জমির পরিমাপ শতাংশ হিসাব ও সূত্র তুলে ধরেছি।
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে তুলে ধরেছি জমির পরিমাপ শতাংশ হিসাব। এছাড়াও এক শতাংশ সমান কত কাঠা এই সব বিষয়গুলো আপনি যদি জমি সংক্রান্ত মাপ জানতে চান তাহলে আর্টিকেল পড়ুন।
জমির পরিমাপ শতাংশ হিসাব
জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার নিয়ম জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলের মধ্যে জেনে নিন। শতাংশ বের করতে হলে প্রথমে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে এবং দীর্ঘ দুদিকে প্রস্তুত দুটিকে থাকে।দুই দৈর্ঘ্য যোগ করে নিন এরপর দুই প্রস্থ যোগ করে নিন এরপর মোট দৈর্ঘ্য ও মোট প্রস্থ গুণ করুন গুণফল কে আবার ৪৩৫.৬ করুন যা ফলাফল আইবে সেটাই হচ্ছে শতাংশ। চলুন প্রাক্টিক্যালি দেখে নেই।
ধরুন দৈর্ঘ্য দুই দিকে ৭৪ ফুট ও ৭০ ফুট।
এবং প্রস্থ দুই দিকে ৪০ ফুট ও ৩৮ ফুট।
সূত্রঃ (১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট)
মোট দৈর্ঘ্য = ৭৪+৭০=১৪৪ বর্গফুট।
মোট প্রস্থ =৪০+৩৮=৭৮ বর্গফুট।
ক্ষেত্রফল= দৈর্ঘ্য প্রস্থ
=(১৪৪*৭৮) বর্গফুট
=১১২৩২ বর্গফুট
১১২৩২/৪৩৫.৬=২৫.৭৯ শতাংশ।
আপনার জমি পরিমান ২৫.৭৯ শতাংশ প্রায়। এক্ষেত্রে আপনি যদি কাঠা বের করতে চান তাহলে আপনাকে ৭২০ বর্গফুট দিয়ে মোট বর্গফুটকে ভাগ করতে হবে যেমন ধরুন-
(১১২৩২/৭২০)বর্গফুট =১৫.৬ কাঠা
সূত্রঃ (৭২০বর্গফুট= ১ কাঠা)
এক কানি জমি কত শতাংশ?
এক কানি= ১৬৯৯০ বর্গফুট
এক কানি= ৩৯ শতাংশ
এক কানি= ২৩.৫ কাঠা
এক কানি= ২০ গন্ডা
এক আনা কত শতাংশ?
জমির পরিমাপ শতাংশ হিসাব জানার পাশাপাশি এক আনা কত শতাংশ? জেনে নিন। জমি একসময় আনা,গন্ডা, কড়াহিসাব করে জমির খতিয়ান বের করা হতো।বর্তমান সময়ে সরাসরি শতাংশ হিসাব করে শতাংশ, কাঠা, বিঘা। এক আনা বলতে, ১৬ ভাগের এক ভাগ। বর্তমানে এখন আনাগণ্ডা করা হিসাব করা হয় না।
এক শতাংশ সমান সমান কত কাঠা?
বর্তমানে এখন জমির পরিমাপ শতাংশ হিসাব বের করে জমি হিসাব করা হয়। প্রথমে বর্গফুট বের করার পর শতাংশ বের করে নেয়। এরপর কাটা তারপরে বিঘা বের করা হয় অনেকেই বর্গা হাত বের করে এবং হিসাব করে থাকে। চলুন আসুন জেনে নেই কত ১ শতাংশ সমান কত বর্গহাত,একর, কাটা এবং বিঘা ইত্যাদি জেনে নেই।
১ শতাংশ= ২৪৭.১০৫ একর
১ শতাংশ= ১৯৩,৬ বর্গহাত
১ শতাংশ= ৪৩৫.৬ বর্গফুট
১ শতাংশ=১০০ অযুতাংশ
১.৬৫ শতাংশ= ১ কাঠা বা ৭২০ বর্গফুট বা ১৬৫ অযুতাংশ
৩৩ শতাংশ= ১ বিঘা বা ১পাকি
শতক আর শতাংশ কি এক?
জমির পরিমাপ শতাংশ হিসাব জানার আগে শতক আর শতাংশ কি এক? জেনে নিন। শতাংশ হচ্ছে ১০০ ভাগের একটি অনুপাত হচ্ছে ভূমির পরিমাপক। শতাংশের মান পরিবর্তনশীল হয়ে থাকে আর শতকের মান স্থির থাকে। মোটকথা শতাংশ হচ্ছে অনুপাতকে বোঝায় এবং শতক হচ্ছে ভূমির পরিমাপ বোঝায়।
- ১ বর্গফুট সমান কত ফুট?
- ১ বর্গফুট = ১৪৪ বর্গ ইঞ্চি
১ স্কয়ার ফিট সমান কত ফুট
১ স্কয়ার ফিট সমান কত ফুট বিস্তারিত জানুন আজকের আর্টিকেলে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই মাপ করতে হয়। বিশেষ করে জমির ক্ষেত্রে এ মাপগুলো প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই জানে না এক স্কয়ার ফিট সমান কত ফুট তাই বিস্তারিত জেনে নিন।
- ১ ফুট= ১২ ইঞ্চি।
স্কয়ার ফিট হচ্ছে একটি বর্গকার ভূমি চারিদিকে দৈর্ঘ্য প্রস্থ সমান। যেমন ধরুন দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে এক ফুট রয়েছে। একেই বলে স্কয়ার ফিট। অর্থাৎ এক স্কয়ার ফিট= ১ ফুট দৈর্ঘ্য*১ ফুট প্রস্থ।অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল কেই স্কয়ার ফিট বলে। এছাড়াও কিছু সূত্র জেনে নিন।
- 43,560 স্কয়ার ফিট= ১ একর।
- 1600 স্কয়ার ফিট= ১ শতক।
- 40 স্কয়ার ফিট= ১ কাঠা।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে জমির পরিমাণ শতাংশ বের করার নিয়ম বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আলোচনা করেছি, এক স্কয়ার ফিট সমান কত ফুট। জমির পরিমাপের কিছু সূত্র তুলে ধরেছি। আশা করি আর্টিকেলের মধ্য থেকে সমাধান খুঁজে পাবেন।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url