বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম গুলো জানুন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম তুলে ধরেছি। বর্তমান বর্ষাকালের সময় চারিদিকে কাদা পানি এবং বন্যা প্লাবিত এলাকায় দূষিত পানি ও দূষিত খাবার খাওয়ার ফলে ছোট বড় সকালের ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে।
এছাড়াও আর্টিকেলের মধ্যে তুলে ধরেছি, পাতলা পায়খানা হলে কি কি খাওয়া যাবে না, পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ,বড়দের ও শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায় এগুলো সহ বিস্তারিত তুলে ধরেছি। আপনি জানতে চাইলে সম্পূর্ণ কে পড়তে পারেন।
বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম
সাধারণত বাচ্চাদের সচরাচর পাতলা পায়খানা হয়ে থাকে। কারণ বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। ধুলোবালি ময়লাতে বেশি পছন্দ করে খেলতে। এর ফলে জীবাণু পেটে গিয়ে পেটের সমস্যা হয়। বর্তমানে এখন বর্ষার সময় চারদিকে বৃষ্টি বাদল আদা এবং বন্যায় কবলিত মানুষদের দুর্দশা বাচ্চাদেরকে ঠিকমতো নিতে পারছে না। শিশুদের বেশিরভাগই এখন দেখা যায় ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে সাথে বমি সহ।
শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া রোগ হলেই পানি শূন্যতা হওয়ার আশঙ্কা থাকে বেশি। কারণ ডায়রিয়া রোগে দ্রুতই শিশুদের কাবু করে ফেলে এবং পানি শূন্যতা হয়ে যায়। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে এবং ডায়রিয়া জনিত প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। দ্রুত নিকটস্থ হসপিটালে ডাক্তারের কাছে নিতে হবে। বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম বলে দিবে, বাচ্চাদের যদি ট্যাবলেট দেয় তাহলে ট্যাবলেট খাওয়াতে হবে।
সচরাচর বাচ্চাকে সিরাপ দেওয়া হয়ে থাকে। ডায়রিয়া চিকিৎসার জন্য খাবার স্যালাইন খাওয়াতে হবে। যাতে করে পানি শূন্যতা কমে যায়। বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম স্যালাইন খাওয়ার পাশাপাশি জিংক ট্যাবলেট খাওয়াবেন। পিঙ্ক ডায়রিয়া তীব্রমাত্রায় কমিয়ে দেয় এবং দূরত্ব সারিয়ে ফেলে। পানি ও খনিজ লবণ শোষণ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- খাওয়ার নিয়ম ৬ মাস থেকে ৫ বছরবয়সের শিশুদের জন্য ২০ মি.গ্রা. জিংক একটি করে দশ দিন দশটি ট্যাবলেট খাওয়ান।
- শিশুদের ডায়রিয়া হলে ORS ও জিংক খাওয়া উচিত। ও আর এস খাওয়ানোর নিয়ম জেনে নিন।
- আধা লিটার পানির সাথে এক প্যাকেট ORS মিশাতে হবে।
- দুই বছরের নিচের শিশুকে প্রতিবার পাতলা পায়খানা করার পর ৫০ থেকে ১০০মিলি ওর স্যালাইন খাওয়ান।
শিশুর পাতলা পায়খানা হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ওর স্যালাইন ও জিংক ট্যাবলেট খাওয়ান। এবং পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত খাওয়াতে থাকুন। শিশুর পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবার পর যদি শূন্যতা মনে হয় তাহলে খাওয়াতে হবে, আর যদি পানি শূন্যতা ভাব কেটে যায় তাহলে খাওয়ানো বন্ধ করুন পানি শূন্যতা পূরণ করে। পাশাপাশি ডায়রিয়া না কমলে দ্রুত নিকটস্থ হসপিটালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায়
বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জানার পাশাপাশি শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায় হিসেবে একটি খাবার হচ্ছে খাবার স্যালাইন তৈরি করে শিশুকে ঘন ঘন খাইয়ে দেন পাশাপাশি বুকের দুধ বেশি করে খাওয়াতে হবে। যাতে করে পানিশূন্যতা কমে না যায় একটু বড়দের ক্ষেত্রে একটু তরল জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে। যেমন চিরার পানি, ভাতের মার, আতপ চালের জাও।
- বাচ্চাদের ক্ষেত্রে পাতলা পায়খানা দূর করতে ডালিম গাছের পাতার রস খাওয়াতে পারেন তাহলে বাচ্চা পায়খানা ভালো হয়ে যাবে। ডালিম খাওয়ালেও অনেক উপকারে আসে।
- তাছাড়া আপনি যদি মনে করেন গন্ধ বাঁধলের পাতা বাচ্চাকে একটু রস করে খাইয়ে দিলে কিছুক্ষণের মধ্যে পাতলা পায়খানা কমে যাবে। এটি খুবই কার্যকরী একটু ওষুধ।
- পুদিনা পাতার রস বেটে খাওয়া।
- বাচ্চাকে আপেল খেতে দিন যাতে আরো অন্যান্য ফল মূল খেতে দিন।
- বাচ্চাকে খাঁটি মধু খাইয়ে দিন এটি অত্যন্ত কার্যকরী ঔষধ।
- তরল সুপ তৈরি করে খাবার ও ফলের রস খাওয়াতে পারেন।
- ডাবের পানি খাওয়াতে পারেন শরীরে হাইড্রেট রক্ষা করতে পারবে পাশাপাশি পানি শূন্যতা কমবে।
- সাবু পাতলা করে রান্না করে খাওয়াতে পারেন এতে পেট ব্যথা পাতলা পায়খানা কমে যাবে।
অতিরিক্ত হয়ে গেলে ডাক্তারের কাছে যেতে হবে এবংডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান এবং পাশাপাশি ঘরোয়াভাবে খাবার দিন যেসব খাবার খাওয়ালে ডায়রিয়া ভালো হয়। তাহলে দ্রুত ডায়রিয়া থেকে মুক্তি পাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।অনেক সময় পানি দূষিত হওয়ার কারণেই দায়রা বেশি হয় সেক্ষেত্রে পানি ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন।
পাতলা পায়খানা বন্ধ করার ঔষধ
বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে খাওয়ানো পাশাপাশি পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায় অবলম্বন করার পাশাপাশি যদি না কমিয়ে ৩ থেকে ৪ বার একটানা পাতলা পায়খানা এবং সাথে বমি পেটব্যথা হয়ে থাকলে সাথে সাথে আপনি ওষুধ সেবন করবেন। তাহলে দ্রুত পাতলা পায়খানা সাথে বমি পেট ব্যথা ভালো হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই পাতলা পায়খানার কি ধরনের ওষুধ রয়েছে নামগুলো জেনে নিন।
- ফ্লাজিল
- লপেরামাইড
- এজিথ্রোমাইসিন
- মেট্রোনিডানজল
- সিপ্রোোফ্লক্সাসিন
এগুলো সবগুলো এন্টিবায়োটিক ওষুধ। এগুলা বড়দের ক্ষেত্রে খাওয়ানো হয় তবে ছোটদের ক্ষেত্রে সিরাপ দেবে বয়স অনুযায়ী যেসব সিরাপ দিবে সেই সিরাপ খাওয়াতে হবে। এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি অর স্যালাইন খাওয়াতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ফুট প্রয়োজন এর কারণে ডায়রিয়া হয়ে থাকে, তাই খাবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেতে দিন। খাবার আগে বাচ্চাকে ভালোভাবে হাত ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিন।
পাতলা পায়খানা হলে কি কি খাবার খাওয়া যাবে না
বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে খাওয়ানো পাশাপাশি পাতলা পায়খানা হলে কি কি খাবার খাওয়া যাবে না জেনে নিনঅ। সে বিষয় নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করতে চলেছি, জানতে চাইলে সাথে থাকুন। কিছু খাবার রয়েছে ভারী জিনিস যেগুলা খেলে পাতলা পায়খানা আরো বেড়ে যায়। তাই ডায়রিয়া হলে সেই সব খাবার এরে চলতে হবে। আচ্ছা জেনে নেই কি কি খাবার গুলো খাওয়া যাবে না।
দুধঃ দুধ বা দুধের তৈরি কিছু খাওয়া যাবে না কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণ ল্যাক্টিক এসিড। তাই দুধ হজম হতে দেরি হয়। তাই ডায়রিয়া হলে কিছুদিন দুধ খাওয়া বিরত রাখুন।
চর্বিযুক্ত খাবারঃ ডায়রিয়া হলে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি তেল যুক্ত খাবার খেলে গ্যাস্টিকের প্রবলেম হয় পেট ফুলে যায় এবং পেটে ব্যথা হয় বমি হয় পাশাপাশি ডায়রিয়া বেশি হয়।
শুকনো তরকারি ও মসলা জাতীয় খাবারঃ ডায়রিয়া হলে শুকনো তরকারি ও মসলা জাতীয় খাবার একদমই খাবেন না। যত বেশি খাবেন তরল জাতীয় খাবার।
ক্যাফিনঃ ডায়রিয়া হলে ক্যাফিন খাওয়া থেকে এড়িয়ে চলুন কারণ ক্যাফিন ডায়রিয়ার মাত্রা বৃদ্ধি করে।
পাতলা পায়খানা হলে মাছ খাওয়া যাবে কি
আমাদের প্রচলিত সমাজে কিছু নিয়ম মেনে চলে যেগুলো কোন ভিত্তি নেই। বেশিরভাগ আমাদের দাদা-দাদির বয়স্করা ডায়রিয়া হলে মাছ খেতে নিষেধ করে। ডায়রিয়া হলে তরল জাতীয় খাবার খাওয়ানো উচিত তবে অন্যান্য খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খেতে হবে। ভাত মাছ সবজি সব ধরনের খাবার খেতে হবে। ডায়রিয়া হয়ে শরীরের শক্তি কমে যায়, পানি শূন্যতা হয়, ক্যালরি কম হয় তাই এইসব পূরণ করতে খাবার খেতে হবে।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আর্টিকেলটা এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আর্টিকেল থেকে পাতলা পায়খানা বন্ধ করার ঔষধ বাচ্চাদের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জানতে পেরেছেন। বন্যার সময় ডায়রিয়া রোগে আক্রান্ত বেশি হচ্ছে। তাই অন্যদের সাথে শেয়ার করে দিন তারাও যেন ডায়রিয়া ভালো করতে ওষুধ গুলো সম্পর্কে জানতে পারি। আর নিত্য নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যাতে করে সবার আগে আপনি তথ্যগুলো পেয়ে যান।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url