নাকের পলিপাস হলে করনীয় কি - নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টকেলে আলোচনা করেছি আগের পলিপাস সম্পর্কে নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় এবং নাকের পলিপাস হলে করনীয় কি সবগুলো বিস্তারিত তুলে ধরেছি। নাকের পলিপাস কেন হয় আমাদের সকলেরই জানা দরকার।
এছাড়াও আমরা আরো কিছু আলোচনা করেছি ,নাকের পলিপাসের লক্ষণ, নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি আপনি চাইলে আর্টিকেলটি সম্পূর্ণ সুন্দরভাবে পড়ে আসতে পারেন।
ভূমিকা
নাকের পলিপাস ছোট বড় সকলেরই একটি সমস্যা। নাকের ভিতরে মাংসপেশি বেড়ে যায় নাক বন্ধ হয়ে যায়। এটি সাধারণত অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ দূর করা যায়। নাকের সর্দি লাগা থেকে দূরে থাকতে হয় তা নাহলে নিশ্বাস নিতে পারেনা।
নাকের পলিপাস কেন হয়
নাকের পলিপাস দুই ধরনের একটি হচ্ছে ইটময়রাল পলিপাস অন্যটি হচ্ছে এনট্রোকোনাল পলিপাস। ইটময়রাল পলিপাস এলার্জির কারণে হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় সর্দি, হাঁচি থেকেই শুরু হয়। একসময় সর্দি, হাঁচি যখন সংক্রমণের কারণ হয় সর্দিগুলো থেকে পুঁজ হয়ে আসতে থাকে, তখন এনট্রোকোনাল পলিপাস লক্ষণ দেখা যায়।
নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয়
নাকের পলিপাস হলে খুবই সমস্যা হয়ে থাকে। যেমন এ রোগটি যার হয় মাত্র সেই বুঝতে পারবে কি ধরনের কষ্টকর একটি রোগ। নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় ও নাকের পলিপাস হলে করনীয় কি এই সবগুলো আগে থেকে জেনে রাখা উচিত কারণ নাকের পলিপাস কারণ পলিপাসে হলে কি কি সমস্যা হয় যদি জানা না থাকে তাহলে ধরতে পারবো না। আসুন জেনে নেই নাকের পলিপ আসলে কি কি সমস্যা হয়।
- মাথা ব্যথা শুরু হয়। আবার যখন পলিপাস বড় হতে থাকে তখন মাথা ব্যথা চলে যায়।
- কপাল, নাক এবং আশেপাশের অংশগুলো চাপা চাপা ভাব সৃষ্টি হয় ব্যথা অনুভূতি হয়।
- কারো কারো গলার ভেতরে খুশখুস কাশি হতে থাকে।
- মাঝে মাঝে হঠাৎ করে গলার স্বর বদলে যায়।
- ঘন ঘন সর্দি হওয়া।
- একটু ধুলোবালি ঠান্ডা লাগলেই হাচিঁ হতে শুরু করে।
- নিশ্বাস নিতে কষ্ট হওয়ায়।
- মুখ দিয়ে শ্বাস নিতে থাকে। মাঝে মাঝে কানের ভিতর শোঁ শোঁ শব্দ করে।
- নাক থেকে ঘ্রাণ শক্তি হারিয়ে যায়।নাক থেকে কোন গন্ধও পাওয়া যায় না।
- ধীরে ধীরে দীর্ঘমেয়াদি রোগ ধারণ করে। সব সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে।
নাকের পলিপাস হলে করনীয় কি
ছোট বড় সকলেরি নাকের পলিপাস হয়ে থাকে। পলিপাস বড় হয়ে গেলে অস্ত্রপাচার করতে হয়। এটি দ্রুত সঠিক চিকিৎসা নিতে হয়। পলিপাস বড় না হওয়া পর্যন্ত অপারেশন করা যায় না। নাকের আশেপাশে সাইনোসাইট আছে যেগুলো নাক ও চোখের মাঝে ক্ষুদ্র স্থান রয়েছে যেখানে বেশ কয়েকটি ইথময়েড সাইনাস।
আর এখান থেকে পলিপাস তৈরি হয়। একসময় এটা বড় হতে হতে নাকের ভেতরের অংশে চলে যায়। আর তখন অস্ত্রপাচার করতে হয়। তাইনাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় ও নাকের পলিপাস হলে করনীয় কি এগুলো জেনে নিজেকে সেভ রাখতে হবে। প্রথম অবস্থায় যেসব কাজগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে-
সতর্কতা-
- কোন রকমের ধুলোবালি নাকের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না।
- ঠান্ডা লাগানো যাবে না। ঠান্ডা লাগলে সর্দি হবে আর সর্দি লাগলে নিঃশ্বাস আটকে যাবে।
- কোন ভাবেই যেন হাচিঁ না হয়, তার জন্য হাচিঁ না হওয়ার কাজ গুলো এড়িয়ে চলতে হবে।
- রোগ ধরা পড়ার সাথে সাথে স্প্রে ব্যবহার করতে হবে।
- সব সময় কাছে কাছে স্প্রে রাখতে হবে।
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের দ্বারা যদি ভালো না হয় তাহলে অস্ত্রপাচার করতে হবে।
- এলার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না।পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার চেষ্টা করতে হবে।
- ফ্রিজে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না।
সাধারণত নাকের পলিপাস হলে ওষুধের দ্বারা বা ঘরোয়া উপায়ে আপনারা যদি পলিপাস দূর করতে না পারেন সে ক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী অপারেশন করতে হবে। অপারেশন করলে নাকের পলিপাস চিরতরে দূর হয়ে যায়। তবে যদি একটু নাকের ভেতরে পলিপাসের শিকড় থেকে যায়, সেখান থেকে আবার নতুন করে এই পলিপাস ভিতরে তৈরি হতে থাকে। তাই এর শিকড় সহ উপরে ফেলতে হবে।
আপনি প্রাথমিক পর্যায়ে ঘরোয়া পদ্ধতি গুলো অবশ্যই অবলম্বন করবেন এবং তার পাশাপাশি ওষুধ সেবন করবেন। নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় জেনে নাকের পলিপাস দূর করার জন্য আশা করি প্রথম অবস্থায় থেকে চিকিৎসা দিতে শুরু করে দিবেন। আশা করি প্রথম থেকেই সচেতন থাকলে পলিপাস দূর করার জন্য একটু সহজে যায়।
নাকের পলিপাস এর লক্ষণ
নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় ও নাকের পলিপাস হলে করনীয় কি জানার পাশাপাশি আপনার নাকে পলিপাস এর লক্ষণ গুলো জানতে হবে। লক্ষণ গুলো যদি না জানেন তাহলে আপনার কোন ধরনের পলিপাস হয়েছে চিহ্নিত করতে পারবেন না। তার আগে বলে নেই পলিপাস দুই ধরনের পলিপাস একটি হচ্ছে ইটময়রাল পলিপাস আরেকটি হল এনট্রোকোনাল পলিপাস।
লক্ষণঃ
- ঘনঘন সর্দি লাগে
- নিশ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হয়।
- একটু ধুলাবালি কিংবা ঠান্ডা পেলেই হাঁচি শুরু হতে থাকে।
- সাথে সাথে সর্দি লেগে যায় নাক দিয়ে টপটপ করে পানি ঝরতে থাকে।
- অনেক সময় মাথা ব্যথা করে। পলিপাস বড় হওয়ার সাথে সাথে মাথা ব্যথা কমে যায়।
- নাকের ভেতরে সর্দি আটকে যাওয়ার মত হয়ে যায় মুখ দিয়ে শ্বাস নিতে হয়।
- ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যায়।
- এলার্জি বেড়ে গেলে নাকি সর্দি লেগে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
এনট্রোকোনাল পলিপাস নাকের ভেতরের পেছনের দিকে গিয়ে গলায় বড় ধরনের নাকের ভিতরের অংশ বন্ধ করে দেয়। আরে তখন থেকেই নিশ্বাস নিতে কষ্ট হয়। ইটময়রাল পলিপাস এটি নাকের ভেতরে দুই দিকেই হয়ে থাকে আস্তে আস্তে বড় হয়ে নাকের ভেতরের আকৃতি বন্ধ করে দেয় তখন থেকে শ্বাস নিতে কষ্ট হয় আবার ইটমাইরাল পলিপাস নাকের ভেতরে দুই দিকে অনেকগুলো হতে পারে।
নাকের পলিপাস এর হোমিও ঔষধ
নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় জেনে থাকেন, তাহলে আপনি অতি সহজেই ধরতে পারবেন আপনার নাকে পলিপাস হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে থেকে নাকের পলিপাস এর হোমিও ঔষধ খেলে অনেক সময় নাকের পলিপাস দূর করা সম্ভব হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচার করতে হয় তার কারণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় কেউ ধরতে পারেনা।
নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
অনেক মানুষ চিকিৎসার অভাবে সহজ ও অল্প খরচেই রোগ সারানোর চিন্তা ভাবনা করে। সে ক্ষেত্রে ঘরোয়া উপায় গুলো খুঁজে বেড়ায়। নাকের পলিপাস হলে অনেক কষ্টকর ভোগান্তি হয়। আমরা আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানব নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা ও নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো সম্পর্কে।
নাকের পলিপাস দূর করতে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন। আমাদের দৈনন্দিন খাবারের তালিকা চেঞ্জ করতে হবে পাশাপাশি যেসব খাবারগুলো উপকৃত সেই সব খাবার খেতে হবে এবং স্বাস্থ্যের জন্য ভালো রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে এই সবগুলোই ঘরোয়া পদ্ধতিতে করা হয়। আসুন জেনে নেই ঘরোয়া পদ্ধতি গুলো।
আদাঃ আদা পলিপাসের জন্য ভালো করার জন্য খুবই উপকারী। যাদের নাকে পলিপাস হয়েছে তারা এ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনি আদা রস করে খেতে পারেন এতে করে পলিপাস দূর হওয়ার ক্ষেত্রে একটু হলেও উপকৃত হয়।
হলুদঃ গবেষণায় দেখা গেছে যে পলিপাসের সব সংক্রমণ কমাতে হলুদ ব্যবহার করা হয় তাই ঘরোয়া পদ্ধতিতে হলুদ রাখুন। হলুদের মধ্যে থাকে অধিক পরিমাণে অ্যান্টিপেমেন্টারি উপাদান। যা শরীরের ভেতরে বিভিন্ন ধরনের সংক্রমণজনিত রোগ দূর করতে সাহায্য করে।
রসুনঃ রসুন প্রায় সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করে। তাই আপনার ঘরোয়া পদ্ধতিতে রসুন ব্যবহার করুন। কারন রসুন ঠান্ডা জনিত রোগ থেকে রক্ষা করে তাই পলিপাসের জন্য খুবই উপকারী।কারণ পলিপাস ঠান্ডা জনিত থেকে বেশি হয়। তাই রসুন ঠান্ডা এরাতে সাহায্য করে।
ব্যায়ামঃ নাকের পলিপাস দূর করার জন্য ঘরোয়া পদ্ধতিতে ব্যায়াম করতে পারেন। এতে করে নিঃশ্বাস নেওয়া সুবিধা হবে।
ঠান্ডাযুক্ত খাবারঃ ঠান্ডা যুক্ত খাবার পরিহার করতে হবে। কোনভাবেই ঠান্ডা সর্দি লাগানো যাবে না। পলিপাস হলে ঘন ঘন সর্দি লাগে এবং নাক বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
এলার্জি যুক্ত খাবারঃ এলার্জিযুক্ত খাবার বাদ দিতে হবে। এলার্জিযুক্ত খাবার হলে সেসব খাবার বাদ রাখুন কেননা এলার্জি থেকে হাচিঁ সর্দি শুরু হয়। আর তখনই নাকের ভিতরে আটকে যায় শ্বাস নেয়া কষ্ট হয়।
পানি খানঃ শরীরে পানি আদ্রতা বজায় রাখে তাই প্রচুর পরিমাণ পানি খান শরীর সুস্থ রাখুন।
চা খানঃ চায়ের সাথে আদা রং মিশিয়ে এবং সাথে লেবু দিয়ে বেশি করে খেতে পারেন।
কুসুম গরম পানিঃ পলিপাস হলে ঘনঘন সর্দি লাগে গলা ব্যাথা হয় এক্ষেত্রে কুসুম গরম পানির সাথে ভিনেগার মিশিয়ে প্রতিদিন অন্তত তিনবার খান।
নাকের পলিপাস দূর করতে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে না গিয়ে ধরা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম অবস্থায় ঘরোয়া পদ্ধতি গুলো ব্যবহার করলে এবং নিয়ম মেনে চললে অবশ্যই পালিপাস মুক্ত করা যায়। এক্ষেত্রে পলিপাস দিন দিন বেড়ে গেলে একটা সময় আপনাকে নাকের ভিতর অস্ত্রপাচার করতে হবে আর ওই সময়ে অস্ত্র পাচার ছাড়া কোন ওষুধ কাজে লাগবে না।
বিনা অপারেশনে নাকের পলিপাস চিকিৎসা
পলিপাস দুই ধরনের আর এই পলিপাস কয়েক ধরনের অপারেশন করা যায়। যেমন বিনা অপারেশনে নাকের পলিপাস চিকিৎসা করা যায়। প্রথম অবস্থায় এটি নাকের ভিতর মটর দানার মত ধীরে ধীরে যখন বড় হয়ে যায় আর তখন পলিপাস ফেলে দেওয়া ছাড়া কোন রাস্তা নেই। এ রোগটি অনেক সময় বংশানুক্রমিকভাবে হয়ে থাকে।
তাই নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় জেনে প্রাথমিক পর্যায় থেকে ঘরোয়া ভাবে এবং কিছু সতর্কতা অবলম্বন মেনে চলে পলিপাস বিনামূল্যে দূর করা যায়। এতে কোন রকম অপারেশন ছাড়াই তাই বিনা অপারেশনে নাকের পলিপাস চিকিৎসা করাতে চাইলে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন এবং সমস্যাগুলো চিহ্নিত করুন।
আজকের শেষ কথা
প্রিয় পাঠক, আর্টিকেলটি এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলের মধ্যে আজকের নাকের পলিপাস সম্পর্কে নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় এবং নাকের পলিপাস হলে করনীয় কি বিষয়গুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আর্টিকেলটি পড়ে অনেক কিছু জানতে পেরেছেন এবং ভালো লেগে থাকে তাহলে, অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিন।
তারা যেন আর্টিকেলটি পড়ে নাকের পলিপাসের ঘরোয়া উপায় গুলো জানতে পারে।এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এখানে নিয়মিত সমস্যার সমাধান তুলে ধরা হয়।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url