গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ ও গর্ভাবস্থায় বমি কতদিন থাকে জেনে নিন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে তুলে ধরেছি গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণগুলো এছাড়াও গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণ ও গর্ভবতী হওয়ার ষষ্ঠ সপ্তাহের লক্ষণ তুলে ধরা হয়েছে।
এছাড়াও, আর্টিকেলের মধ্যে আর্টিকেলের মধ্যে গর্ভাবস্থায় বমি কতদিন থাকে, গর্ভ অবস্থায় বমি হওয়ার কারণ সহ আরো বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি গর্ভবতী সম্পর্কে কিছু জানতে চান তাহলে আর্টিকেলটি ঘুরে আসুন।
গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণ
গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণ দেখলে অনেকটা বোঝা যায় আপনি গর্ভবতী হয়েছেন। এ সময় শারীরিক পরিবর্তন হতে থাকে। শারীরিক পরিবর্তন হওয়া দেখে আপনি ব্যস্ত হয়ে উঠেছেন তার প্রিয় মানুষগুলোকে জানাতে। প্রথমেই আপনি গর্ভাবস্থার উপসর্গ সম্মুখীন হতে শুরু করছেন। আপনার শরীরের পরিবর্তন একটু একটু করে শুরু হতে চলছে। চলুন আজকে গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণ গুলো জেনে নেই।
লক্ষণঃ আপনার শরীরে অসুস্থতার ভাব মনে হচ্ছে। প্রথমে মাসিক মিস হয়ে যাওয়া লক্ষ্য করুন। আপনার ভিতরে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে একটুতেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তল একা ব্যাথা মনে হবে, স্তনে ব্যথা অনুভব হবে। সময় সময় প্রচুর ক্লান্তি বোধ মনে করবেন, হালকা জ্বর এবং সকালে বেশি অসুস্থতা মনে হয়। এ সময় কোন কিছু ভালো লাগে না অনেকেরই খাওয়ার প্রতি অরুচি মনে হয়। শরীরে অলসতা মনে হচ্ছে ক্লান্তি মনে হচ্ছে মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব বেশি হচ্ছে।
আবার অনেকেরই আছে এসব সমস্যা কোনটাই হয় না সে বুঝতেই পারেনা যে সে গর্ভবতী হয়েছে। তবে অবশ্যই মাসিক তারিখ পার হলেই নিজেকে একটু সাবধানতা রাখতে হবে কারণ এ সময় অনেকেই গর্ভবতীর লক্ষণ না বুঝতে পারায় স্বাভাবিক আগের মতই চলাফেরা করবো করে ভারী কাজ করে যার ফলে গর্ভপাত হয়ে যায়।
তাই অবশ্যই খেয়াল রাখতে হবে মাসিক তারিখ পার হয়েছে কিনা মাসিক তারিখ পার হলে নিজেকে সতর্কের মধ্যে রাখতে হবে তাহলেই সুস্থ থাকবেন।এ সময় প্রথম আপনার শরীরে কোন কিছু বেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে এই পর্যায়ে একটু মসুর ডালের মত আকৃতি হচ্ছে। তাই এই অবস্থায় একটু ধৈর্য ধরুন নিজের মধ্যে রাখুন কথাগুলা।
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ গুলো জেনে নিন। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এবং মাসিক হওয়ার পর পঞ্চম সপ্তাহ চলছে এ পর্যায়ে আপনি গর্ভবতী কিনা কিছু লক্ষণ গুলোর মধ্যে আপনি বুঝে নিন।কিছু শারীরিক পরিবর্তন ঘটবে এ সময় যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভবতির লক্ষণ তাই লক্ষণ গুলো কি কি সেগুলো জেনে নিন।
হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণঃ এ সময় আপনার শারীরিকভাবে কিছু পরিবর্তন হবে যে আপনি নিজেই বুঝতে পারবেন কিছু একটা হতে চলেছে। শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে আপনার পেটে খিল ধরে ব্যথা থাকবে। আপনার শরীরে হালকা হালকা জ্বর অনুভব করবেন।ণা মাথা ব্যাথা শুরু হবে। বমি বমি ভাব অনেকের পোশাবের যন্ত্র হয়।
পঞ্চম সপ্তাহে আপনার শারীরিক পরিবর্তন কতটুকু হবে
এ বিষয়টি সকলের ক্ষেত্রে একরকম হবে না। কারো কারো ক্ষেত্রে তেমন কিছু মনে হবে না আবার কারো কারো ক্ষেত্রে হালকা শারীরিক পরিবর্তন হতে পারে। তবে সন্তান সম্ভাবনা মায়েদের মধ্যে প্রথম তিন মাস এর চেয়ে দ্বিতীয় ৩মাসে ভালো পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম তিন মাসের প্রথম ও দ্বিতীয় মাসে খুব কম বমি বমি ভাব এবং খুব কম ক্লান্তিবোধ মনে হয়। যেটা দ্বিতীয় তিন মাসে বেশি বোঝা যায়।
তবে কিছু লক্ষণগুলো প্রথম তিন মাসের পঞ্চম সপ্তাহের দিকে কিছু লক্ষণ থেকে যায় আসুন সেগুলা কি কি লক্ষণগুলো হতে পারে। তলপেটে খিলখিল ব্যথা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব শুরু হয় আবার কারো কারো ক্ষেত্রে বমি ভাব শুরুতেই আসে না। এবং বুক জ্বালাপোড়া করে। স্তন ব্যথা হয়। সময় সময় মাথাব্যথা মাথা ঝিম ধরে থাকা শুরু করে।
পঞ্চম সপ্তাহ মানে এই সময়ে গর্ভবতীর এক মাস ইতিমধ্যে পার হয়ে গেছে। তাই এর মধ্যে বাসায় প্রেগনেন্সি টেস্ট করতে হবে। পোশাক পরীক্ষার মাধ্যমে পজিটিভ আসবে তাহলে বুঝতে পারবেন আপনি গর্ভবতী। গর্ভবতী অবস্থায় হরমোন নিঃসরণ হয় বমি খাবার অরুচি ক্লান্তি নরম ভাব এই সময়ে অনেক রকম পরিবর্তন হরমোনের কারণেই হয়। অনেকের এ সবাই ঘন ঘন বাথরুম যাওয়ার দরকার হতে পারে আবার অনেকেই দেখে বোঝা যায় না আপনি গর্ভবতী।
- তল পেট ব্যথা হয় ভারি মনে হয়
- ঘন ঘন প্রসব হয়
- স্তন ব্যথা হয় ও নরম হয়
- খাবারের অরুচি হয়
- মেজাজ মাঝে মাঝে খিটখিটে হয়
- ক্লান্তি বোধ মনে হয়
- কোষ্ঠকাঠিন্য হয়
এ লক্ষণ গুলো অনেকের মধ্যে দেখা যায় না তবে নিজেকে এই সময় সতর্কের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই প্রেগনেন্সি টেস্ট পরীক্ষা করে কনফার্ম হতে হবে এরপর ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে খাওয়া-দাওয়ার নিয়ম মেনে করতে হবে ভারী জিনিস তোলা যাবে না। এ সময় বেশি রেস্টে থাকতে হবেে। এ সময় গর্ভপাত সম্ভাবনা বেশি থাকে তাই ভারী কাজ করা যাবে না।
গর্ভবতী হওয়ার ৬ষ্ঠ সপ্তাহের লক্ষণ
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ জানার সাথে গর্ভবতী কালীন সময়ে গর্ভবতী হওয়ার ষষ্ঠ সপ্তাহের লক্ষণ গুলো জেনে নিন। যদি আপনার গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ চলছে তাহলে কি কি লক্ষণ আপনার ভিতরে পরিবর্তন আছে সেগুলো খেয়াল করুন। এ সময় এসময় শিশুর ভ্রনটি একটি মসুর দানা থেকে একটু হালকা বড় সাপ মিলিমিটার এর মত হয়ে উঠছে। এ সময়ে রক্তের দলা তৈরি হয়েছে।
গর্ভাবস্থায় বমি কতদিন থাকে? গর্ভধারণের পর আপনার ঘ্রাণ শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। যে কোন গন্ধ আপনি সহজে বুঝতে পারবেন। এসব গন্ধ কখনো কখনো অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এবং তখন বমি ভাব বেড়ে যায়। কোন একটা খাবারের প্রতিবেশী আগ্রহ সৃষ্টি হয়। শরীরে এমন করলে পরিবারের সকলে বুঝতে পারে আপনি মা হতে চলেছেন। আর এখন থেকেই আপনাকে ভালোভাবে শরীরের যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভারী জিনিস না তোলার।
গর্ভাবস্থায় বমি কতদিন থাকে
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ কি কি? গর্ভাবস্থায় বমি কতদিন থাকে জেনে নিন সাধারণত গর্ভাবস্থায় প্রথম লক্ষণ হল বমি বমি ভাব। এই বমি বমি ভাব ষষ্ঠ সপ্তাহ থেকে শুরু হয় এভাবে সপ্তম সপ্তাহ গুলোতে বমি ভাব পুরোটা থেকে যায়। অনেকেরই ১২ সপ্তাহের মধ্যে থেমে যায়। আবার কারো কারো আছে গর্ভাবস্থায়ী শেষের দিকে এসে আবার বমি শুরু হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়।
তবে নির্দিষ্ট করে বলা যাবে না গর্ভাবস্থায় বমি কতদিন হবে থাকে। অনেকেরই আছে বমি কেমন হয় না কিছুদিন বমি হওয়ার পরে থেমে যায়। আবার কারো কারো আছে গর্ভাবস্থার শুরু থেকে বমি হতেই থাকে এক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী বমি বন্ধ হওয়ার ওষুধ খেতে হবে। কখনো বমি বন্ধ হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে কিনে খাবেন না। কারণ ওইসব বমি বন্ধ হওয়ার ট্যাবলেট গুলো গর্ব অবস্থায় মা ও শিশুর ক্ষতি করে ফেলে।
গর্ভাবস্থায় বমি হওয়ার কারণ
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ গর্ভাবস্থায় বমি হওয়ার কারণ ও গর্ভাবস্থায় বমি কতদিন থাকে নিশ্চয়ই রয়েছে। কারণ এই সমস্যাটি কমবেশি সকলেরই হয়ে থাকে। এটি একটি হরমোনের জন্য হয়। গর্ভবতী মায়ের ভিতরে এই সিভি হরমোন বেড়ে গেলে বমি হয়। তাই খুব অতিরিক্ত বমি হলে চিকিৎসার তত্ত্বাবধানে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বমি বন্ধ হওয়ার ওষুধ খেতে হবে।
গর্ভবতী কিনা কতদিন পরে বুঝব?
গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ ও গর্ভবতী কিনা কতদিন পরে বুঝব? এই প্রশ্নটি যদি আপনার মনের মধ্যে হয়ে থাকে তাহলে আজকে আর্টিকেলের মাধ্যমে জেনে নিন। গর্ভবতী হলে শরীরের কিছু পরিবর্তন হয়। কিছু হরমোন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যেমন শরীরে পর্যাপ্ত পরিমাণ এইচসিজিহরমোন দ্রুত বেড়ে যায় যার ফলে আপনার শরীরে কিছু পরিবর্তন ঘটতে থাকে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আপনি ইতিবাচক বুঝতে পারবেন।
কিন্তু এই সময়ের আগে টেস্ট করলে হয়তো আপনার নেতিবাচক দেখাতে পারে। তাই অবশ্যই ওই সময়ের মধ্যে কিংবা পর প্রেগনেন্সি টেস্ট দিয়ে পরীক্ষা করুন ফলে আপনি গর্ভবতি তা পজেটিভ দেখাবে। অবশ্যই মাসিক বন্ধ হওয়ার ৪ থেকে৫ সপ্তাহের পরে টেস্ট করবেন। তাহলে ইতিবাচক আসবে। ছাড়াও পঞ্চম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ দিকে অনেক কিছু পরিবর্তন হতে থাকবে যেমন পেট ব্যথা, বমি বমি ভাব শুরু হবে, মাথা ব্যথা, জ্বর ইত্যাদি।
আজকের শেষ কথা
প্রিয় পাঠক, ধৈর্য ধরে এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। আজকের আর্টিকেলে গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের লক্ষণ সহ আরো ষষ্ঠ চতুর্থ সপ্তাহ লক্ষণগুলো তুলে ধরেছি এবং গর্ভাবস্থায় বমি কতদিন থাকে? অবশ্যই আপনি যদি গর্ভাবস্থায় কিছু জানতে চান লক্ষণ গুলো সম্পর্কে আশা করি এখান থেকে উপকৃত হয়েছেন।
এই লক্ষণগুলো প্রথম অবস্থায় গর্ভবতী মায়ের নানা প্রশ্ন জাগে মনে এবং এই সময় লক্ষণগুলো জানার কৌতুহল থাকে বেশি।অন্যদের সাথে শেয়ার করুন তারাও যদি গর্ভবতী মায়েদের সমস্যাগুলো সমাধান করতে পারে এবং জানতে পারে বুঝতে পারে।
সাবিহা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url