গলায় কাটা নামানোর দোয়া - বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায় কি জানুন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে গলায় কাটা নামানোর দোয়া ও বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায় গুলো তুলে ধরেছি। কারণ আমরা সকলেই মাছ পছন্দ করি এবং স্বাস্থ্যের জন্য এটি প্রয়োজন। কেন না মাছে রয়েছে আমিষ। তাই কাটার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দেয়া যাবে না।
এছাড়াও আরো তুলে ধরেছি গলায় কাটা নামানোর হোমিও ঔষধ,গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় ইত্যাদি সহ তুলে ধরেছি কেননা মাছ খেতে গেলে এই সমস্যা পড়ে যায় অনেকেই বিশেষ করে বাচ্চারা তাই ইসলামিক ভাবে দোয়া এবং উপায় গুলো অবলম্বন করে বিপদ মুক্ত হন। তাই আর্টিকেলটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি একটু হলে দেখে আসতে পারেন আশা করি কাজে লাগবে।
ভূমিকা
আমাদের স্বাস্থ্য ভালো রাখতে আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি আর খাবারের মধ্যে আমার এটি প্রচুর পরিমাণে আমিষ রয়েছে যা শরীরের পক্ষে খুবই উপকার। কিন্তু মাছ খেতে গেলে একটু সমস্যা সকলের হয়ে থাকে মাছের কাঁটা গলায় আটকে যায় অনেকেরই। মাছের কাঁটা নামানোর ঘরোয়া ও ডাক্তারের চিকিৎসা রয়েছে তাই নিজেকে ভালো রাখতে হলে এইটুকু জেনে রাখতে হবে।
গলায় কাটা নামানোর ঘরোয়া উপায়
গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় অনেক ভাবে রয়েছে। কিন্তু গলায় কাটা আপনার সাথে সাথে খাওয়ার টেবিলে বসেই এটা করতে পারেন। খুব সহজেই বেশিরভাগই কাঁটা ছুটে যায়। গলায় কাটা আটকালে চুপ করে বসে না থেকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। গলায় মাছের কাটা আটকালে আপনি ঢোক চিপেও শান্তি পাবেন না এবং ধীরে ধীরে ব্যথা হতে থাকবে।
তাই দ্রুত কাটা ছুটানোর ব্যবস্থা করতে হবে। প্রথম অবস্থায় ঘরোয়া ভাবে সাথে সাথেই আর যদি অনেক মারাত্মক হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। এক্ষেত্রে এলাপতি ডাক্তার আবার হোমিওপ্যাথিক ডাক্তার এর চিকিৎসা পাওয়া যায় আর ইসলামিক দৃষ্টিতে গলায় কাটা নামানোর দোয়া রয়েছে। আপনি মুসলমান হয়ে থাকলে আপনি সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করতে থাকবেন। এতে আল্লাহর রহমতে কাটা ছুটে যাবে গলা থেকে।
তাই আসুন আজকে গলায় কাঁটা নামানোর ঘরোয়া উপায় কি কি কি উপায়ের মাধ্যমে গলায় থেকে মাছের কাঁটা দূর করা যায়। অনেক সময় আমাদের মাছ খাওয়ার সময় হঠাৎ করে গলায় বেকাইদা জায়গায় আটকে গেল মাছের কাঁটা এক্ষেত্রে না হাত দিয়ে ছুটানো যাবে জায়গায় কাটা আটকে যায়। তাই আমাদের কিছু গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় জানতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
সাদা ভাতঃ ভাত খাওয়ার সময় হঠাৎ করে গলায় কাটা আটকে যায় এখন আপনি সঙ্গে সঙ্গেই গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন আর সেটি হচ্ছে সাদা ভাত আপনি খাবার মাঝে যদি গলায় মাছের কাটা আটকে যায় তখনই সাদা ভাত হাতের মধ্যে মুটি পাকিয়ে, এক মুঠ ভাত মুখে নিয়ে চাবিয়ে না খাইয়ে গিলে খাওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার গলা থেকে কাটা নেমে গেছে।
মুড়িঃ সাদা ভাত খেয়ে যদি গলার কাঁটা না নামে তাহলে গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় আরেকটি অবলম্বন করুন আর সেটি হচ্ছে মরি। ভাত খাওয়া শেষ করে বা ফ্রেশ হয়ে বাটিতে করে মুড়ি দিয়ে খেতে বসুন শুকনো মুড়ি বেশি করে মুখে দিয়ে নাচাবে গিলে খাওয়ার চেষ্টা করুন। এভাবে করে কিছুক্ষণ খেতে থাকলে মাছের কাঁটা গলা থেকে ছুটে যাবে।
পাকা কলাঃ আপনি একটি পাকা কলা কামড় দিয়ে বড় বড় করে নিয়ে গোটা গোটা গিলে খেতে পারেন। তাহলে কাটা নামার সম্ভাবনা অনেক।
শুকনো খাবার যে কোন জিনিস যেমন বিস্কুট, শক্ত পেয়ারা, আপেল ইত্যাদি শক্ত জিনিস খেতে পারে খেতে পারেন ।ধীরে ধীরে আপনার গলায় মাছের কাঁটা থেকে ছুটে যাবে।
বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায়
বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায়? গলায় কাটা নামানোর দোয়া পড়ুন। বাসাতে সমস্ত কাজ করতে তেমন কোন প্রবলেম হয় কিন্তু বাসাতে যখন ছোট বাচ্চা থাকে তখন তাদের সেবা যত্নের দিক দিয়ে কোন কিছুতেই সমস্যা হয় না একটি সমস্যা হয় মাত্র বাচ্চাকে খাবার খাওয়াতে গিয়ে অনেকটা ভয়ে থাকা লাগে কারণ বাচ্চাকে আমরা যখন মাছ খাওয়াই তখন ভয়ে থাকি বাচ্চার গলায় কাঁটা হানা নিয়ে। তাই বলে কি বাচ্চাদের মাছ খাওয়াবো না?
অবশ্যই খাওয়াবো এখন সময় এসেছে ইলিশ মাছের। তাই মাছের কাঁটা গলায় ফোটার ভয়ে বাচ্চাদের কখনোই খাওয়ানো বন্ধ করব না। কারণ মাছ রয়েছে প্রচুর পরিমাণ আমিষ। তবে তবে একটা জিনিস আমাদের অবশ্যই জেনে রাখতে হবে আগে গলায় কাটা নামানোর ঘরোয়া উপায়। কারণ মাছ খাওয়াতে গেলে কখনো কাঁটা গলায় আটকে যেতে পারে ধরে নিতে হবে, তাই পদ্ধতিটা আগে জেনে বাচ্চাদের মাছ খাওয়াতে হবে।
ডাক্তারের কাছে না গিয়ে কিভাবে সহজেই বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায় এর মাধ্যমে বাচ্চার গলা থেকে কাটা বের করতে পারি। এবং পাশাপাশি যদি কখনো গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় কাজ না হয় তাহলে বাচ্চাদের কি ওষুধ খাইয়ে কটা কাটানো মানুষ যায় এই বিষয়ে আজকের আর্টিকেলে জানব তাই আপনার বাচ্চাকে সুস্থ রাখতে এই বিষয়টি আপনাকে আগেই জেনে রাখতে হবে আসুন জেনে নেই বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায়।
আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা শুধু বাচ্চাদের গলায় কাঁটা আটকে যায় না এক্ষেত্রে বড়দেরও বাসের কাঁটা গলায় আটকে যায় তাই আর্টিকেলটি বড় ছোট উভয়ের জন্য। শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে বের করার উপায় জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কি করে বুঝবো যে শিশুর গলায় মাছের কাঁটা আটকেছে।
এমন কি কি লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আমরা অনায়াসে বুঝতে পারব শিশু গলায় কাটা আটকেছে। আমাদের বড়দের গলায় মাছের কাঁটা আটকে গেলে আমরা খুব সহজে বুঝতে পারি যে মাছের কাঁটা গলায় আটকেছে। ছোটদের ক্ষেত্রে এই সমস্যাটি বোঝা একটু কঠিন। তাই মাছের কাঁটা আটকে গেলে কি করব তা জানার আগে আমাদেরজানতে হবে কি কি লক্ষণ দেখে বুঝব আপনার সোনামনির গলায় কাঁটা ফুটেছে আসুন দেখে নিয়ে যাক।
- সর্বপ্রথম লক্ষণ আছে আপনি শিশুকে মাছ খাওয়াতে খাওয়াতে শিশু আর খেতে চাইবে না কান্নাকাটি শুরু করবে।
- বাচ্চা গলার দিকে বেশি ফোকাস দিছে সে বিষয়টি খেয়াল করতে হবে।
- মুখ থেকে হা করে কিছু একটা বমি করার চেষ্টা করছে।
- খক খক করে কাশি করার চেষ্টা করছে।
- বেশি বেশি মুখ দিয়ে লালা ফেলতে থাকবে।
- এবং শিশুর এভাবে করতে করতে গলা ব্যথা হয়ে যাবে তবু কান্না বন্ধ করবে না।
- শিশুর গলায় বড় কাটা ফুটলে কাশির সাথে সাথে রক্ত বের হতে পারে।
কাশির সাথে রক্ত এই ধরনের সমস্যা দেখা দিলে ফেলে রাখা চলবে না দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। তবে তার আগে ঘরোয়া ভাবে বাড়িতে একটু চেষ্টা করলে শিশুদের গলায় থেকে কাটা দূর করা যায়। অনেকেই মাছের কাঁটা গলায় আটকেলে কবিরাজি চিকিৎসা শুরু করে দেয়। তবে এইসব করে সময় নষ্ট না করাই ভালো। গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় জেনে টোটকা করে থাকুন তাহলে দেখবেন খুব সহজেই গলা থেকে মাছের কাঁটা বের হয়ে গেছে।
সাদা ভাতঃ সাদা ভাত আপনি সঙ্গে সঙ্গে একটুখানি নিয়ে হাত দিয়ে গালিয়ে নিয়ে গোল গোল বানিয়ে মুখে দিয়ে খাওয়াতে লাগুন। তবে খুব ছোট শিশু এভাবে খেতে পারবে না মোটামুটি তিন চার বছরে বেশি থেকে এভাবে খাওয়াতে পারবেন।
পাকা কলাঃ শিশু যখন কাশি দিতে শুরু করে তখন মুখের ভিতর থেকে এক ধরনের লালা বের হয় আর তখন পাকা কলা মুখেদিয়ে লালা ও পাকা কলা শিশু যখন একসাথে গিলবে তখন অনেক সময় কাটাটা চলে যেতে পারে। তবে এই পদ্ধতিটাও খুব ছোট শিশুদের ক্ষেত্রে হবে না।
লেবু ও লবণঃ লেবু ও লবণ সাথে মিশিয়ে শিশুকে খাওয়াতে লাগানো শিশুর গলাতে পৌঁছালে শিশুর গলার কাঁটা নেমে যেতে পারে।
অলিভ অয়েলঃ বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তাহলে শিশুকে চামচ অলিভ অয়েল খাইয়ে দিন। এতে খুব সহজেই মাছের কাঁটা গলা থেকে নেমে যায়
ভিনেগারঃ এক চামচ ভিনেগার নিলে হাফ চামচ পানি মিশিয়ে শিশুকে খাইয়ে দিন যার ফলে কাটা নেমে যাবে।
পাউরুটিঃ পাউরুটি পানিতে ভিজিয়ে তুলে নিয়ে বাচ্চাকে মুখে দিয়ে খাওয়াতে লাগুন এভাবে খেলে হয়তো কাটা নেমে যেতে পারে।
এতকিছু করার পরও যদি শিশুর গলা থেকে না নামে তাহলে শিশুকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে পারেন।হোমিওপ্যাথিক ঔষধ গলার কাটা খুব সহজেই নামিয়ে ফেলে। SILICEA 30একটি হোমিওপ্যাথিক ঔষধ এই ওষুধটি বাচ্চাকে খাওয়াতে পারেন তবে হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন যেহেতু শিশু বলে কথা।
গলায় কাটা নামানোর হোমিও ঔষধ
গলায় কাটা নামানোর দোয়া, বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায়? গলায় কাটা নামানোর হোমিও ঔষধ খুবই কার্যকরী। ছোট বড় সকলেরই মাছ খেতে গেলে কাটা বাধে কাঁটা না বাধার এমন কেউ নেই আমার মনে হয়। তাই কাটা বাধলে অনেকেই দ্রুত হোমিও ডাক্তারের কাছে চলে যায় গলা থেকে নামানোর জন্য।
তবে হোমিও ঔষধ বড় কোন কাটা বাধলে কিংবা কাটা পাতাল ভাবে আটকে গেলে এটা সম্ভব হয়ে ওঠেনা ডাক্তারের কাছেই যাওয়া লাগে কিংবা শক্ত কিছু খাওয়া লাগে এক্ষেত্রে নরম কোন খাবারে কিংবা ওষুধে যাবে না।কাটা যদি ছোট হালকা গলায় আটকে থাকে তাহলে সেটে ঘরোয়া উপায় মধ্যে দূর করতে পারেন আর যদি এই ঘরোয়া উপায় না জানেন তাহলে যদি হোমিওপ্যাথিক ওষুধে সারাতে চাইলে দেখে নিন।
শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে হালকা কাটা হলে হোমিও ওষুধ খাওয়াতে পারেন আর সেটি হচ্ছে Silicea 200
Anagallis A 30 এ দুটি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন তবে বড় কোন কাটা ফুটলে দ্রুত হসপিটালে চলে যান। তবে ডেন্টিস ডাক্তারের কাছে গেলে ভালো হয়।
গলায় কাটা নামানোর দোয়া
আমাদের ছোট বড় অনেকেরই গলায় কাঁটা হঠাৎ বেঁধে গেছে এক্ষেত্রে গলা থেকে কাটা নামানোর উপায় কিছু ঘরোয়া উপায় এর মাধ্যমে কাটা নামানো যায় আবার বেশি মারাত্মক হলে ডাক্তারের কাছে যায় তার উপায় গুলো অবলম্বন করার পাশাপাশি গলায় কাটা নামানোর দোয়া রয়েছে। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন।
গলায় কাটা নামানোর দোয়াটি হল-
- فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
উচ্চারণঃ “ফালাওলা ইজা বালাগাতিল হুলকুম।”
অর্থাৎ- অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠগত হয়। (সূরা আল ওয়াকিয়াহ্ আয়াত নাম্বার: ৮৩)
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক, এতক্ষণ ধৈর্য ধরে আর্টিকেলটি পড়ে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের আর্টিকেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সকলেই কোন না কোন দিন একটু হলেও সমস্যায় পড়ে যাই। সেটা হচ্ছে গলায় মাছের কাঁটা আটকে যাওয়া। গলায় কাটা নামানোর দোয়া এবং বাচ্চাদের গলায় কাটা নামানোর উপায় সহ আজকের আর্টিকেলে আলোচনা করেছি।
নিশ্চয়ই আর্টিকেলটি পড়ে আপনার উপকৃত হয়েছে পড়ে ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দিন। তারাও যেন এই সমস্যার ঘরোয়া সমাধান পায় আর নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কারণ এখানে নতুন নতুন তথ্য প্রতিনিয়ত পোস্ট করা হয়।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url