মাংসের ঝোলের দাগ তোলার কয়েকটি উপায় সর্ম্পকে জানুন



আসসালামু আলাইকুম প্রিয় পাঠ, আজকের আর্টিকেলে এক কালার কিংবা সাদা কাপড়ে রঙ ভরলে সেই রং কিভাবে তুলবে তার উপায় গুলো আলোচনা করা হয়েছে। আমাদের অনেক সময় বেখেয়ালের কারণে মাংসের ঝোলের দাগ ভরে যায়। তাই মাংসের ঝোলের দাগ তোলার উপায় এগুলো তুলে ধরেছি।
মাংসের ঝোলের দাগ তোলার কয়েকটি উপায় সর্ম্পকে জানুন
এছাড়াও কাপড় থেকে মরিচা দাগ তোলার উপায়, সাদা কাপড়ে লালচে দাগ তোলার উপায়, কাপড়ের চায়ের দাগ তোলার উপায়, বোরকা থেকে তেলের দাগ তোলার উপায় সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার কাপড়ে এ ধরনের কোন দাগ তুলতে চাইলে, এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন।

ভূমিকা

সাদা কাপড়ের রং লাগলে সেটা সবার আগে চোখে পড়ে। কাপড়ের এই রং তুলতে গেলে কাপড় অনেকটা দুর্বল হয়ে যায়, ঘুষতে গেলে অনেক সময় ছিরেও যায় তবুও রং ওঠে না। তাই রং তুলতে হলে কিছু কেমিক্যালযুক্ত ব্যবহার করে রং তুলতে হবে তাহলেই হয়তো একটু হলেও সম্ভব হবে।

মাংসের ঝোলের দাগ তোলার উপায়

মাংসের ঝোলের দাগ তোলার উপায় কি আসুন আজকের আর্টিকেলে জেনে নেই ।আমরা অনেক সময় খেতে বসে মাংসের ঝোল খাবারের থেকে সাদা কাপড়ে পড়ে থাকে। কিংবা কোন দাওয়াতের বাড়িতে ভালো কাপড় পড়ে যাওয়া হয় সেখানে খাওয়ার সময় হুট করে কাপড়ে মাংসের ঝোল পড়ে গেল, এখন উপায়? মাংসের ঝোলের দাগ লেগে থাকলে কাপড়টা দেখতে খারাপ লাগবে।
ঘরোয়াভাবে মাংসের ঝোলের দাগ তোলার উপায় কি জানুন। ঘরোয়া উপায় কিভাবে মাংসের ঝোলের দাগ তুলবো। আসুন যে এই ঘরোয়া উপায় গুলো কি কি কিভাবে এই মাংসের ঝোলের দাগ দূর করা যায় তা জেনে নেই।

ঘরোয়াভাবে মাংসের ঝোলের দাগ তোলার উপায়

বিয়ে বাড়িতে সেজেগুজে খেতে গিয়ে দামি পোশাকে মাংসের ঝোল পড়ে নষ্ট হয়ে গেল। এটা দেখে মন খারাপ হওয়ারই কথা। কাপড় যে কালারি হোক মাংসের ঝোল পড়লে তা দেখা যায়।তবে মন খারাপ করার কোন কারণ নেই আমরা ঘরোয়াভাবে সেই মাংসের ঝোলের দাগ তোলার উপায় খুঁজে বের করব।আসুন দেখে নেই ঘরোয়া উপায়।

আপনি প্রথমে পানি দিয়ে ধুয়ে নিবেন পানি দিয়ে ধোয়ার পর ডলাডলি করবেন না কারণ ডলাডলি করলে ঝোল চারিদিকে ছড়িয়ে পড়বে আরো বেশি কালার হয়ে যাবে। কুসুম গরম পানি হলে ঝোলের ভাব ওইটা উঠে যাবে।

ভিনেগারঃ এরপরে আপনি সাথে ভিনেগার থাকলে তাহলে আপনি যেটা করবেন পোশাকে যেটুকু অংশ ঝোল পড়েছে ওইটুকু অংশ ভালো করে মাখিয়ে হাতের আঙ্গুল দিয়ে দাগের উপর ঘষুন, তাহলে উঠে যাবে।

বেকিং সোডাঃ আর যদি ভিনেগার না থাকলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বিকল্প পদ্ধতি হিসেবে। বেকিং সোডা দিয়ে যে কোন দাগ দূর করা যায়। সারা রাত রেখে দিন এরপর সকালে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

লেবুরস ও টুথপেস্টঃ লেবু ও টুথপেস্ট দিয়ে ঝোলের দাগ তুলতে পারেন এক্ষেত্রে আগে লেবু রস যেখানে ঝোল ভরেছে, সেখানে ভালো করে রস ভরিয়ে নিন। এরপর কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। তারপরে টুথপেস্ট লাগিয়ে রেখে দিন সারারাত সকালে তুলে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে।

গ্লিসারিনঃ গ্লিসারিন কাপড়ের দাগ দূর করার জন্য খুবই উপকারী। যে স্থানে রং হয়েছে সেখানে গিলিসারিন লাগিয়ে এক ঘন্টার মধ্যে রেখে দিন এবং শুকিয়ে গেলে তারপর ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

বোরকা থেকে তেলের দাগ তোলার উপায়

মাংসের ঝোলের দাগ তোলার উপায় জানার পাশাপাশি এটাও জেনে রাখুন বোরকা থেকে তেলের দাগ তোলার উপায়। কারণ আমরা অনেকেই মুসলমানর মহিলারা বোরকা পড়ে থাকে। আর মহিলারা আমরা বাজার করতে গেলে হয়তো বাজারের সাথে তেল কিনলে কিংবা যেকোনো কারণে বোরকা তে তেল লেগে গেল এখন উপায় কি করবেন? আসুন জেনে নেই।

ঘরোয়া ভাবে বোরকা থাকে তেলের দাগ তোলার উপায়

ভিনেগারঃ বোরখা তেল ভরা অংশে এবং যেখানে তেল ভরেছে সেই জায়গায় ভিনেগার ঢেলে রেখে দিন কিছুক্ষণ পরে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।

কুসুম গরম পানিঃ তাছাড়া বোরকাতে তেল তোলার একটি উপায় হচ্ছে কুসুম গরম পানিকেটে দিলে তেল অনেকটা উঠে যাবে।

ডিটারজেন্ট পাউডারঃ ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ এরপর ভালো করে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে।

শ্যাম্পুঃ বোরকা তে যে অংশে তেল ভরেছে সেই অংশে একটুখানি শ্যাম্পু নিয়ে ভালোভাবে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন দেখবেন তেল উঠে গেছে।

টুথপেস্টঃ তেল ভরা অংশে টুথপেস্ট লাগিয়ে রাখুন এরপর কিছুক্ষণ পর ভালো করে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন বোরকা।

কাপড়ের দাগ তোলার কেমিক্যাল

কাপড়ের দাগ তোলার কেমিক্যাল
মাংসের ঝোলের দাগ তোলার উপায় কি? আমাদের কাছ থেকে অনেক সময় বেখেয়ালি ভাবে কাপড়ে মাংসের ঝোল কিংবা অন্য তরকারি ঝোল লেগে গেছে এতে তরকারিতে থাকা হলুদ মরিচের ও তেলের সব রং কাপড়ে লেগে যায় এ থেকে উঠতে চায় না এবং দামি দামি কাপড়ের এরকম সমস্যা হলে মন খারাপ হওয়ারই কথা। কাপড়ের দাগ তোলার ক্যামিকেল নিশ্চয়ই আছে সেগুলো ব্যবহার করতে পারেন।
  • গ্লিসারিন
  • ভিনেগার
  • টুথপেস্ট
  • ডিটারজেন্ট পাউডার

সাদা কাপড়ের লালচে দাগ তোলার উপায়

মাংসের ঝোলের দাগ তোলার উপায় জানার পাশাপাশি আজকের আর্টিকেলে আরো জানুন সাদা কাপড়ের লালচে দাগ তোলার উপায় । অনেক সময় আমরা সাদা ধবধবে কাপড়ের অনেক পুরাতন হয়ে গেলে আর আগের মতো ধবধবে হয় না। যতই ধোয়া যায় তবু লালচে ভাব থেকে যায়। আসুন আমরা জেনে নেই কিভাবে সাদা পুরাতন কাপড়ের লালচে দাগ দূর করা যায়।

প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাপড়টি ব্যবহারের পর ঘাম সহ শুকিয়ে নিতে হবে। এরপর ধোয়ার জন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে নিতে হবে। এবং কাপড়টি ওই পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখুন। কখনোই অন্য কাপড়ের সাথে মিশাবেন না। কাপড়টি অনেকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন এবং ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন।

কাপড় থেকে মরিচার দাগ তোলার উপায়

আমরা অনেক সময় দেখি কাপড়ে মরিচা দাগ পড়ে গেছে। এটি হয়তো যেখানে কাপড়টি ভেজা অবস্থায় রাখা হয়েছে সেখান থেকে কাপড়ে মরিচা পড়েছে বিশেষ করে মরিচাপরা লোহার তারগুলোতে সাদা কাপড় শুকাতে দিলে দাগ লেগে যায়। এক্ষেত্রে এই দাগ তুলতে নিজেটি ব্যবহার করবেন তা হলো ভিনেগার বা লেবুর রস।

আপনাকে প্রথমে কাপড়টি টানটান করে পেড়ে নিতে হবে। এরপর একটি ছোট বাটিতে ভিনেগার অথবা লেবুর রস নিন তার সাথে লবণ নিয়ে মিশাতে থাকুন পেস্ট বানানো হয়ে গেলে মরিচের দাগের উপর লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ পর ওটি সাবান দিয়ে ধুয়ে ফেলুন এতে মরিচাক উঠে যাবে।

কাপড় থেকে হলুদের দাগ তোলার উপায়

কাপড় থেকে হলুদের দাগ তোলার উপায়
মাংসের ঝোলের দাগ তোলার উপায় জানার পাশাপাশি কাপড় থেকে হলুদের দাগ তোলার উপায় জানুন। অনেক সময় রান্না করতে গেলে রান্না করা হলুদ কাপড় লেগে যায় এবং কালার অন্যরকম হয়ে যায়। ওটাই চোখে ধরে আগে। এসব দাগ দূর করার জন্য চিন্তিত হয়ে পড়ি কিভাবে দাগটি দূর করা যায়। আসুন জেনে নেই কিভাবে হলুদ দাগ দূর করা যায়।

কাপড়ের হলুদ দাগ দূর করার জন্য প্রথমে আপনাকে লেবু ঘষে নিতে হবে। এবং কিছুক্ষণ দেখে সুখে নিন। এরপর ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন কিংবা টুথপেস্ট দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন উঠে যাবে।

কাপড়ে চায়ের দাগ তোলার উপায়

আমাদের অনেক সময় বেখেয়ালী ভাবে চা খেতে গেলে দেখা যায়, ধাক্কা লেগে হয়তো কিংবা কোন কারনেই তার থেকে কাপড়ে চা পড়ে গেছে। এতে করে চায়ের লিগার সঙ্গে সঙ্গে কাপড়ে চুষে নিবেএবং দাগ হয়ে যাবে। এই দাগ সাথে সাথে না তুললে কাপড় থেকে আর উঠতে চায় না।সঙ্গে সঙ্গে দাগ তোলার ব্যবস্থা করতে হবে।
  • যে জায়গায় চা পড়ে গেছে সেখানে লেবুর রস ঘষে ধুয়ে নিয়ে এরপর টুথপেস্ট লাগিয়ে দিন। কিছুক্ষণ দেখে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন দেখুন এভাবে উঠে যাবে।
  • এছাড়া ভিনেগার দিয়ে কিছুক্ষণ হালকা ভাবে ঘষে নিন দেখবেন চায়ের দাগ উঠে গেছে।
  • বেকিং সোডা কাপড়ের চায়ের রং লাগা জায়গায় ভালো করে লাগিয়ে রাখুন এরপর কিছুক্ষণ রেখে দিয়ে বসে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে।

আজকের শেষ কথা

প্রিয় পাঠক, এর আর্টিকেলে কাপড়ে দাগ তোলার উপায় যেমন কাপড় থেকে মাংসের ঝোলের দাগ তোলার উপায় সমূহ আলোচনা করা হয়েছে। আপনার কাপড়ে এ ধরনের কোন দাগ থেকে থাকলে আর্টিকেলে থেকে জানা পদ্ধতি গুলো অবলম্বন করলে আপনার কাপড়ের বিভিন্ন দাগ তুলতে সক্ষম হবেন।

আর্টিকেলটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিন। তারাও যেন এই সমস্যার সমাধান নিতে পারে। এছাড়া এই ওয়েবসাইটটি ফলো দিন কারণ এই ওয়েবসাইটে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয় এবং নতুন কিছু জ্ঞানমূলক তথ্য পোস্ট করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url