঙ্গার আগেই সাত-আট মাসের বয়সের ছাগল কিনতে হবে।

সুস্থ ছাগল চেনার উপায়

একটি খাসি ছাগল কিনতে গেলে দেখবেন খাসি ঝিম ধরে রয়েছে কিনা খাসির নাক দিয়ে কোন সর্দি বের হচ্ছে কিনা, চোখের কোন পেস্ট আছে কিনা, কানে হাত দিয়ে দেখতে হবে কান ঠান্ডা কিনা গরম এবং খাসির জাবর কাটাচ্ছে কিনা, এইসব দেখে খাসি কিনতে হবে খাসি কেনার সময় এইসব গুলো লক্ষ্য রেখেই আপনি খাসি কিনতে ভুল করবেন না।
খাসির ভেতরে একটু চঞ্চলাতে ভাবতে হবে, খাসি ঝিম ধরা হওয়া যাবে না, খাসির নাকে চোখে কোন সর্দি থাকা যাবে না, কানে হাত দিলে বুঝতে পারবেন কান গরম আরেকটা বড় জিনিস হচ্ছে খাসি যাবর কাটাতে থাকবে। তাহলে বুঝতে পারবেন ছাগল সুস্থ রয়েছে। এসব দেখে আপনি ছাগল কিনলে আপনি ছাগল সুস্থ পাবেন ইনশাল্লাহ।

খাসি ছাগলের খাবার

খাসি ছাগলের খাবার
খাসি ছাগল বরাবরি কম খেয়ে থাকে তাই তাদেরকে সবসময় কাঁচা ঘাস গাছের পাতা কাঁঠালের পাতা খাওয়ান তার পাশাপাশি প্রতিদিন একটু একটু দানাদারযুক্ত খাবার খেতে দিন। এবং শুকনো জাতীয় খাবার খাওয়াবেন। ভেজা যুক্ত খাবার খাওয়ালে অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে খড়কুটার সঙ্গে দানাদার খাবার একটু ভিজিয়ে মাখা মাখা করে খেতে দিন।

ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা তৈরি করুন। মাঝে মাঝে ছাগলকে মুড়ি খাওয়ান। মুড়ি খাওয়ালে খাসির পেটের চর্বি কেটে যাবে। খাসিরা কম খায় ঠিকই তবে অল্প তাড়াতাড়ি পেটে চর্বি কমে কিছু খেতে চাই না এবং সমস্যা হয় তাই মাঝে মাঝে একটু একটু করে শুকনো মুড়ি খেতে দিবেন এতে অনেক উপকার পাবেন। পেট ক্লিয়ার রাখতে ছাগলকে ঘরো কিছু খাবার খাওয়াবেন যেমন-

খাবারের ভিতরে জায়ন বা জিরা বেটে খেতে দেবেন। এতে করে ছাগলের হজম শক্তি বাড়বে পেট ক্লিয়ার থাকবে খাবারের রুচি আসবে। তা ছাড়া জাইমোভেট পাউডার খাওয়াতে পারেন। এতে ছাগলকে যা খাওয়াবেন সেই খাবারটাই কাজে লাগবে এবং দ্রুত মোটাতাজ হবে। পাশাপাশি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে প্রতি তিন মাস পর পর।

ছাগল মোটাতাজাকরণ ভিটামিন

ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়াতে পারেন। এতে তাড়াতাড়ি ছাগল মোটা হবে এবং মাংস বাড়বে। ছাগল পালনের দ্রুত লাভবান হতে অনেকেই ছাগলকে খাবারের পাশাপাশি ভিটামিন ওষুধ ও ইনজেকশন ব্যবহার করে থাকেন। এতে ছাগল দ্রুত মোটা হয় ওজন বাড়ে। আপনি চাইলে ছাগলকে ভিটামিন খাওয়াতে পারেন মুখের রুচি ফেরানোর জন্য যাতে করে ছাগল খাবার ঠিকমতো খায়।
ছাগল মোটাতাজাকরণ ভিটামিন ওষুধের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াতে পারেন প্রতি তিন মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমির আসুক ওষুধ খাওয়ানোর পরপরই ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটি খাওয়াবেন যাতে করে ছাগল দ্রুত মোটা হতে পারে খাবারের প্রতি রুচি বাড়তে পারে। ছাগলকে মোটা করতে হলে কৃমি মুক্ত রাখতে হবে।

ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা

ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা
ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়াতে পারেন। তবে মোটা জাতকরণের দানাদার খাবার নিয়ম করে খাওয়াতে পারেন। এতে তাড়াতাড়ি ছাগল মোটা হতে শুরু করবে। যেসব খাবারে ভিটামিন ও পুষ্টিকর সেসব খাবার দিতে হবে। সেসব খাবারের দ্রুত মাংস বাড়ে ওইসব খাবার খাবার তালিকা রাখতে হবে। এবং খাবার যেন ছাগল খেতে পছন্দ করে সেই ভাবে খাবার তালিকা করতে হবে।

ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা ও পদ্ধতি হচ্ছে আপনি ছাগলকে যা খেতে দিবেন তা যেন পুষ্টিকর খাদ্য হয়। কাঁচা ঘাস খাওয়ালে ছাগল তাড়াতাড়ি হয়। কিন্তু সব সময় শুধু কাঁচা ঘাস খাওয়ালে চলবে না কাঁচা ঘাস খাওয়ার পাশাপাশি দানাযুক্ত খাদ্য রাখতে হবে। খর কুটার সঙ্গে দানাযুক্ত খাবার মিশিয়ে হালকা ভেজা ভিজা করে ছাগলকে খেতে দিবেন।

এতে করে এই খাবারটা ছাগলের পেটে অনেকক্ষণ থাকবে অল্পতেই ছাগল পরিপূর্ণ খেতে পারবে। ছাগলের ঘরের ভেতর আলো বাতাসে রাখতে হবে। যাতে শুকনো থাকে রোগ জীবাণু না ঢুকতে পারে ঘর যেন ভাব না থাকে। বিভিন্ন রোগ আসার পূর্বেই ভ্যাকসিন দিয়ে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে ছাগল ঠাণ্ডা বা সর্দি লাগলেই অন্যান্য রোগে আক্রান্ত সহয়েই হতে পারে।

তাই ঠান্ডা সর্দি লাগানো থেকে সজাগ থাকুন। আর ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা করার পূর্বে কতটি ছাগল পালন করছেন এবং দিনে কতটুকু খাওয়াবেন বড় ছোটদের খাবার কতটুকু করে দিবেন সেই অনুযায়ী তালিকাটা তৈরি করতে হবে চলুন দেখা নিয়ে যাক বড় ছোট ছাগলের খাবার তালিকা।

উপাদান বড় ছাগলের খাদ্য ছোট ছাগলের খাদ্য
গম ভাঙ্গা ২০ ভাগ ৩৫ ভাগ
ভুট্টা ভাঙ্গা ২০ ভাগ ১৫ ভাগ
ছোলা ভাঙ্গা ২০ ভাগ ২০ ভাগ
সরিষার খৈল ১০ ভাগ ০৫ ভাগ
গমের ছাল ২৫ ভাগ ২০ ভাগ
খনিজ মিশ্রণ ০৪ ভাগ ০৪ ভাগ
লবণ ০১ ভাগ ০১ ভাগ

ছাগলের খাবার তৈরী

উপাদান পরিমান/ওজন
ছোট ছোট খরকুটো ৩ কেজি
ভুট্টা ভাঙ্গা ৫০০ গ্রাম
গমের ছাল ৫০০ গ্রাম
ডাবরির ছাল ৫০০ গ্রাম
চাউলের গুড়া ২০০ গ্রাম
বিভিন্ন ডালের ভুষি ২৫০ গ্রাম
ছাগলের ফিট ৫০ গ্রাম
সরিষার খৈল ৫০ গ্রাম
শুটকির খৈল ৫০ গ্রাম
লবণ ০.৫ গ্রাম
প্রণালীঃ প্রথমে আপনাকে খড়কুটোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি থেকে ছেকে তুলে একটি পাত্রে কিছুক্ষণ রেখে দিন এরপর তার সাথে গমের ছাল, ভুট্টা ভাঙ্গা দিয়ে দিন, চালের গুড়া, সরিষার খৈল, শুটকির খৈল, ছাগলের ফিট,লবণ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে দিন। এবং প্রতিটা ছাগলের জন্য আলাদা আলাদা পাত্রে সমপরিমাণ করে খেতে দিন। পাঁচটি ছাগলের জন্য দিনে দুই বেলার খাবার তৈরি করে রাখুন।

ছাগলকে ফিড খাওয়ানোর নিয়ম

ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়ানোর পাশাপাশি দানাদার যুক্ত খাবার খাওয়াবেন। ছাগলের জন্য কোন ফিট নেই। ছাগলকে ফিট না খাইয়ে দানাদার যুক্ত খাদ্য খাওয়ান।এতে করে আপনার ছাগল মোটাতাজা করতে বেশি সময় লাগবে এবং খরচ বেশি পড়বে তবে ছাগল সুস্থ থাকবে। তাছাড়া আপনি যদি ফিট খাওয়াতে চান তাহলে গরুর ফিট খাওয়াতে পারেন।

কারণ গরুর ফিটি রয়েছে যুক্ত দানাদার খাবার মিশ্রণ। যা খাওয়ালে কোন ক্ষতি হয় না।এবং ধীরে ধীরে মোটাতাজা হয়। আবার অনেকেই ঘরে বসেই বিভিন্ন উপকরণ কিনে এনে ফিট তৈরি করে থাকে এতে খরচ কম হয়পুষ্টি উপাদান বেশি থাকে। বাড়িতে খাবার ফিট তৈরি করে ছাগলকে খাওয়ালে ছাগল সুস্থ থাকবে এবং মোটাতাজাও হবে এবং খরচও কম পড়বে এতে লাভবান হবে তাড়াতাড়ি ছাগল পালনকারী।

বাড়িতেই ছাগলের ফিট তৈরি করার নিয়ম

আসুন ঘরে বসেই ফিট তৈরি করার নিয়ম জেনে নেই। ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা এর মধ্যে আপনি প্রথমে বাজার থেকে উপকরণগুলো কিনে এনে ঘরে বসে পরিমাণ মত উপকরণ মিশিয়ে খাবার ফিট তৈরি করুন। এতে ছাগলের জন্য আলাদা করে খাবার খাওয়াতে হবেনা এগুলো খাওয়ালেই পাশাপাশি কাঁচা ঘাস খাওয়ালেই ছাগল মোটা তাজা হয়ে যাবে। নিচে মোট ১০০ কেজির উপকরণ তৈরি করে দেখানো হলো এবং সিরিয়াল অনুযায়ী দেওয়া হলঃ-

উপাদান পরিমাণ/ ওজন
ধানের গুড়া ১৫ কেজি
ভুট্টা ভাঙ্গা ২০ কেজি
গমের ছাল ২০ কেজি
ডাবরির ছাল ২০ কেজি
বিভিন্ন ডালের ভুষি ২০ কেজি
সরিষার খৈল ২ কেজি
শুটকি মাছের গুঁড়া ২ কেজি
জাইমোভেট পাউডার ১ কেজি
লবণ ২৫০ গ্রাম

এইসব এইসব উপাদান গুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে এমন জায়গায় রেখে দিন যাতে ঠান্ডা বাতাস না ঢুকে এবং প্রতিদিন ছাগলকে অন্যান্য খাবারের পাশাপাশি এই খাবারগুলো খেতে দিন আপনি চাইলে খরকুটো ছাগলকে খাওয়ান তার মধ্যে এগুলো মিশিয়ে একটু হালকা পানি দিয়ে ঝুরঝুরে করে খেতে দিতে দিন তাহলে ছাগল খরকুটো খাওয়ার রুচি বাড়বে এবং ভালো খেতে চাইবে এভাবে খাওয়ালে ছাগল দ্রুত মোটাতাজাকরণ করা যায়।

আজকের শেষ কথা

প্রিয় পাঠক আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আর্টিকেলে, ছাগল মোটাতাজাকরণ ভিটামিন ও ছাগল মোটাতাজাকরণ খাদ্য তালিকা কিভাবে তৈরি করে খাওয়াবেন সেই নিয়ম গুলো। আশা করি আপনার ছাগল পালনে এই আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হবেন।

আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন। তারাও যেন ছাগল পালন করতে গিয়ে ছাগল মোটাতাজাকরণ ভিটামিন খাওয়ানোর সাথে সাথে আরো কিছু খাদ্য ছাগল মোটাতাজাকরণ খাবার তালিকা তৈরি করে খাওয়াতে পারে। এই ধরনের জ্ঞানমূলক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাবলিস্ট করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url