জমির পরিমাপ হিসাব - জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার নিয়ম

আজকে আমরা জমি মাপার ডিজিটাল যন্ত্র সম্পর্কে জানবো। জমির পরিমাপ হিসাব,জমির পরিমাপ শতাংশ হিসাব বর্তমানে স্কেল ও ফিতার ব্যবহার করার পাশাপাশি নতুন একটা পদ্ধতি বের করেছে সেটি হচ্ছে জমি মাপার ডিজিটাল যন্ত্র শুধু জমি নয় যেকোনো জিনিস মাপার ক্ষেত্রে এই যন্ত্রটি ব্যবহার করা যাবে। 
জমির পরিমাপ হিসাব
এছাড়াও আর্টিকেলের মধ্যে জমির পরিমাপ হিসাব ও জমি মাপার সহজ পদ্ধতি তুলে ধরেছি। পাশাপাশি জমি মাপার সূত্র তুলে ধরেছি। জানতে চাইলে আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

জমির পরিমাপ হিসাব

জমির পরিমাপ হিসাব জানা থাকলে নিজে নিজেই জমি মাপা যায় অনেক সময় না পাওয়া গেলে জমি মাপ পড়ে থাকবে না যদি আপনি জমির মাপ জানেন তার জন্য আপনাকে জমির পরিমাপের হিসাব জানতে হবে। জমির পরিমাপ হিসাব নিচে দেওয়া হল কিছু সূত্র।
  • ১কাঠা= ১৬ ছটাক
  • ১ কাঠা =১.৬৫ শতাংশ
  • ১ কাঠা=১৬৫ অযুতাংশ
  • ১ বিঘা= ৭২০ বর্গফুট
  • ১ বিঘা=২০ কাঠা
  • ১ বিঘা= ৩৩ শতাংশ
  • ১ একর= ১০০ শতাংশ
  • ১ একর= ৩.০৩ বিঘা
  • ১ একর= ৬০.৬ কাঠা

জমি মাপার সূত্র

জমি মাপার সূত্র না জানা থাকলে জমির মাপ বের করতে পারবো না।তাই আমাদের জমি মাপার আগে অবশ্যই সূত্রটা মনের রাখতে হবে। সূত্র জানা না থাকলে আপনি জমি মাপতে পারবেন না তার জন্য অবশ্যই সূত্র জেনে জমি মাপতে শুরু করবেন। প্রথমে আপনাকে ভূমির পরিমাপ বের করতে হবে।
  • এক একর= ১০০ শতাংশ
  • এক কাঠা =১.৬৫ শতাংশ
  • জমির পরিমাপ= দৈর্ঘ্য* প্রস্থ/ ৪৩৫.৬ =শতাংশ
আরও পড়ুনঃ অনলাইনে খাজনা রশিদ বের করার নিয়ম বিস্তারিত জানুন
দৈর্ঘ্যের গড় বের করতে হবে পাশাপাশি প্রস্থর গড় বের করতে হবে। এরপর সূত্র ধরে জমির পরিমাপ বের করতে পারবেন। এছাড়াও জমিদার একটি সহজ পদ্ধতি রয়েছে সে পদ্ধতি অনুযায়ী আপনি শতাংশ বর্গফু এমনকি কথা বের করতে পারবেন আসুন সেই সূত্রগুলো জেনে নেই নিচের কিওয়ার্ডে বিস্তারিত দেওয়া রয়েছে।

জমি মাপার সহজ পদ্ধতি

প্রথমে আপনাকে জমিটি মেপে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী। এরপর দৈর্ঘ্যের গড় এবং প্রস্থের গড় বের করে নিতে হবে ধরুন আপনার জমিটি বর্গাকার রয়েছে এক্ষেত্রে দৈর্ঘ্য ২ টা প্রস্থ ২টা পাবেন। গড় দৈর্ঘ্য থেকে দুই দিয়ে ভাগ করে যা বের হয় সেটা হচ্ছে ফুট। একইভাবে গড় প্রস্থ থেকে ২ দিয়ে ভাগ করে যা বের হবে সেটা হচ্ছে প্রস্থের ফুট।
আরও পড়ুনঃ জমির হিসাব ক্যালকুলেটর অনলাইন এর হিসাব ও জমি মাপার সূত্র দেখুন
একইভাবে আপনি ক্ষেত্রফল বের করবেন গর দৈর্ঘ্যের ফুট এবং প্রস্থর ফুট দুটি গুণ করে ক্ষেত্রফল বের হবে বর্গফুট। এবার বর্গফুটকে শতাংশ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটি হবে কাটা। চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নেয়া যাক জমির মাপার সহজ পদ্ধতি।

মনে করুন দৈর্ঘ্য ১২০ ফুট এবং ১০০ ফুট রয়েছে। ও প্রস্থ ৮০ ফুট এবং ৭০ ফুট দেওয়া রয়েছে।
  • গড় দৈর্ঘ্য= (১২০+১০০)/২=১১০ ফুট
  • গড় প্রস্থ= (৮০+৭০)/২= ৭৫ ফুট
  • ক্ষেত্রফল(১১০*৭৫) =৮২৫০ফুট
  • = (৮২৫০/৪৩৫.৬)=১৮.৯৩ শতাংশ [১ শতাংশ=৪৩৫.৬ বর্গফুট]
  • = (৮২৫০/৭২০)=১১.৪৬কাটা [ ৭২০ বর্গফুট = ১ কাঠা]
আমাদের দৈনন্দিন জীবনে ঠুকঠাক কমবেশি জমি মাপের প্রয়োজন পড়ে। তাই জমি মাপ সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত অনেকেই আছে জমি মাপ বোঝেনা তাদেরকে ঠকিয়ে জমি কম দেয়ার চেষ্টা করে এ ধরনের মানুষ রয়েছে। তাই নিজে যদি জমির মাপ বুঝেন তাহলে কেউ ঠকাতে পারবেনা।
আরও পড়ুনঃ স্টুডেন্ট অবস্থায় সহজ আয়ের উপায় ফ্রিল্যান্সিং শিখুন
কাজে ব্যবহৃত চেইন আবিষ্কার করেন। ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহার করতে চেইন আবিস্কার করেন চেইনের নাম দেওয়া হয়েছে গ্যান্টর্র্স চেইন। এর দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে এবং প্রতিটা লিংকে দৈর্ঘ্য রয়েছে ৭.৯২ ইঞ্চি এবং এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে পেন্ডিল আছে।

ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমির পরিমাপ হিসাব করা হয়। আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।
জমির পরিমাপ শতাংশ হিসাব
জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার নিয়ম জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলের মধ্যে জেনে নিন। শতাংশ বের করতে হলে প্রথমে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে এবং দীর্ঘ দুদিকে প্রস্তুত দুটিকে থাকে।দুই দৈর্ঘ্য যোগ করে নিন এরপর দুই প্রস্থ যোগ করে নিন এরপর মোট দৈর্ঘ্য ও মোট প্রস্থ গুণ করুন গুণফল কে আবার ৪৩৫.৬ করুন যা ফলাফল আইবে সেটাই হচ্ছে শতাংশ। চলুন প্রাক্টিক্যালি দেখে নেই।
ধরুন দৈর্ঘ্য দুই দিকে ৭৪ ফুট ও ৭০ ফুট।
এবং প্রস্থ দুই দিকে ৪০ ফুট ও ৩৮ ফুট।

সূত্রঃ (১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট)

মোট দৈর্ঘ্য = ৭৪+৭০=১৪৪ বর্গফুট।
মোট প্রস্থ =৪০+৩৮=৭৮ বর্গফুট।

ক্ষেত্রফল= দৈর্ঘ্য প্রস্থ
=(১৪৪*৭৮) বর্গফুট
=১১২৩২ বর্গফুট

(১১২৩২/৪৩৫.৬)বর্গফুট = ২৫.৭৯ শতাংশ বা শতক।

আপনার জমি পরিমান ২৫.৭৯ শতাংশ প্রায়। এক্ষেত্রে আপনি যদি কাঠা বের করতে চান তাহলে আপনাকে ৭২০ বর্গফুট দিয়ে মোট বর্গফুটকে ভাগ করতে হবে যেমন ধরুন-

(১১২৩২/৭২০)বর্গফুট =১৫.৬ কাঠা

সূত্রঃ (৭২০বর্গফুট= ১ কাঠা)

জমি মাপার ডিজিটাল যন্ত্র

আমরা যেকোনো জমি মাপতে সাধারণত স্কেল ব্যবহার করি। এখন বর্তমানে জমি মাপার ডিজিটাল যন্ত্র পাওয়া যাচ্ছে মাধ্যমে খুব দ্রুত জমি মাপা সহজ হচ্ছে সময় কমে যাচ্ছে এবং সঠিক মাপ চলে আসছে। আমরা অনেক সময় জমি মাপার সব নিকাশে ভুল করি। কারণ কাগজে-কলমে মুখে হিসাব করা হয়। এতে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে জমি মাপার ডিজিটাল যন্ত্র বর্তমানে তৈরি হয়েছে এর মাধ্যমে সহজে নির্ভুলভাবে জমি মাপতে পারি।

জমির পরিমাপ শতাংশ হিসাব জমি মাপার ডিজিটাল যন্ত্র আবিষ্কার করেছেন সেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থী মোহাম্মদ আল হেলাল। তিনি ডিজিটাল জমির মাপার যন্ত্র সম্পর্কে জানান আমরা যেকোনো কাজে মাপার জন্য ফিতা ব্যবহার করি কিন্তু বর্তমানে এই যন্ত্রটি দ্বারা সব ধরনের মাপ ঝপ করা যাবে একদম নির্ভুল ভাবে।

জমি মাপার ক্ষেত্রে অনেক সময় নদীমাতৃক এলাকায় উচু নিচু ভবনে দৈর্ঘ্য বস্তু বের করে জমির মাপা সম্ভাব না। সেক্ষেত্রে জমি মাপার ডিজিটাল যন্ত্র দ্বারা নির্ভুল ভাবে মাত্র কয়েকটি বোতাম চেপে দূর থেকেই মাপা সম্ভব। আল হেলালের শিক্ষক জনাব কামরুজ্জামান বলেন ডিজিটাল যুগে জমি মাপার স্কেল থেকে এমন একটি যন্ত্র আবিষ্কারের প্রচেষ্টা হেলালের যার মাধ্যমে নির্ভুল এবং খুব কম সময়ে জমি মাপা যায়।

ফিতা দিয়ে জমি মাপার নিয়ম

জমির পরিমাপ শতাংশ হিসাব নির্দিষ্ট নিয়ম রয়েছে ফিতা দিয়ে জমির পরিমাপ হিসাব জন্য। বর্গগজ, বর্গফুট বের করে জমির মাপ করা হয়। এভাবে ফিতার মাপ পদ্ধতি বলা হয়। আগের যুগ থেকেই এ ফিতা দিয়ে মাপার পদ্ধতি ছিল। পাশাপাশি নকশা দিয়ে জমি মাপা হয় তবে ওটা স্কেলের সাহায্য।
  • ৪৮৪০ বর্গগজ = ১ একর
  • ৪৩৫৬০ বর্গফুট= ১ একর
অর্থাৎ
  • ১ বিঘা জমি = ১৬১৩ বর্গগজ বা ১৪৫২০ বর্গফুট
  • ১ কাঠা = ৮০.১৬ বর্গগজ বা ৭২১.৪৬ বর্গফুট
  • ১ ছটাক = ৫.০১ বর্গগজ বা ৪৫.০৯ বর্গফুট বা ২০ গন্ডা
  • ১ বর্গমিটার = ১.১৯৬ বর্গগজ বা ১০.৭৬ বর্গফুট
এছাড়াও বিঘা, কাঠা, ছটাক, একরবাবার জন্য কিছু সূত্র রয়েছে সেগুলো নিচে দেওয়া হল-
  • ১ বিঘা = ২০ কাঠা বা ৩৩ শতাংশ,
  • ১কাঠা = ১৬ ছটাক বা ১.১৬৫ শতাংশ বা ১৬৫ অযুতাংশ,
  • ১ একর = ১০০ শতাংশ বা ৬০.৬ কাটা বা ৩.০৩ বিঘা
  • ১ ছটাক = ২০ গন্ডা

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যে তুলে ধরেছি জমি মাপার ডিজিটাল যন্ত্র সম্পর্কেজমি মাপার সহজ পদ্ধতি ও জমি মাপার সূত্র এবংফিতা দিয়ে জমি মাপার নিয়ম, জমির পরিমাপ হিসাব,জমির পরিমাপ শতাংশ হিসাব সব বিস্তারিত আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url