ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 এবং ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি কারন মানুষ এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সবকিছুই সংগ্রহ করার চেষ্টা করি। জীবনটা ট্রেনের টিকিট কাটা অনলাইনে।
এছাড়াও মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং টেনের অগ্রিম টিকিট কাটার সময় ২০২৪ এবং ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চান, তাহলে ওয়েবসাইটটি আপনার জন্য ধৈর্য ধরে পড়লে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ।
ভূমিকা
বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ হাসিল করতে চায়। বর্তমান বিশ্ব এখন হাতের মধ্যেই এনে দিয়েছে তথ্য প্রযুক্তি। সময় বাঁচিয়ে খুব কম খরচে কম সময়ে কাজ হাসিল করা ঘরে বসেই একটি বুদ্ধিমানের কাজ। ঘরে বসেই অগ্রিম টিকিট সংগ্রহ করা কোন কোন লাইনে না দাঁড়িয়ে।
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 এখন ঘরে বসেই যে কোন টিকিট কাটা গেছে কাউন্টারে গিয়েই। তার জন্য আপনাকে শুধু থাকতে হবে একটি এন্ড্রয়েড ফোন ও ইন্টারনেট কানেকশন, তাহলেই সব সমাধান এখানে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ দিন দিন এর চাহিদা বেড়ে চলেছে। যতদিন যাচ্ছে তত কালকে সহজ করে দিচ্ছে, সময় কমিয়ে আনছে যে কোন কাজে হয়রানির শিকার হচ্ছে না মানুষ।
একটু বুদ্ধি মেধা খাটিয়ে কাজ করলেই সব কাজ সহজের মধ্যে হয়ে যাচ্ছে। বর্তমানে ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে যেতে হচ্ছে না ঘরে বসেই টিকিট ওয়েবসাইটে গিয়ে লগইন করে সহজে সংগ্রহ করে ফেলছেন টিকিট। আসুন দেখে নেই, টিকিট কাটার নিয়ম কিভাবে-
আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের কিংবা ল্যাপটপের গুগল ব্রাউজারে যেতে হবে। সার্চবারে গিয়ে ই টিকিট রেলওয়ে লিখলে আপনার সামনে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েব সাইটের ভিতরে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ে লিংকে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ আসবে সেখানে লগইন করতে বলবে। যদি আপনার আগে থেকে লগইন করা থাকে তাহলে তো সরাসরি টিকিট কাউন্টার পেজে নিয়ে যাবে চলুন দেখে লগইন করার নিয়ম।
আপনাকে নাম্বার দিতে হবে ইমেইল দিতে হবে এনআইডি নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখ কোথায় আপনার ঠিকানা লগইন করে নিবেন সমস্ত ইনফরমেশন দেয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যাবে। লগইন করা হয়ে গেলে আপনার সামনে বাংলাদেশ রেলওয়ের একটি ফর্ম চলে আসবে। সে সময় দেওয়া থাকবে ফ্রম স্টেশন হচ্ছে আপনি যেখান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম, টু স্টেশন হচ্ছে আপনার গন্তব্য স্থান সেই স্টেশনের নাম। এরপর দেওয়া থাকবে তারিখ অর্থাৎ আপনি যত তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেই তারিখ ওখানে উল্লেখ করতে হবে।
এরপর থাকবে চুজ ক্লাসসেখানে আপনাকে আপনি যে চেয়ারে বসবেন ওই চেয়ার উল্লেখ থাকবে মনে করুন SHOVAN, S-CHAIRইত্যাদি অনেকগুলো উল্লেখ থাকবে।আপনি দেখি আরে বসতে চান সেই শেয়ার এ ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে।
এরপর সার্চ টেন লেখা আছে সেখানে ক্লিক করে দেখবেন আপনি যেদিন ভ্রমণ করবেন ওইদিনের যতগুলো ট্রেন যাবে ততগুলো ট্রেন এর নাম লেখা থাকবে এবং সময় উল্লেখ করা থাকবে। এখন আপনি যে ট্রেনে যাবেনে সেই ট্রেনের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনি যেই S-CHAIR আরো অনেকগুলো চেয়ার সামনে দেখতে পাবেন। আবার যদি সেই চেয়ার গুলাব বুকিং হয়ে যায় হবে না ধরুন আপনি SHOVAN, চেয়ারে যাবেন কিন্তু সে চেয়ার ফাঁকা নেই এরপরে থাকবে অন্য চেয়ারের নাম। এবং কত টাকা টিকিটের মূল্য সেটি লেখা থাকবে। আপনি কেনার জন্য BOOK NOW অপশন দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন।
এরপর আপনাকে অন্য একটি পেজের মধ্যে নিয়ে লগইন করার জন্য পেজ আসবে সেখানে আপনার যে নাম্বার দিয়ে লগইন করা হয়েছে সে নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে পারবেন। লগইন করা হয়ে গেলে আপনাকে চেয়ার গুলো শো করবে যেই বগিতে যাবেন সেই বগি সিলেক্ট করতে হবে।
তার জন্য আপনাকে Select Coach আপনি নিচে বগীর নাম লেখা আছে সেখানে একটি বার চিহ্ন দেওয়া আছে সেখানে ক্লিক করলে দেখতে পাবেন ট্রেনের বগির নাম এবং কোন বগিতে কতগুলো সিট ফাঁকা আছে সেখানে উল্লেখ করা থাকবে। আপনি যে বগিতে যাবেন সেই বগির কতটি সিট ফাঁকা আছে দেখে সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর আপনার সামনে সিটগুলো চলে আসবে যে সিটগুলো সাদা ফাঁকা রয়েছে ওইগুলোই ফাকা সিট এবং ওখান থেকে যেকোনো একটি বাছাই করে নিতে পারেন এবং সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে সিট নীল কালার হয়ে যাবে। এরপর নিচের দিকে উল্লেখ থাকবে কত টাকা এবং তার নিচে একটি অপশন থাকবে কন্টিনিউ পারচেস সেখানে ক্লিক করলে আপনার যে নাম্বারে লগইন করা আছে ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওখানে বসিয়ে দিয়ে আপনার সামনে চলে আসবে পেমেন্ট করার অপশন।
পেমেন্ট করার জন্য আপনি যার মাধ্যমে পেমেন্ট করবেন যেমন বিকাশ নগদ ডাচ-বাংলা সেই অপশনটি ক্লিক করে টাকা পেমেন্ট করবেন তাহলে আপনার কাছে একটি টিকিট কাটার ফর্ম চলে আসবে এবং সেটি ডাউনলোড করে নিবেন অথবা আপনার জিমেইলে গিয়ে জমা হবে। আপনি চাইলে একটি স্ক্রিনশট দিয়ে ফর্মটি রেখে দিবেন। অনেক সময় জিমেইলে যেতে সময় লাগে নেট প্রবলেম এর কারনে দেরি হয়। এবং ট্রেনের মধ্যে টিটি চেকিং গার্ডে আসবে তখন আপনার মোবাইল থেকে ফর্মটি দেখাবেন।
মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং কম্পিউটার থেকে তিন দিনের টিকিট কাটার নিয়ম একই রকমের। আপনি কম্পিউটারে বা মোবাইলে একই নিয়মে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঠিক একই ভাবে প্রথমে আপনাকে google ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে ই টিকিট লিখে সার্চ করবেন।
আপনার সামনে প্রথমে যেই বাংলাদেশ রেলওয়ে ওয়েব সাইটে আসবে সেখানে আপনাকে লগইন করে নিতে হবে লগইন করা হয়ে গেলে রেজিস্ট্রার সময় গিয়ে রেজিস্টার করার জন্য যেসব পেজ আসবে ওইসব পেজগুলো আপনি যে যেখান থেকে ট্রেনে উঠবেন এবং যেখানে গিয়ে নামবেন সেই স্থানের নাম এবং আপনার যাত্রা দিন তারিখ উল্লেখ করে দেবেন।
এরপরে যেই চেয়ারে আপনি যাবেন সেই শেয়ার উল্লেখ করার পরে ট্রেন সার্চ দিতে হবে। ট্রেন ছাড়ছে দেয়ার পরে আপনার সামনে যে সবগুলো ট্রেন আসবে সেগুলোর সময় এবং সিট নাম্বার উল্লেখ থাকবে কতগুলো সিট ফাঁকা আছে। এরপর আপনাকে ফোনে আবারও লগইন অপশনে নিয়ে যেতে পারে সেখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন কমপ্লিট করবেন।
এরপরে ঠিক একই ভাবে বগি চয়েস করতে হবে এবং চেয়ার চয়েজ করার পর কন্টিনিউ পারচেস অপশনে গিয়ে ক্লিক করলে ভেরিফাই করার জন্য কোন নাম্বার আসবে কোড নাম্বার বসিয়ে দিয়ে আপনি যেই যার মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেখানে ক্লিক করা লাগবে ক্লিক করে বিকাশ নগদ ডাচ বাংলা যেটি খোলা থাকবে তার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার বসিয়ে দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে দিলে টাকা পেমেন্ট হয়ে যাবে।
ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময় ২০২৪
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 বর্তমান সময়ে এখন ঘরে বসেই সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। দূর-দূরান্ত সময় নিয়ে টাকা খরচ করে গিয়ে করা বাদ দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করছি। যেমন ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময় ২০২৪ সালে ঘরে বসেই ট্রেনের টিকিট অগ্রিম কেটে নিচ্ছে। তার জন্য কোন সময়ের প্রয়োজন হচ্ছে না আপনি যখন তখন সকাল বিকাল দুপুর রাত যখন ইচ্ছা ঘরে বসে পাঁচ মিনিটের মধ্যে টিকিট সংগ্রহ করতে পারছেন।
আপনি আপনি যেদিন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই দিন টিকিট কাটার জন্য আপনি ৫/৭ দিন আগে থেকেই ইচ্ছা করলে টিকিট সংগ্রহ করে রাখতে পারেন এতে আপনাকে স্টেশনে যাওয়া লাগবেনা ঘরে বসেই ঠিকই সংগ্রহ করতে পারবেন। টিকিট কাটার জন্য নির্দিষ্ট কোন সময় লাগবে না অনলাইনে ঘরে বসেই যে কোন সময় টিকিট সংগ্রহ করবেন।
ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 জানার জন্য আপনার অবশ্যই প্রয়োজন পড়বে ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪ তার জন্য আপনাকে অ্যাপস ডাউনলোড দিতে হবে। বাংলাদেশ রেলওয়ে অ্যাপস যেটা রেল সেবা অ্যাপ। app ডাউনলোড থাকলে আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করতে হয় না বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার লিংক এর জন্য। সহজেই রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইট
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে চাইলে, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ রেলওয়ে লিংক এর ভিতরে যেতে হবে। বাংলাদেশ রেলওয়ে লিংক- ই টিকিট রেলওয়ে গভারমেন্ট বাংলাদেশ । এর মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে পারবেন। লিংকটি হচ্ছে https://eticket.railway.gov.bd/ তবে আপনাকে ভ্যাট প্রদান করতে হবে।যেটা আপনি কম্পিউটারের দোকান থেকে কেটে নিতেন মনে করুন সেটাই ভ্যাট হিসেবে চার্জ নিচ্ছে। ভ্যাট ২০ টাকা নেবে।
আজকের শেষ কথা
প্রিয় পাঠক,এতক্ষণ ধৈর্য ধরে ওয়েবসাইটটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন ট্রেনের টিকিট কাটার নিয়ম। আর্টিকেলের মধ্যে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 ও ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪ সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি আপনি যদি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে খুব সহজেই ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন অগ্রিম।
থাকলে আর্টিকেলটি পড়ে ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করে দিন। তারাও যেন ঘরে বসে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে 2024 জানতে পারে। এ ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাহলে নিয়মিত প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url