জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এর হিসাব ও জমি মাপার সূত্র দেখুন
আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এবং নকশা থেকে জমি মাপার নিয়ম এবং ফিতা দিয়ে জমি মাপার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করেছি।
এছাড়াও আর্টিকেলের মধ্যে জমি মাপার স্কেলের হিসাব জমির মাপ বের করার নিয়ম জমি মাপার সহজ পদ্ধতি জমি মাপার সূত্র সহ নিয়ম গুলো তুলে ধরা হয়েছে। আপনি যদি জমির মাপ সংক্রান্ত কোনো কিছু জানতে চান তাহলে আর্টিকেলটি ধৈর্য ধরে করুন।
ভূমিকা
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এ যুগে সবকিছুই অনলাইনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। এখন ঘরে বসেই সব সমস্যার সমাধান অনলাইনে করে থাকে। টাকা পেমেন্ট কোন কিছুর হিসাব এমন কি জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এর মাধ্যমে করে থাকে।
জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন
জমির ক্যালকুলেটর অনলাইন এর মাধ্যমে করা যায়। অনলাইনে মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে ঢুকে জমি মাপার ক্যালকুলেটর লিংক দেওয়া থাকে সেই লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন কপির মত সামনে আসবে। সেখানে সমস্ত ইনফরমেশন গুলো তুলে ধরতে হবে। যেমন জমির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সে ফ্রম এর মধ্যে সেই ভাবে উল্লেখ করতে হবে।
দিক | দৈর্ঘ্য | প্রস্থ |
---|---|---|
উত্তর আইলের দৈর্ঘ্য (a) | ফুট | ইঞ্চি |
দক্ষিণ আইলের দৈর্ঘ্য (b) | ফুট | ইঞ্চি |
পূর্ব আইলের দৈর্ঘ্য (c) | ফুট | ইঞ্চি |
দক্ষিণ আইলের দৈর্ঘ্য (d) | ফুট | ইঞ্চি |
মোট | ফলাফল | ফলাফল |
জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এ উপরে চ্যাট এর মত দেওয়া থাকে। সেখানে সবকিছু উল্লেখ করে ধাপে ধাপে ক্যালকুলেশন করতে হয় পরবর্তী ধাপগুলো এক আসতে থাকবে এভাবে ধরে ধরে হিসাব জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এর মাধ্যমে করা সম্ভব হবে। তবে অবশ্যই তথ্যগুলো সঠিক দিতে হবে।
ফিতা দিয়ে জমি মাপার নিয়ম
ফিতা দিয়ে জমি মাপার নিয়ম অনেকেই জানে না অনেকের জমি মাপার ধারণ খুবই কম। মনে করুন আপনি জমি মাপ সম্পর্কে জানেন না সে ক্ষেত্রে হঠাৎ করে আপনার যে কোন কাজের ক্ষেত্রে আপনার জমি মাপার প্রয়োজন হল সে ক্ষেত্রে আপনি ফিতা দিয়ে জমি মাপতে গেলে আপনাকে কিছু নিয়মের মধ্যে জমির হিসাব বের করতে হবে। এ বিষয়টা অনেকের জানা নেই।
বেশিরভাগ সময় ফিতা দিয়েই জমি মাপা হয়। সরকারি আইন অনুযায়ী জমি মাপার আমিন জমি মেপে থাকে। এক্ষেত্রে আমিনরা নকশা ধরে ধরে ফিতা দিয়ে জমিন মাপে। আমি দেখি নদী মাত্রিক এলাকা গুলোতে যেখানে চর জায়গা সেই জায়গায় সরকারি আমিন বড় একটি নকশা হাতে করে এটা দিয়ে জমি মেপে বের করে।
ফিতা দিয়ে জমি ভাবতে গেলে লাগবে সেক্ষেত্রে ইঞ্চি অনুযায়ী ফুট বর্গফুট এইসব বের করতে হয়। জানতে হবে বা কত বর্গফুট হয় এবং কত বর্গগজে এক বিঘা হয়। এইসব বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি জমি মেপে হিসাব করবে বের করতে পারবেন না। আসুন জেনে নেই ফিতা দিয়ে জমি মাপার নিয়ম গুলো কি কি।
- ফিতা দিয়ে বর্গগজ বর্গফুট দেওয়া থাকে এবং ভূমির পরিমাপ এর কিছু নিয়ম লিখা থাকে।
- ১ একর জমি সমান ৪৩৫৬০ বর্গফুট। এবং এক একর জমি সমান ৪৮৪০ বর্গগজ।
- ১ বিঘা জমি সমান ১৪৫২০ বর্গফুট এবং ১ বিঘা জমি সমান ১৬১৩ বর্গগজ।
নকশা থেকে জমি মাপার নিয়ম
নকশা ধরে ধরে জমি মাপা যায় যেমন নকশার মধ্যে দাগ নাম্বার উল্লেখ রয়েছে জমির দাগ নাম্বার ধরে ধরে একটি জমির নকশা স্কেল ও কাটাক্যাম্পাস দিয়ে মেপে মেপে জমির হিসাব করে।তবে তার আগে নকশার স্কেলটি বুঝতে হবে।
- ৮০ইঞ্চি = ১ মাইল নকশাতে রয়েছে
- আবার এদিকে ৫২৮০ ফিট = ১ মাইল
- ৫২৮০/ ৮০=৬৬ফিট
- ১ ইঞ্চি= ৬৬ ফিট
তাহলে এক ইঞ্চি সমান কত ফিট হতে পারে এবার আপনি বের করতে পারবেন সহজেই হিসাব করতে পারলেন। ১ ইঞ্চি সমান ৬৬ ফিট বের হয়ে আসলো এবার আসুন ১ ইঞ্চিতে যতটি গ্যাপ রয়েছে। এই প্রত্যেকটি দাগ চিহ্ন সমান গ্যাপ গুলো কত ফিট হতে পারে একটি ৩৩০ স্কেল দিয়ে জমির নকশা মাপতে হয় সে ক্ষেত্রে আপনার প্রতিটি গ্যাপে ২ ফিট করে ধরলে এক ইঞ্চি সমান ৬৬ ফিট আসবে।
নকশার ভিতরে জমির যেই অংশগুলো রয়েছে প্রত্যেকটা জমিতে যে সংখ্যাটি দেওয়া থাকে তা পশ্চিম দিক থেকে লেখা শুরু হয় এবং পূর্ব দিকে শেষ হয় । তাহলে সহজে বুঝতে পারবেন নকশা দেখে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে। এবার স্কেল ধরে ধরে জমির দাগগুলো মেপে সূত্র অনুযায়ী হিসাব করতে পারবেন।
জমি মাপার স্কেলের হিসাব
জমি মাপার স্কেলের হিসাব একটু ভিন্ন রকম হলেও বুঝে নিলে সহজ আছে। সাধারণ স্কেলের থেকে জমি মাপার স্কেল ভিন্ন হয়। জমি মাপার স্কেলে খেয়াল করবেন ৩৩০লেখা আছে কিনা এটি লেখা থাকলে বুঝে নেবেন জমি মাপার স্কেল। এবং জমি মাপার স্কেল দিয়ে জমি হিসাব করার জন্য কিছু সূত্র প্রয়োগ করতে হয় এই সূত্রগুলো জানা থাকলে জমি মাপার সহজ হবে।
এবং নকশার ভিতরে সেভাবেই উল্লেখ করে দেওয়া রয়েছে প্রতিটা নকশাই উল্লেখ করা থাকে। যেমন নকশার ভিতরে উল্লেখ করা থাকে মাইল সমান ৮০ ইঞ্চি। আবার ৫২৮০ ফিট সমান এক মাইল। তাহলে আপনি সহজেই এক ইঞ্চি সমান কত ফিট নিশ্চয়ই বের করতে পারবেন। ৫২৮০ কে ৮০ দিয়ে ভাগ দিলে ইঞ্চি বের হয়ে যাবে।
জমির মাপ বের করার নিয়ম
জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এ জমির মাপ বের করার নিয়ম খুবই সহজ যদি আপনি সূত্র জেনে থাকেন সূত্র ধরে ধরে এবং বুঝে বুঝে জমির মাপ বের করতে পারবেন। যদি আপনি ফিতা দিয়ে জমি ভাবতে চান সে ক্ষেত্রে ফিট হিসেবে উল্লেখ থাকে সেভাবে আপনাকে দৈর্ঘ্য প্রস্থ মেপে জমে মাপ বের করতে পারবেন। নিচে জমি মাপার সূত্র জমির মাপার কিছু সূত্র দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি জমির মাপ বের করতে পারবেন।
তবে ত্রিভুজ আকৃতি জমিগুলো একটু সূত্র ভিন্ন রয়েছে তবে সূত্র ধরে ধরে যদি আপনি হিসাব করেন। তাহলে সহজেই জমির মাপ বের করার নিয়ম জেনে অংক হিসাব করে জমির মাপ বের করতে পারবেন। আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র জমি দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে তার ফলাফলশতাংশ বের করতে হলে সূত্র অনুযায়ী শতাংশ বের করতে হবে নিজের সূত্রগুলো তুলে ধরা হলো।
- ৭২০ বর্গফুট = ১ কাঠা।
- ৪৩৫.৬বর্গফুট = ১ শতাংশ।
জমি মাপার সহজ পদ্ধতি
জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন জমি মাপার সহজ পদ্ধতি হলো আপনি যদি সূত্র জানা থাকে তাহলে সহজেই জমি মাপা যায়। জমি মাপ সমান হলে জমি মাপার সহজ হয়। আর যদি ত্রিকোণাবৃত্তিক কিংবা অসম্মান হয় তাহলে জমি মাপা একটু কঠিন হয়ে যায়। তবে সূত্র ধরে ধরে বুঝে বুঝে অংক কষলে জমি মাপা সহজ হয়।
জমি মাপার সূত্র
জমি মাপতে গেলে কি জিনিস অবশ্যই লাগবে সেটি হচ্ছে জমি মাপার সূত্র। আপনি যদি জমি মাপার কাজ করতে চান তাহলে আপনাকে জমি মাপার সূত্রগুলো জানতে হবে। এবং এই সূত্র ধরেই জমি এতে হিসাব করে বের করতে হবে। জমি মাপার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন তা দিয়ে জমি মাপা হয়। এটি সরাসরি জমিতে ফিতা ধরে ভাবতে হয়।
আবার নকশা থেকে জমি মাপার নিয়ম রয়েছে এখানে জমির নকশা দেখে দেখে জমি মাপতে হবে। এখানে প্রয়োজন লাগে কাঁটা ক্যাম্পাস ইস্কেল এগুলো দিয়ে জমি মাপার হিসাব করে সূত্র ধরে ধরে এসব বের করে। অনেকেই আবার শতাংশ বের করে জমির হিসাব করে। এখানে দৈর্ঘ্য-প্রস্থ গুন করে শতাংশ হিসাব করে।
- ১০০০ বর্গ লিংক সমান ১ শতক হয়।
- আয়তক্ষেত্রে জমিয়ে বের করার নিয়ম দৈর্ঘ্য*প্রস্থ = ফলাফল
- চতুর্ভুজের জমি বের করার নিয়ম দৈর্ঘ্য*প্রস্থ = ফলাফল
জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এ জমির শুধু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ গুন করে শতাংশ হিসাব করতে হবে। আবার জমিতে যদি ত্রিভুজ আকৃতি বা অনেক গুলো ত্রিভুজের মত হয়ে থাকে সে জমি মাপার নিয়ম রয়েছে ।
- ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল হবে sqrt{s(s-a)(s-b)(s-c)}
- পরিসীমা এর অর্ধেক s = (a+b+c)
এই সূত্র ধরে ত্রিভুজ আকৃতি জমি হিসাব করতে হবে। সূত্র ধরে ধরে জমি মাপতে খুবই একটা সহজ উপায় ।সূত্রের মাধ্যমে যে কোন জিনিস হিসাব করা খুবই সহজ। সরাসরি তুমি দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ আয়তক্ষেত্র হিসেবে থাকে। কারো কারো ক্ষেত্রে চতুর্ভ। আয়তক্ষেত্র ও চতুর্ভুজের ক্ষেত্রে একই নিয়ম কিভাবে জমি বের করা যাবে।
আজকের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এর মাধ্যমে করার নিয়ম এবং ফিতা দিয়ে জমি মাপার নিয়ম ও নকশা থেকে জমি মাপার নিয়ম সহ আরো বিস্তারিত তুলে ধরেছি। আশা করি আপনি যদি জমির মাপ সংক্রান্ত জানতে চান, তাহলে আর্টিকেলটি থেকে একটু হলেও উপকৃত হয়েছে।
অন্যদের সাথে শেয়ার করে দিন তারাও যেন তথ্য প্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে জমির হিসাব করতে পারে। এ ধরনের নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে জরুরী এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url