ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও ব্রয়লার মুরগির খাদ্য তৈরির উপাদান সমূহ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় সমূহ প্রশিক্ষণ এর মাধ্যমে জেনে মুরগির খামার তৈরি করলে দূরত্ব লাভবান হওয়া যাবে। তা না হলে এগুলো যদি খামারের পরিচর্যা সঠিক মত না হলে মুরগির ওজন দ্রুত বাড়বে না।
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট
এছাড়াও পাশাপাশি মুরগির জন্য ওষুধের দরকার তাই ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ব্রয়লার মুরগির ওজন না আসার কারন ও ব্রয়লার মুরগির খাদ্য তৈরির উপাদান সমূহ আজকের আর্টিকেলে দেওয়া রয়েছে আপনি চাইলে সম্পূর্ণটা নিতে পারেন।

ভূমিকা

আমাদের দেশে বয়লার মুরগি পালন করে অনেক ব্যবসায়ী লাভবান হচ্ছে এই দেখা দেখি অনেক বেকার যুবক এই উদ্যোগ নিয়েছে বয়লার মুরগির চাষ পদ্ধতি। এখানে সঠিক মত যদি পরিচর্যা করা যায় তাহলে দ্রুত লাভবান হবে বলে মনে করা হয়।

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়

বাংলাদেশের বয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় জানতে হবে। তা না হলে বয়লার মুরগি বসে আপনি লাভবান হতে পারবেন না। কারণ বয়লার মুরগি ওজন বৃদ্ধি করে বিক্রয় করার জন্য। ক্ষেত্রে মুরগির ওজন যদি বাড়াতে না পারে তাহলে দ্রুত লাভবান হওয়া যাবে না। তার জন্য আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে কোন খাবারে এবং কিভাবে মুরগির ওজন বৃদ্ধি করা যায় দ্রুত লাভবান হতে পারবেন।
বয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় তাই মানুষ ব্যবহার করে সেটা হচ্ছে বয়লার মুরগির ফিড খাইয়ে মুরগিকে দ্রুত ওজন বৃদ্ধি করে। ফিডের মধ্যে রয়েছে ক্যালোরি প্রোটিন যা মুরগিকে দ্রুত মোটা তাজা করে তুলে। এই জন্য দ্রুত মুরগি বেড়ে ওঠে এদের শক্তিশালী হয় না একবার রোগ আসলে একদম সবগুলো মুরগির একে একে রোগে আক্রান্ত হওয়া অতি সহজেই।
বয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় গুলোর মধ্যে  একটি উপায় ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট  ও আরএকটি উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটি হচ্ছে মুরগির খাঁচা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কারণ মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দ্রুত ওজন বেড়ে যায় এছাড়া খাবারের পাশাপাশি পশু ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ভিটামিন ও মিনারুল খাদ্য খাওয়াতে হবে।
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট অনুযায়ী মুরগির বাচ্চাকে খাওয়ানোর আগে শুরু থেকে সঠিকভাবে শেষ পর্যন্ত বয়লার মুরগির পরিচর্যা করতে হবে এবং বয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় গুলো হলো-
  • বয়লার মুরগির বাচ্চা থেকে পালন করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খামার।
  • খামারে আলো বাতাস বায়ু চলাচলের সুবিধা থাকতে হবে।
  • আমারে সুস্থ সবল মুরগির বাচ্চা আনতে হবে।
  • খামারে লিটার শুকনো থাকতে হবে।
  • লিটার ভিজে গেলে তা চেঞ্জ করতে হবে।
  • সময় মত ভ্যাকসিন প্রদান করতে হবে।
  • খামার থেকে মুরগি বিক্রি করার পর অন্তত তিনি ১৫ দিন গ্যাপ দিয়ে আবার পুনরায় মুরগির বাচ্চা রাখতে হবে।
এ ধরনের ব্যবস্থা নিতে পারলে মুরগির রোগ বালাই কম হবে আর রোগ বালাই কম হলে ওজন বৃদ্ধি পাবে ভালো। উপরের এই ব্যবস্থাগুলো করা থাকলে আপনার খাবারের মুরগির রোগ বালাই কম হবে। পাশাপাশি আপনাকে প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে আমিষ দানাদার যুক্ত খাবার খেতে দিতে হবে যেসব খাবারে মুরগির ভিটামিন ঘাটতে পূরণ হয় তাহলেই মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পাবে।

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট

বয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট অনুযায়ী মুরগির বয়স প্রথম দিন থেকে মুরগিকে খাওয়ানো শুরু করলে দ্রুত মুরগি বাড়তে থাকবে। তাই একজন খামারি ব্যক্তি যদি তার খামারে মুরগির বাচ্চার প্রথম দিন থেকে চাট অনুযায়ী খাওয়ায় তাহলে ওই মুরগি দ্রুত ওজন বাড়বে এবং দ্রুত বাজারজাত করতে পারে। নিচের তালিকায় মুরগির বাচ্চার বয়স শূন্য থেকে ৩০ দিনের ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট উল্লেখ করা হলো-
মুরগির বয়স( দিন) খাদ্য গ্রহণ( গ্রাম) দৈনিক ওজন বৃদ্ধি (গ্রাম)
১ম ১৮
২য় ১৭ ২১
৩য় ২০ ২৩
৪র্থ ২৩ ২৫
৫ম ২৬ ২৮
৬ষ্ঠ ২৯ ৩১
৭ম ৩৩ ৩৫
৮ম ৩৮ ৩৯
৯ম ৪২ ৪৩
১০ম ৪৭ ৪৬
১১ তম ৫৫ ৫০
১২ তম ৬০ ৫৫
১৩ তম ৬৫ ৫৮
১৪ তম ৭০ ৬৩
১৫ তম ৭৫ ৬৫
১৬ তম ৮০ ৬৮
১৭ তম ৮৫ ৭২
১৮ তম ৯০ ৭৭
১৯ তম ৯৫ ৮২
২০ তম ১০০ ৮৭
২১ তম ১০৫ ৯০
২২ তম ১১২ ৯৩
২৩ তম ১১৯ ৯৬
২৪ তম ১২৬ ৯৯
২৫ তম ১৩০ ১০২
২৬ তম ১৩৫ ১০৫
২৭ তম ১৪০ ১০৮
২৮ তম ১৪৫ ১১২
২৯ তম ১৫০ ১১৫
৩০ তম ১৫৫ ১১৮

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ

বয়লার মুরগির প্রথম দিন থেকে বাচ্চাদের যত্ন নিতে হবে। তা না হলে মুরগির বাচ্চা একবার রোগে ধরলে বাঁচানো কঠিন রয়েছে। ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট তৈরি করে খাওয়ানোর পাশাপাশি বয়লার মুরগির বয়স অনুযায়ী ঔষধ দিতে হবে। ছোট অবস্থায় বয়লার মুরগিকে একটু শুকনা খাবার দিতে হবে বয়লার মুরগির দ্রুত ওজন বাড়ানোর উপায় রয়েছে।।ওজন বৃদ্ধির জন্য ক্যালরিযুক্ত খাবার খাওয়াতে হবে। তবেই না দ্রুত বৃদ্ধি পাবে।

নিউ মাইশিনঃ বয়লার মুরগির বাচ্চা কিনে এনে বসে ওজন বৃদ্ধি করে বাজারে বিক্রি করে। তাই ওজন বৃদ্ধি করার জন্য নিউ মাইসিন ঔষধ খাওয়াতে পারেন। এটি একটি অ্যান্টিবায়োটিক।

অ্যান্ড্রফ্রক্সিনঃ মুরগির ঔষধ হিসেবে Andro floxin ঔষধ খাবেন তাহলে দ্রুত মুরগী বড় হতে শুরু করবে। তবে ওষুধ খাওয়ানোর যুক্ত খাবার নিয়ম করে

খাবারের পাশাপাশি বয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ খাওয়াতে পারেন। তবে ভিটামিনযুক্ত তারা খাবার খাওয়ালে মুরগির দ্রুত বাড়বে এবং মুরগির রোগ বালাই কম হবে। শুধু ওষুধ নয় ওষুধ খাওয়ানোর পাশাপাশি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। সিজন অনুযায়ী আগে আগে ভ্যাকসিন দিয়ে নিতে হবে ।তাহলে রোগ আগে থেকেই প্রতিরোধ করতে পারবে।

বিটওপেনঃ তবে কোন কোন রোগ ভ্যাকসিনের কাজ তাই সে ক্ষেত্রে ওষুধ খাওয়াতে পারেন। যেমন মুরগির সর্দি কাশি কমাতে ভাতের সাথে মিশিয়ে খেতে দিন।সর্দি কাশির জন্য বিটওপেন ঔষধ খাওয়ান

ব্রয়লার মুরগির ঔষধের তালিকা

ব্রয়লার মুরগির খাদ্য তৈরির উপাদান সমূহ

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ব্রয়লার মুরগির খাদ্য তৈরির উপাদান সমূহ নিয়ে এসে বাড়িতে বসেই মুরগির খাদ্য তৈরি করতে পারেন।পুষ্টিকর উপাদান দিয়ে খাদ্য তৈরি করে মুরগি খেতে দিলে মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে। ওজন বাড়ানোর জন্য সুষম খাদ্য খেতে দিতে হবে সাথে পুষ্টিকর খাবার ফিড যুক্ত রাখতে হবে। মুরগিকে খেতে দিতে পারেন গম, ভুট্টা, ধান, চালের কুড়া,সয়াবিন মিল, ঝিনুক চূর্ণ,রাইস পালিশ পালিশ প্রোটিন জাতীয় খাদ্য ইত্যাদি খাবার।
নাম্বার পুষ্টি উপাদান খাদ্য উপকরণ
১ম শর্করা গম, গমের ভুসি, ভুট্টা, ধান, চাল, চালের কুড়াঁ, ইত্যাদি।
২য় আমিষ শুঁটকি মাছের গুঁড়া, তিলের খৈল, সরিষার খৈল, সয়াবিন মিল রক্তের গুঁড়া ইত্যাদি।
৩য় খনিজ পদার্থ , ঝিনুক খোসা চূর্ণ, হাঁড়ের গুঁড়া ডিমের খোসা, চুনা পাথর খাদ্য লবণ ইত্যাদি।
৪র্থ ভিটামিন শাকসবজি, ভিটামিন-মিনারেল প্রিমিক্স ইত্যাদি।
৫ম স্নেহ বিভিন্ন উদ্ভিজ তৈল যেমন : পাম তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল ইত্যাদি।
৬ষ্ঠ পানি পরিষ্কার বিশুদ্ধ জীবাণুমুক্ত পানি।

ব্রয়লার মুরগির ওজন না আসার কারন

বয়লার মুরগি আমাদের দেশে একটি মাংস বিক্রি করা হয় আর তার জন্য বয়লার মুরগিকে খেতে দিতে হবে পুষ্টিকর খাদ্য পুষ্টিকর সুষম খাদ্যের অভাবে বয়লার মুরগির ওজন সহজে বাড়তে চায় না মুরগিকে সঠিকভাবে খেতে দিতে হবে খাওয়ার মধ্যে বেড়ে উঠবে। সোনালি মুরগি বয়লার মুরগি এবং মাংস বৃদ্ধির উপা হিসেবে পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে।

তার আগে আপনাকে অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। মুরগির বাচ্চা কেনার সময় সুস্থ সবল বাচ্চাকে নিয়ে খামারে আনতে হবে। মুরগিকে রোগের সিজন আসলে তার আগেই ভ্যাকসিন প্রদান করতে হবে।এবং ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট অনুযায়ী মুরগির বাচ্চাকে খাওয়ানো শুরু করতে হবে। এই নিয়মগুলো ফলো করে  মুরগি পালন করলে বয়লার মুরগির ওজন না আসার কারণ দূর হবে।

আজকের শেষ কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় এবং ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ ও এর তালিকা সহ তুলে ধরেছি। আশা করি এখান থেকে একটু হলেও আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর্টিকেলটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিবেন।

আমাদের বেকারত্ব দূর করতে এ ধরনের বেকার যুবকেরা বয়লার মুরগির খামার তৈরি করে। তাই তাদের খামারে বয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট দেখে দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে সেই সুযোগ করে দিবেন।আর এমন ধরনের নিয়মিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে প্রতিনিয়ত সমস্যা এবং খামারের বিষয়ে উল্লেখকরা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url